পাসপোর্ট সংশোধন করার নিয়ম ও সংশোধন করতে কি কি লাগে

জাতীয় পরিচয়পত্র অনুসারেই পাসপোর্ট সংশোধন করতে পারবেন। জানুন পাসপোর্ট সংশোধন করার নিয়ম, কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে অনলাইনে পাসপোর্ট সংশোধন আবেদন করবেন।

পাসপোর্ট সংশোধন করার নিয়ম
Advertisement

এই ব্লগে পাসপোর্ট সংশোধন করতে কি কি লাগবে, কিভাবে আবেদন করবেন এবং পাসপোর্ট সংশোধন করার নিয়ম বিস্তারিত আলোচনা করা হলো।

সর্বশেষ ১৩ ডিসেম্বর ২০২২ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ পাসপোর্ট সংশোধন বিষয়ে একটি নোটিশ প্রকাশ করেছে। এই নোটিশের মাধ্যমে দেশে ও বিদেশে পাসপোর্ট সংশোধন করার সম্পূর্ণ নিয়মকানুন স্পষ্ঠ করেছে।

আপনারা যারা পাসপোর্ট সংশোধন করবেন এবং পাসপোর্ট রিনিউ করবেন তাদের এই প্রজ্ঞাপন এবং পাসপোর্ট সংশোধনের সর্বশেষ নিয়ম সম্পর্কে জানা উচিত।

আসুন প্রথমেই জানি পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ নোটিশে কি বলা হয়েছে।

Advertisement

পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন – ১৩ ডিসেম্বর ২০২২ (কার্যকর)

১) বাংলাদেশের অভ্যন্তরে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের ভোটার আইডি কার্ড ও পাসপোর্টের মধ্যে তথ্যের গরমিল হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য (নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যু করতে হবে। তবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ প্রয়োজন হবে। বিশেষ প্রয়োজনে জেএসসি/জেডিসি/ এসএসসি/ দাখিল/ কারিগরি/ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমানের যে কোন একটি সনদপত্র বিবেচনা করা যেতে পারে। পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে লিখিত আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে অধিদপ্তরের ওয়েবসাইট/ সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে প্রদর্শিত নমুনা অনুযায়ী আবেদনকারীকে একটি অঙ্গীকারনামা যথাযথভাবে পূরণ ও স্বাক্ষরপূর্বক দাখিল করতে হবে।

২) সুরক্ষা সেবা বিভাগ হতে ২৮/০৪/২০২১, ৯/১২/২০২১ এবং ০৩/১১/২০২২ খ্রিস্টাব্দ তারিখে জারীকৃত এতদসংক্রান্ত পরিপত্রসমূহ বাতিল করা হলো।

৩) যথাযথ কতৃপক্ষে অনুমোদনক্রমে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Advertisement
সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন (প্রকাশ-১৩ ডিসেম্বর, ২০২২ খ্রিঃ)

পাসপোর্ট সংশোধন করার নিয়ম

যে ধরণেরই পাসপোর্ট হোক না কেন MRP বা E passport, পাসপোর্ট সংশোধন বা রিনিউ করার জন্য অনলাইনে আবেদন করতে হবে। ই পাসপোর্ট আবেদনে সকল তথ্য জাতীয় পরিচয় পত্র অনুসারে দিতে হবে। যেহেতু এটি সংশোধন বা রিনিউ আবেদন সেহেতু ID Documents অপশন থেকে পুরাতন পাসপোর্টের তথ্য দিয়ে আবেদনটি Submit করুন।

পাসপোর্ট সংশোধনের জন্য নিচের ধাপগুলো অনুসারণ করতে হবে:

  1. ভোটার আইডি কার্ড অনুযায়ী সঠিক তথ্য প্রদান করুন। এছাড়া শিক্ষাগত যোগ্যতার সনদ, জন্ম নিবন্ধন, বিদেশে দূতাবাসে আবেদন করলে, Permanent Resident Card/ Student ID Card/ Job ID Card/ Driving License কপি সংগ্রহ করুন।
  2. অনলাইনে আবেদন করুন।
  3. এ চালানের মাধ্যমে Passport Fee পরিশোধ করুন।
  4. পাসপোর্ট সংশোধন করার জন্য লিখিত আবেদন করুন।
  5. অঙ্গীকার নামা তৈরি করুন – পাসপোর্ট সংশোধনের অঙ্গীকারনামা পূরণ ও স্বাক্ষর করে আবেদন ফরমের সাথে জমা দিতে হবে। ডাউনলোড করুন- পাসপোর্ট সংশোধনের অঙ্গীকারনামা।
  6. সকল কাগজপত্র সংযুক্ত আবেদনটি জমা দিন।

পাসপোর্ট সংশোধন করতে কি কি লাগে

পাসপোর্ট সংশোধন করতে প্রধানত প্রয়োজন হবে:

  1. জাতীয় পরিচয়পত্র
  2. অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন।
  3. বিদেশে দূতাবাসে আবেদন করা হলে Permanent Resident Card/Student ID Card/Job ID Card/Driving License
  4. অতিরিক্ত ডকুমেন্ট হিসেবে শিক্ষাগত যোগ্যতার সনদ ও জন্ম নিবন্ধন
  5. লিখিত আবেদন
  6. অঙ্গীকারনামা
  7. পুরাতন পাসপোর্টের কপি ও পাসপোর্ট।

Passport সংশোধনের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা সংশোধন করলে আপনার প্রদত্ত তথ্যগুলো স্পেশাল ব্রাঞ্চ ও অন্যান্য গােয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই করা হতে পারে।

