অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার নিয়ম ২০২৪

জন্ম নিবন্ধন তথ্যে কোন ভুল থাকলে অনলাইনে আবেদন করে তা ৩ থেকে ৪ দিনেই সংশোধন করা যায়। জানুন কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করবেন।

আপনার জন্ম নিবন্ধন সনদের তথ্যে ভুল রয়েছে? কোন ব্যাপার না। আপনি জন্ম নিবন্ধনের ভুল অনলাইনের মাধ্যমে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।

Advertisement

জন্ম নিবন্ধন তথ্য সংশোধন ২০২৪ সালের আপডেট সব তথ্য, কিভাবে জন্ম নিবন্ধন সনদের তথ্য সংশোধন করা যায় এবং সংশোধনের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন এ সম্পর্কে বিস্তারিত এই লেখাটিতে আলোচনা করা হয়েছে।

প্রথমে সংক্ষেপে জেনে নিই, কিভাবে জন্ম তথ্য সংশোধনের আবেদন করা হয়।

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করতে bdris.gov.bd/br/correction এই লিংকে ভিজিট করুন। এখানে জন্ম নিবন্ধন নম্বর দিয়ে সার্চ করুন। তারপর সংশোধিত তথ্য সঠিকভাবে দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট Upload করে আবেদনটি সাবমিট করুন। আবেদনের প্রিন্ট কপি ও প্রয়োজনীয় প্রমাণপত্র সংশ্লিষ্ট জন্ম নিবন্ধন অফিসে জমা দিন।

আরও পড়ুন:

সংশোধন আবেদন সাবমিট করার পর অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন ফি জমা দিতে হবে। ফি পেমেন্টের চালান কপি আবেদনের সাথে জমা দিন। কতৃপক্ষ অনুমোদন করলে নিবন্ধন তথ্য সংশোধন হবে।

অনলাইনে জন্ম নিবন্ধন সনদ সংশোধন আবেদন করার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইন করা আছে কিনা।

Advertisement

ধাপ ১: জন্ম নিবন্ধন ওয়েবসাইটে ভিজিট করুন

প্রথমে https://bdris.gov.bd/br/correction এই ওয়েবসাইটে ভিজিট করুন। এরপরে মেন্যু থেকে “জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন” অপশনে ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন।

জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

ধাপ ২: নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন তথ্য বের করুন

এরপরে আপনার ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ বসিয়ে দিন। পরবর্তীতে অনুসন্ধান বাটনে ক্লিক করে আপনার নিবন্ধন এর তথ্য যাচাই করুন।

যদি আপনার নিবন্ধন নম্বরটি ১৭ ডিজিটের না হয় সেক্ষেত্রে সবশ্লিষ্ট জন্ম নিবন্ধন অফিস/ উপজেলা কার্যালয় যোগাযোগ করে আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইন করতে হবে। অনলাইন সম্পন্ন হলে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার প্রদান করা হবে।

অনুসন্ধান বা Search বাটনে ক্লিক করার পর আপনার জন্ম নিবন্ধন সনদের কিছু তথ্য দেখতে পাবেন। এই তথ্যগুলো দেখে আপনার জন্ম নিবন্ধন শিওর হয়ে “নির্বাচন” করুন বাটনে ক্লিক করুন এবং “কনফার্ম” করুন।

Advertisement
জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

ধাপ ৩: নিবন্ধন কার্যালয় বাছাই করুন

এ ধাপে আপনি নিবন্ধন কার্যালয় বাছাই করতে হবে আপনি যেই ইউনিয়ন পরিষদ বা পৌরসভার অধীনে জন্ম নিবন্ধন সনদ করেছেন তার ঠিকানা উল্লেখ করতে হবে। এখান থেকে যথাক্রমে আপনার দেশ, বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন বা উপজেলা সিলেক্ট করে পৌরসভা/ ইউনিয়ন সিলেক্ট করে অফিস যাচাই করুন। এরপর “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন

