NID Smart Card Status Check | চেক করুন স্মার্ট কার্ড কখন পাবেন

এখনো NID Smart Card হাতে পাননি? এখনই NID Smart Card স্ট্যাটাস চেক করুন অনলাইনে বা এসএমএস দিয়ে। দেখুন স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম।

স্মার্ট কার্ড চেক অনলাইন

SMS সেন্ড করে অথবা অনলাইনে খুব সহজেই জানতে পারবেন আপনার স্মার্ট কার্ড প্রিন্ট হয়েছে কিনা বা কখন পাবেন। কিভাবে স্মার্ট কার্ড চেক করবেন এবং কিভাবে দ্রুত স্মার্ট কার্ড পাবেন তা নিয়ে আজকে জানুন।

Advertisement

আপনার নাগরিকত্বের প্রমাণ হলো জাতীয় পরিচয় পত্র বা এনআইডি স্মার্ট কার্ড। কিন্তু প্রায় সাড়ে সাত কোটি ভোটার এখনো তাদের NID Smart Card হাতে পান নি। আপনার স্মার্ট কার্ড প্রস্তুত কিনা বা কখন পাবেন তা চেক করতে পারবেন অনলাইনেই এবং প্রস্তুত হলে অনলাইনে স্মার্ট কার্ড ডাউনলোড করতে পারবেন।

এছাড়া ‍মোবাইলের মাধ্যমে SMS দিয়ে ‍স্মার্ট কার্ড চেক করতে পারবেন। দেখুন কিভাবে Smart Card Check করবেন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন

অনলাইনে স্মার্ট কার্ড চেক করার জন্য ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ এই লিংকে। এরপর আপনার NID নম্বর বা ফরম নম্বর এবং জন্ম তারিখ লিখুন। ক্যাপচা কোডটি পূরণ করে Submit বাটনে ক্লিক করলে Smart Card Status চেক করতে পারবেন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন

অনলাইনে Smart Card Status চেক করার প্রক্রিয়াটি নিচে ধাপে ধাপে দেখানো হলো:

  1. ভিজিট করুন- services.nidw.gov.bd/nid-pub/card-status/ এই লিংকে;
  2. NID নম্বর লিখুন অথবা Form Number লিখুন এই ভাবে NIDFN14412637;
  3. জন্ম তারিখ লিখুন;
  4. ছবিতে থাকা ক্যাপচা কোডটি নিচের ঘরে লিখুন;
  5. সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন।

SMS এর মাধ্যমে Smart NID Status Check

Smart NID Card Status চেক করার জন্য মোবাইলের মেসেজ অপশন থেকে লিখুন SC NID NID-No। তারপর মেসেজটি Send করুন 105 নম্বরে। ফিরতি মেসেজে আপনার NID নম্বর ও Smart Card Status জানিয়ে দেয়া হবে। ফরম নম্বর দিয়ে স্মার্ট কার্ড চেক করার জন্য SMS করুন SC F Form-No D 01-01-2001 এবং Send করুন 105 নম্বরে।

NID নম্বর দিয়ে চেক করার SMS Format: SC NID 1234567890 এবং Send করুন 105 নম্বরে

Advertisement

Form নম্বর দিয়ে চেক করার SMS Format: SC F 12345678 D 01-01-2001 এবং Send করুন 105 নম্বরে। এখানে তারিখের স্থলে আপনার জন্ম তারিখ লিখবেন।

এভাবে এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড নম্বর, স্মার্ট কার্ড ডেলিভারি স্ট্যাটাস ও বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন। এছাড়া অনলাইনেও আপনার Smart NID Card Check করতে পারবেন।

নতুন ভোটার? আইডি কার্ড প্রস্তুত কিনা যাচাই করুন- NID Card Check

স্মার্ট কার্ড ডাউনলোড করতে চাই, কিভাবে করবো?

স্মার্ট কার্ড অনলাইন কপি ডাউনলোড করার জন্য ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/claim-account লিংকে। এখানে ফরম নম্বর বা এনআইডি নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন। মোবাইল ও ফেইস ভেরিফিকেশন শেষে লগইন করে স্মার্ট কার্ড ডাউনলোড করতে পারবেন।

Advertisement

অনলাইনে স্মার্ট কার্ড ডাউনলোড

আপনার প্লাস্টিক স্মার্ট কার্ড তৈরি না হলেও আপনি অনলাইন থেকে Printable Smart Card Download করতে পারবেন।

স্মার্ট কার্ড অনলাইন কপি ডাউনলোড

অনলাইনে এনআইডি স্মার্ট কার্ড ডাউনলোড করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. NID Account Register লিংকে ভিজিট করুন;
  2. NID অথবা Form Number এবং জন্ম তারিখ লিখুন;
  3. Captcha কোড পূরণ করে সাবমিট করুন;
  4. বর্তমান ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করুন;
  5. মোবাইল নম্বর ভেরিফিকেশন করুন;
  6. অন্য একটি মোবাইলে NID Wallet অ্যাপ ইনস্টল করে ফেইস ভেরিফিকেশন করুন;
  7. লগইন করার পর ডাউনলোড লিংকে ক্লিক করে Smart Card ডাউনলোড করুন।
ADVERTISEMENT

ডাউনলোড করা FDF ফাইলটি যেকোনো কম্পিউটার সার্ভিসের দোকান থেকে প্রিন্ট ও লেমিনেটিং করে ব্যবহার করতে পারবেন। স্মার্ট কার্ড ডাউনলোড করার প্রক্রিয়াটি আরো বিস্তারিত ও ছবিসহ দেখতে পারেন এখানে- NID Card Download

আরও পড়ুন- পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড

স্মার্ট কার্ড কি?

