জন্ম নিবন্ধন দিয়ে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম
ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে? জানুন কিভাবে আইডি কার্ড বের করবেন এবং জন্ম নিবন্ধন নম্বর দিয়ে ভোটার আইডি বের করা যাবে কিনা।
আপনার হয়তো ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে, তাই আপনি জন্ম নিবন্ধন নম্বর দিয়ে আপনার ভোটার আইডি কার্ড বের করতে চান। কিন্তু আসলে কি এমন কোন সুযোগ আছে যে জন্ম নিবন্ধন নম্বর দিয়ে ভোটার আইডি বের করা যাবে?
জন্ম নিবন্ধন দিয়ে কি ভোটার আইডি কার্ড বের করা যায়?
না, জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করা যায় না। অথবা, জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি নম্বর জানারও কোন সুযোগ নেই। তবে ভোটার নম্বর বা ভোটার ক্রমিক নম্বর দিয়ে উপজেলা নির্বাচন অফিস থেকে আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্য বের করতে পারবেন।
অনেকেই আছেন যারা তাদের জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা তাদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও রাখেননি অথবা আইডি কার্ডের নম্বরও মনে রাখেন নি। এমতাবস্থায় তাদের জাতীয় পরিচয় পত্র বের করা অনেকটা ঝামেলাপূর্ণ কাজ হয়ে দাঁড়ায়।
আরও পড়তে পারেন- জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয়।
ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা যায়?
হ্যাঁ, উপজেলা নির্বাচন অফিস থেকে আপনার ভোটার নাম্বার দিয়ে আইড কার্ডের তথ্য বের করতে পারবেন। এরপর আইডি কার্ড হারানোর জিডি করে অনলাইনে জাতীয় পরিচয় পত্র রিইস্যুর আবেদন করতে পারবেন।
যাইহোক ভোটার আইডি নাম্বার জানা না থাকলেও, আপনার ভোটার এলাকার ভোটার তালিকা থেকে আপনার নাম ও পিতার নাম অনুসারে ভোটার নাম্বার বের করতে পারবেন।
কিভাবে হারানো ভোটার আইডি নাম্বার জানবেন
হারানো ভোটার আইডি কার্ডের নাম্বার জানার জন্য প্রথমে আপনি আপনার ভোটার এলাকার নাম জেনে নিন, যদি সম্ভব হয় আপনার এলাকার ভোটার তালিকা থেকে ভোটার নম্বরটি জেনে নিন। এরপর উপজেলা নির্বাচন অফিসে গিয়ে কম্পিউটার অপারেটরকে আপনার ভোটার এলাকা বা ভোটার নম্বর দিয়ে আপনার তথ্য খুঁজে আপনার এনআইডি নম্বর বের করার অনুরোধ করতে পারেন।
যেভাবে হারানো ভোটার আইডি কার্ড বের করবেন
হারিয়ে যাওয়া ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করার জন্য প্রথমেই আপনাকে নিকটস্থ থানায় জিডি করতে হবে। জিডিতে অবশ্যই নাম, পিতা-মাতার নাম, এনআইডি নম্বর ও জন্ম তারিখ উল্লেখ করতে হবে। এরপর জিডি কপি আপলোড করে জাতীয় পরিচয়পত্র রিইস্যু করার আবেদন করতে হবে। আবেদন অনুমোদন হলে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
ধরুন আপনি ভোটার আইডি কার্ড হারিয়ে ফেলেছেন, আপনার কাছে কোন ফটোকপি নেই বা আইডি নাম্বারও জানা নেই। এমতাবস্থায় আপনার হারানো ভোটার আইডি কার্ড বের করার জন্য প্রথমে নির্বাচন অফিস থেকে আপনার ভোটার এলাকা ও নাম দিয়ে আপনার তথ্য খুঁজে জাতীয় পরিচয় পত্র নম্বর জেনে নিতে হবে।
এরপর থানায় জাতীয় পরিচয় পত্র হারানোর জিডি করে অনলাইনে আইডি কার্ড Re-issue করার আবেদন করতে হবে। আবেদন অনুমোদন হলে অনলাইন থেকে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
হারানো আইডি নাম্বার জানা না থাকলে আপনাকে কিছুটা হয়রানির শিকার হতে হবে।
যদি আপনার এনআইডি নম্বর জানা থাকে তাহলে আপনার অর্ধেক হয়রানি কমে যাবে। এনআইডি নম্বর, আপনার নাম ও জন্ম তারিখ উল্লেখ করে এনআইডি কার্ড হারিযে গিয়েছে মর্মে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (General Diary) করার আবেদন করুন।
সবশেষে জাতীয় পরিচয় পত্র ফি পরিশোধ করে, অনলাইনে একটি জাতীয় পরিচয়পত্র রিইস্যু করার আবেদন করুন। আরও পড়তে পারেন- পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপায়।
ডাউনলোড | NID Card Download |
সংশোধন | জাতীয় পরিচয় পত্র সংশোধন |
চেক | NID Card Check |
হোমপেইজ | NID BD |
আমার কাড হারিয়ে গেছে,, আমার কাডে জন্ম তারিখ ভুল আছে,, আমি কি করে জন্ম তারিখ সংশোধন করে কাড পেতে পারি। দয়াকরে জানাবেন।
ডিজিটাল জন্ম নিবন্ধন আর শিক্ষাবোর্ডের সার্টিফিকেট দিয়ে সংশোধন আবেদন করতে পারবেন, নতুন কার্ড পাবেন অনলাইনে। কিভাবে সংশোধন আবেদন করবেন দেখুন- ভোটার আইডি কার্ড সংশোধন