ই পাসপোর্ট চেক: ই পাসপোর্টের বর্তমান অবস্থা যাচাই করুন 2024

নতুন পাসপোর্ট বা পাসপোর্ট রিনিউ করার আবেদন করেছেন? অনলাইনে ই পাসপোর্টের বর্তমান অবস্থা চেক করে জানুন আপনার ই পাসপোর্ট হয়েছে কিনা।

ই পাসপোর্ট চেক করার নিয়ম

এই ব্লগের মাধ্যমে জানতে পারবেন কিভাবে ই পাসপোর্টের বর্তমান অবস্থা চেক করতে হয় তা সম্পর্কে। যারা সম্প্রতি ই পাসপোর্টের আবেদন করেছেন, ফিঙ্গার দিয়েছেন, এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করেছেন তাদের ই-পাসপোর্ট বর্তমানে কোন অবস্থায় আছে তা অনলাইনে বা SMS এর মাধ্যমে চেক করতে পারবেন।

Advertisement

E Passport Status Check করার মাধ্যমে জানতে পারবেন আপনার ই পাসপোর্ট তৈরি কিংবা প্রিন্ট হয়েছে কিনা এবং কখন ডেলিভারী পাবেন।

ই পাসপোর্টের বর্তমান অবস্থা জানার জন্য প্রথমত আপনার যে জিনিসটি প্রয়োজন হবে তা হলো পাসপোর্ট আবেদনের Online Registration ID অথবা পাসপোর্ট ডেলিভারি স্লিপ।

আপনি যখন পাসপোর্ট এর জন্য Online Application করেছেন, সেই Application summery এবং পাসপোর্ট অফিস থেকে দেয়া Delivery Slip এ এই Online Application ID পাবেন। তাছাড়া Application ID দিয়েও সহজেই আপনার ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।

Advertisement

ই পাসপোর্টের বর্তমান অবস্থা

ই পাসপোর্টের বর্তমান অবস্থা জানার জন্য প্রথমে ভিজিট করুন epassport.gov.bd এই ওয়েবসাইটে। মেন্যু থেকে CHECK STATUS ক্লিক করুন। আপনার ই পাসপোর্ট আবেদনের Online Registration ID দিন এবং জন্ম তারিখ বাছাই করুন। I am human টিক দিন এবং Check বাটনে ক্লিক করে পাসপোর্টের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন।

ই পাসপোর্টের বর্তমান অবস্থা চেক করার সম্পূর্ণ প্রক্রিয়াটি নিচে ধাপে ধাপে দেখানো হলো।

1. E Passport Website ভিজিট করুন

ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে ভিজিট করুন Passport Status Check লিংকে। এখানে আপনার অনলাইনে পাসপোর্ট আবেদনের পর যে Application Summery পেইজ পেয়েছেন সেই পেইজ থেকে Online Registration ID এবং জন্ম তারিখ সিলেক্ট করতে হবে।

Advertisement
ই পাসপোর্টের বর্তমান অবস্থা

2. Online Registration ID বা Application ID দিন

অনলাইনে আবেদন করার পর আপনি ২টি প্রিন্ট কপি পেয়েছেন। এই ২টি কাগজেই OID দিয়ে একটি অনলাইন রেজিস্ট্রেশন আইডি পাবেন। একই নম্বরটি আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপেও পাবেন। OID1234567890 এভাবে পুরো নম্বরটি লিখুন অথবা Application ID লিখুন।

ই পাসপোর্ট চেক করার নিয়ম

3. জন্ম তারিখ সিলেক্ট করুন

এবার আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন।

ই পাসপোর্ট চেক করার নিয়ম

4. Captcha পূরণ করে পাসপোর্ট স্ট্যাটাস চেক করুন

এবার আপনি Real Human কিনা তা নিশ্চিত করার জন্য I am human লেখার আগে টিক দিন। যদি কোন ক্যাপচা আসে সেটি সমাধান করুন। এর পর Check বাটনে ক্লিক করে আপনার ই পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন।

ই পাসপোর্ট হয়েছে কিনা

SMS এর মাধ্যমে ই পাসপোর্ট চেক

SMS এর মাধ্যমে ই পাসপোর্ট চেক করার জন্য প্রয়োজন হবে Application ID যা আপনি ডেলিভারি স্লিপের উপরে পাবেন। মোবাইলের মেসেজ অপশন থেকে লিখুন EPP <space>Application-ID এবং Send করুন 16445 এই নম্বরে। ফিরতি মেসেজে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা জানিয়ে দেয়া হবে।