স্মার্ট কার্ড হলো ভোটার আইডি কার্ডের একটি ডিজিটাল সংস্করণ। এতে নাগরিক তথ্য ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করা হয়। স্মার্ট কার্ড খুবই ইউনিক এবং নিরাপদ। সাধারণ ভোটার আইডি কার্ডের মত এটি কপি করা যায় না।

মূলত ২০১৬ সালের ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে ইভিএম ভোটার মেশিন দ্বারা ভোট গ্রহণের জন্য ডিজিটাল স্মার্ট কার্ড কার্যক্রম শুরু করা হয়। Bangladesh National Identity Registration Wing (NIDW) – স্মার্ট কার্ড প্রদান করে থাকে। স্মার্ট কার্ডের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এতে থাকা মাইক্রোচিপ, যা একজন নাগরিকের ছবি, নাম,পরিচয় এবং বায়োমেট্রিক তথ্য সহ ৩২ প্রকার সিটিজেন ডাটা সংরক্ষণ করতে সক্ষম।

বাংলাদেশের মোট ভোটার সংখ্যা প্রায় নয় কোটি। এ বিশাল ভোটার গোষ্ঠীকে ডিজিটাল সুবিধা প্রদান করার জন্য বর্তমানে প্রায় এক কোটির বেশি ভোটারকে স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে। তবে প্রায় সাড়ে সাত কোটি ভোটার এখনো স্মার্ট কার্ড পায়নি।

আরও পড়ুন- নতুন ভোটার আইডি কার্ড চেক

কিভাবে দ্রুত সময়ের মধ্যে স্মার্ট কার্ড পাবেন

যারা নতুন ভোটার হয়েছেন তারা খুব দ্রুত Smart NID Card হাতে পেয়ে যাবেন। আপনার Smart NID তৈরি হয়েছে কিনা তা SMS বা অনলাইনে চেক করে নিন। এরপর আপনার স্মার্ট কার্ড সংগ্রহ করার জন্য উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে।

স্মার্ট আইডি কার্ড বিতরণের দায়িত্ব একমাত্র বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। আপনি যদি নতুন ভোটার হন এবং এখনো স্মার্ট কার্ড না পেয়ে থাকেন, তাহলে আপনি অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারেন।

অনলাইনে স্মার্ট কার্ড সংক্রান্ত যে কোন সেবা পেতে আপনার প্রয়োজন হবে এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন। দেখুন কিভাবে NID Account Register করবেন।

পুরাতন ভোটারদের স্মার্ট কার্ড কিভাবে পাবেন

পুরাতন ভোটার দ্রুততম সময়ের মধ্যে তাদের স্মার্ট কার্ড পাওয়ার জন্য পুনরায় ১০ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করতে হবে। এরপরই তাদের স্মার্ট কার্ড প্রিন্টের জন্য প্রস্তুত হবে। পুরাতন ভোটাররা যদি এখনি স্মার্ট কার্ড নিতে চান তাহলে কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যেমন:

  • আপনার পুরাতন আইডি কার্ডের ফটোকপি নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যান।
  • অফিস কর্মকর্তার থেকে সেই ফটোকপিতে স্বাক্ষর ও নির্বাচন অফিস থেকে দেওয়া আরো কিছু কাগজপত্র নিয়ে ঢাকা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যেতে হবে।
  • তারপর সেখানে আপনার বায়োমেট্রিক ও অন্যান্য তথ্য যাচাইয়ের পর স্লিপ প্রদান করা হবে।
  • এবার পুনরায় নিজ উপজেলা নির্বাচন অফিসে সেই স্লিপ টি জমা দিতে হবে।

তারপর স্মার্ট কার্ড তৈরি সম্পন্ন হলে আপনার স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।

FAQ’s

স্মার্ট কার্ড কবে পাবো?

নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্মার্ট কার্ড প্রদানে ১-২ বছর সময় লাগতে পারে। স্মার্ট কার্ড একটি ব্যয়বহুল প্রকল্প হওয়ায় বর্তমানে প্রায় সাড়ে সাত কোটি ভোটারকে স্মার্ট কার্ড প্রদান করা সম্ভব হচ্ছে না। তাছাড়া যারা পুরাতন ভোটার স্মার্ট কার্ড পাওয়ার জন্য তাদের আবার বায়োমেট্রিক তথ্য দিতে হবে।

নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করবো কিভাবে?

বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে অনলাইন স্মার্ট কার্ড চেক করা যায়। এজন্য https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ লিংকে প্রবেশ করে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে আইডি কার্ড চেক করতে পারবেন।

এনআইডি স্মার্ট কার্ড ডাউনলোড করবো কিভাবে?

স্মার্ট কার্ড ডিজিটাল কার্ড এবং এর ভিতরে মাইক্রোচিপ থাকায় তা অনলাইন থেকে ডাউনলোড করা যায় না। তবে স্মার্ট কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে প্রিন্ট করে নিলে স্মার্ট কার্ডের মধ্যে ব্যবহার করা যায়।

স্মার্ট এনআইডি কার্ড সম্পর্কিত আরও তথ্য

এই ক্যাটাগরির সকল তথ্যজাতীয় পরিচয় পত্র
ভোটার নিবন্ধননতুন ভোটার নিবন্ধন
এনআইডি ডাউনলোডএনআইডি কার্ড ডাউনলোড
রিইস্যুহারানো জাতীয় পরিচয়পত্র ডাউনলোড
সংশোধনভোটার আইডি কার্ড সংশোধন

শেষ কথা

নতুন ও পরাতন সকল ভোটারই স্মার্ট কার্ড পাবে। তবে আপনার কার্ডটি না পেলে বর্তমানে তার স্ট্যাটাস কি সে বিষয়ে অনলাইনে স্মার্ট কার্ড চেক করার নিয়ম অনুযায়ী জেনে নিতে পারেন।

NID, Passport এবং Birth Certificate সংক্রান্ত সকল আপডেট তথ্য ও পরামর্শের জন্য নিয়মিত ভিজিট করুন NIDBD.INFO

Advertisement

Similar Posts

23 Comments

  1. আমি temporarily এন আই ডি কাড পেয়েছি প্রায়ই ৩-৪ বছর হয়েছে কিন্তু এন আই ডি স্মার্ট কার্ড টি পাইনাই আমার এখন স্মার্ট এন আই ডি কার্ড টি খুব দরকার। কিভাবে ও কেথায় গেলে পাবো।

    1. অনলাইনে চেক করে দেখেন কি স্ট্যাটাস। যারা পুরাতন ভোটার তাদেরকে আবার ১০ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হবে Smart Card প্রিন্টের জন্য। উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন এই ব্যাপারে।

      1. আমার আম্মুর জাতীয় পরিচয় পত্রের ভোটার স্থানাতর এর জন্য দেওয়া হয়েছে ৮ মাস, কিন্তূ এখনও কোনো কিছু হলো না।

    1. অনলাইনে চেক করে দেখেন কি স্ট্যাটাস। যারা পুরাতন ভোটার তাদেরকে আবার ১০ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হবে Smart Card প্রিন্টের জন্য।

  2. 2022 সালের জুলাইয়ের ০৪ তারিখে এন আইডি কার্ডের সকল কাজ শেষ করেছি। কিন্তু এখনো স্মার্টকার্ড হাতে পাইনি। কোন তথ্য ও পাইনি। চেক করে দেখলাম। তাহলে এখন আমি কি করতে পারি? কবে নাগাদ এন আইডি স্মার্টকাড হাতে পাবো?

  3. স্মার্ট কার্ডের পোস্টটি খুব ভালো লাগলো অনেক সুন্দর ভাবে লিখেছেন অসংখ্য ধন্যবাদ এবং পোস্টটি পড়ে আমার খুব উপকারী মনে হল।

  4. আমার smart card status এ Complete দেখাচ্ছে। আমি ২০০৯ সালে জাতিয় পরিচয় পত্র পেয়েছি। আমি কি উপজেলা ইসি অফিসথেকে ১ দিনেই স্মার্ট কার্ড নিতে পারব।

    1. তখন শুধুমাত্র ৪ আঙ্গুলের ছাপ নিয়েছিল আর চোখের আইরিশ স্ক্যান করা হয়নি। কিন্তু স্মার্ট কার্ডের জন্য ১০ আঙ্গুলের ছাপ আর আইরিশ স্ক্যান করতে হবে আবার।

  5. আমি ভোটার হয়েছি তিন বছর আগে, nid অনলাইন ফটোকপি পেয়েছি,কিন্তু স্মার্ট কার্ড পাইনি এখনো, চেক করে দেখলাম কোনো তথ্য নেই বলতেছে! এর কারণ কি?

  6. আমি ২০ সালে রেজিস্ট্রেশন করেছি। ১০ আঙুলের ছাপ, আইরিশ সবই নিয়েছে। কিন্তু এখনও স্ট্যাটাস দেখায় তথ্য পাওয়া যায়নি। এটার কোনো কারন আছে?

    1. ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করুন। Smart Card দেয়া হচ্ছে না, কার্ড প্রিন্টিং সমস্যার কারণে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।