Advertisement

পাসপোর্টে জন্ম তারিখ সংশোধন

NID Card অনুযায়ী পাসপোর্ট এর জন্ম তারিখ সংশোধন করতে হবে। সংশোধনের স্বপক্ষে অবশ্যই জাতীয় পরিচয়পত্র লাগবে। অতিরিক্ত ডকুমেন্ট হিসেবে জেএসসি/জেডিসি/ এসএসসি/এইচএসসি/ দাখিল/কারিগরি/ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান পরীক্ষার সনদপত্র প্রয়োজন হতে পারে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিয়পত্রের পরিবর্তে জন্ম নিবন্ধন সনদ বিবেচনা করা হবে।

পাসপোর্টে নাম সংশোধন

পাসপোর্টে নাম সংশোধন করার ক্ষেত্রে ভোটার আইডি কার্ড বা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দেখাতে হবে। অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন দেয়া যাবে। পাসপোর্টে নিজের নাম ও পিতামাতার নাম সংশোধন করা যাবে।

পাসপোর্ট সংশোধন করতে কত টাকা লাগে

পাসপোর্ট সংশোধন করতে নতুন পাসপোর্ট ফি অনুযায়ী ৪,০২৫ টাকা থেকে সর্বোচ্চ ১০,৩৫০ টাকা (ভ্যাট সহ) প্রয়োজন হবে। সংশোধনের জন্য আলাদা এবং অতিরিক্ত কোন ফি প্রযোজ্য নয়। পাসপোর্ট সংশোধনের জন্য শুধুমাত্র পাসপোর্ট ফি এ চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে।

FAQs

পাসপোর্টের জন্ম তারিখ সংশোধন করা যাবে কি?

হ্যা, ব্যক্তির জাতীয় পরিচয় পত্রের জন্ম তারিখ অনুযায়ী পাসপোর্টের জন্ম তারিখ সংশোধন করা যাবে। অপ্রাপ্তবয়স্কদের জন্য অনলাইন জন্ম নিবন্ধন অনুসারে করা যাবে।

ই পাসপোর্ট কি সংশোধন করা যায়?

হ্যা, এনআইডি অনুযায়ী পাসপোর্ট সংশোধন করা যাবে।

কিভাবে পাসপোর্ট সংশোধন করব?

পাসপোর্ট সংশোধন করার জন্য প্রথমে আপনাকে শিওর হতে হবে আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্য ঠিক আছে কিনা। তারপর জাতীয় পরিচয় পত্রের তথ্য অনুযায়ী অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন। ফি পরিশোধ করার পর আবেদনপত্রের প্রিন্ট কপি, তথ্য সংশোধনের হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে জমা দিন।

Advertisement

Similar Posts

27 Comments

      1. স্যার আমার পাসপোর্ট টা সংশোধন করতে হবে এন আইডি এবং পাসপোর্টের বয়স ১৯ বছর ব্যবধান পাসপোর্টে বয়স বেশি নাম পরিবর্তন তাই আমি সমস্যার মাজে আছি এখন করা লাগবে যদি বলেন উপকৃত হতাম

        1. এনআইডি কার্ড অনুসারে ঠিক করা যাবে। এনআইডি ঠিক আছে কিনা দেখুন আগে। এরপর অনলাইনে পাসপোর্ট সংশোধনের আবেদন করতে হবে।

        2. বিশ্বাস করেন ভাই এখানে কোন স্যার ম্যাডাম আপনাকে সাহায্য করবে না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি পাসপোর্ট যদি ইস্যু হয়ে যায় , সংশোধন করতে বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে সংশোধন ফরম পূরণ করে, এবং সরকারি ফি সহ পুনরায় জমা দিন ।

    1. এটা কি জরুরী ঠিকানায় দিয়েছেন যে? পরবর্তীতে রিনিউ করার সময় সংশোধন করতে পারবেন। আর এখন সংশোধন করতে চাইলে আবার নতুন পাসপোর্টের ফি দিয়ে করাতে হবে। বিস্তারিত জানতে আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারেন।

  1. আসসালামু আলাইকুম, আমার পাসপোর্টে,ইমারজেন্সি কন্টাক্ট এ পিতার ঠিকানা তে, “”*পৌরসভা এবং থানা”*” নাম ভুল আসছে এতে কি কোন সমস্যা হবে,? কিংবা আমাকে কি নতুন করে সংশোধন করে নিতে হবে কি নাহ?

  2. আসসালামু আলাইকুম আমি আজ আমার দুটা ভাতিজি তাদের পাসপোর্ট করতে গেছিলাম কিন্তু একজন এর করতে পারছি আর একটা পারি নাই এখন একজন এর জায়গায় অন্য জন ছবি এবং ফিংগার ভুল করে দেওয়া হইছে এখন করনীয় কি।

    1. এ বিষয়ে, আপনার উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে, ছবি ও বায়োমেট্রিক আপডেট করার আবেদন করতে হবে। তারা নতুন করে ছবি আর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপডেট করবে।

  3. আমার আগের কোন পাসপোর্ট করা নাই । মাত্র ছবি তুলে এসেছি । কিন্তু এর মধ্যে নামের বানান ভুল হয়েছে । সংশোধন করব । এখানে কতো টাকা খরচ লাগবে?

    1. এটা হয়তো আবার রিওয়ার্কে আসবে, পুলিশ ভেরিফিকেশনে যাওয়ার আগে পাসপোর্ট অফিসে গিয়ে ওনাদের মাধ্যমে সংশোধন করাতে পারেন। অথবা পুলিশ ভেরিফিকেশনে আসলে পুলিশ নেগেটিভ রিপোর্ট দিলে এটা রিওয়ার্কে যাবে। তখন সংশোধন করে আবার ভেরিফিকেশনে পাঠাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।