Advertisement

ই পাসপোর্ট আবেদনের বিভিন্ন স্ট্যাটাস ও এগুলোর অর্থ

1Payment Verification Result- Name Mismatch:ব্যাংক বা চালানের মাধ্যমে ফি জমা দেয়া চালানের সাথে পাসপোর্ট আবেদনের নামের বানানে কোন অমিল বা অসামঞ্জস্যতা পাওয়া গেছে।
2Your Application is pending on payment investigation (Amount mismatch or Reference number mismatch)পাসপোর্ট ফি পরিশোধের চালানের কপিতে টাকার পরিমাণ এবং পাসপোর্ট আবেদনের ফি এর পরিমাণে গড়মিল পাওয়া গেছে।
3Pending SB Police Clearanceআবেদনটি পুলিশ ভেরিফিকেশন ও প্রতিবেদন প্রাপ্তির জন্য অপেক্ষমান রয়েছে।
4Pending of Assistant Director/ Deputy Director Approvalপাসপোর্ট আবেদনটি একজন Assistant Director/ Deputy Director পদমর্যাদার অফিসার চেক করবেন। তিনি অনুমোদন (Approve) না করা পর্যন্ত এমন স্ট্যাটাসে থাকবে।
5Pending for Backend VerificationPending for Backend Verification হচ্ছে, পাসপোর্ট আবেদনে আপনার দেয়া তথ্যসমূহ কেন্দ্রীয় পর্যায়ে চেক করা হচ্ছে। পাসপোর্ট আবেদনটি ঢাকায় প্রিন্টিং শাখায় পাঠানোর জন্য পুনরায় সকল তথ্য ঠিক আছে কিনা চেক করা হয়। এটি সাধারণত কোন সমস্যা নয়। ২-৩ দিনের মধ্যেই এটি হয়ে যায়। যদি কোন গরমিল পাওয়া যায় আবেদনটি সংশোধনের জন্য Sent for Rework এ পাঠানো হবে।
6Pending for Passport Personalizationএ ধাপে Laser Engraving, HD DOD Color Inject Printing, Security Lamination, Inline Quality Control (Optical and Electronic), RFID Encoding এ কাজগুলো সম্পন্ন করা হয়।
7In Printer Queueআপনার পাসপোর্ট প্রিন্টিং এর জন্য প্রিন্টিং শাখায় অপেক্ষমান আছে।
8Printing Succeededপাসপোর্টটি প্রিন্ট সম্পন্ন হয়েছে। এরপর পাসপোর্টটিতে কোন প্রকার ত্রুটি আছে কিনা তা Quality Control শাখায় পর্যবেক্ষণের জন্য পাঠানো হচ্ছে।
9QC Succeed, Ready for DispatchQuality Control শাখায় পরীক্ষা করার পর, সব কিছু ঠিক থাকলে আপনার আবেদনকৃত পাসপোর্ট অফিসে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়।
10Passport Shippedপাসপোর্টটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ডেলিভারীর জন্য পাঠানো হয়েছে।
11Passport is ready fo Issuanceপাসপোর্টটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে পৌছেছে এবং ডেলিভারীর জন্য প্রস্তুত। এই অবস্থা দেখতে পেলে পাসপোর্ট সংগ্রহের জন্য ডেলিভারী স্লিপ নিয়ে পাসপোর্ট অফিসে বা অ্যাম্বাসীতে যান।

পাসপোর্ট আবেদন, রিনিউ ও সংশোধন সংক্রান্ত যে কোন প্রশ্ন জানিয়ে অবশ্যই কমেন্ট করুন অথবা আমাদের ফেসবুক পেইজে যোগাযোগ করুন।

জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্ট সংক্রান্ত সকল তথ্যের জন্য ভিজিট করুন – NIDBD.INFO

ই পাসপোর্ট সংক্রান্ত আরও তথ্য

নতুন পাসপোর্টই পাসপোর্ট অনলাইন আবেদন
সংশোধনই পাসপোর্ট অনলাইন আবেদন
Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।