ধাপ ৪: সংশোধনের তথ্য বাছাই করুন

এ ধাপে জন্ম নিবন্ধন সনদের যে তথ্যগুলো সংশোধন করতে চান তা ফরমে সংযোজন করে আপনার চাহিত শুদ্ধ তথ্যটি লিখুন। এভাবে করে আপনি যতগুলো তথ্য সংশোধন করতে চান সেগুলো সিলেক্ট করে চাহিত শুদ্ধ তথ্যটি বসিয়ে দিন। নিচের ছবিটির দিকে লক্ষ্য করুন।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন

ধাপ ৫: সংশোধিত তথ্য ও সংশোধনের কারণ দিন

নিচের ছবিতে লক্ষ্য করুন আমি এখানে ৩টি তথ্য সংশোধনের জন্য আবেদন করছি। আবেদনের কারণ হিসেবে ”ভুলভাবে লিপিবদ্ধ হয়েছে” এটি সিলেক্ট করতে হবে। জন্ম নিবন্ধন সনদের জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে ক্যালেন্ডার থেকে জন্ম তারিখ সিলেক্ট করুন।

জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন

ধাপ ৬: ঠিকানা লিখুন

একটু নিচে গিয়ে, আপনার জন্ম নিবন্ধন সনদের তথ্য অনুযায়ী জন্মস্থান, স্থায়ী ও বর্তমান ঠিকানার জেলা-উপজেলা সিলেক্ট করুন। নিচের ছবিটির দিকে লক্ষ্য করুন।

জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন

ধাপ ৭: প্রমাণপত্র আপলোড ও অনলাইনে সংশোধন আবেদন জমা

সকল তথ্য পূরণ শেষে আবেদনকারীর তথ্য তথা সংশোধনের জন্য যে আবেদন করেছে তার তথ্য সিলেক্ট করতে হবে। যদি আবেদনকারী আপনি নিজে হন সেক্ষেত্রে “নিজ” সিলেক্ট করুন। এভাবে জন্ম নিবন্ধন ব্যক্তির পিতা-মাতা হলে পিতা-মাতা ইত্যাদি সিলেক্ট করুন। 

আপন বাবা মা না হয়ে আইনগত অভিভাবক হলে অভিভাবক সিলেক্ট করুন। তবে নিজ/ পিতা বা মাতা ছাড়া অন্য কেউ আবেদন করলে তাদের জন্ম নিবন্ধন নম্বর ও ভোটার আইডি নম্বর দিতে হবে।

জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন

এরপর সবুজ সংযোজন বাটনে ক্লিক করে প্রয়োজনীয় ডকুমেন্টস এর স্ক্যান কপি আপলোড করুন। অথবা আপনার মোবাইল থেকে তোলা ছবি আপলোড করতে পারেন তবে ছবিগুলো ক্লিয়ার স্পষ্ট এবং যথেষ্ট আলোতে হতে হবে। ছবির লেখাগুলো অবশ্যই স্পষ্টভাবে বোঝাতে হবে।

তারপর পেমেন্ট অপশনে “ফি আদায়” সিলেক্ট করুন। পুনরায় তথ্যগুলো চেক করে সাবমিট বাটনে ক্লিক করে আপনার আবেদনটি জমা দিন।

ধাপ ৮: জন্ম নিবন্ধন সংশোধন আবেদন পত্র প্রিন্ট

আবেদন জমার পর, আপনি একটি অ্যাপ্লিকেশন আইডি ও রেফারেন্স নম্বর পাবেন এগুলো সংগ্রহ করে রাখবেন। এরপর সংশোধন ফরম ডাউনলোড ও প্রিন্ট করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি কর্পোরেশন অফিসে জমা দিন।

জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে

বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী জন্ম নিবন্ধন তথ্য সংশোধন তথা পূর্ণ মুদ্রণের জন্য নির্ধারিত ফি আছে। জন্ম নিবন্ধন সংশোধন করতে সাধারণত ২০০-৩০০ টাকা লাগে। সরকারি ফি ৫০ টাকা এবং জন্ম তারিখ সংশোধনের জন্য ১০০ টাকা। এছাড়াও অল্প কিছু বাড়তি টাকা খরচ হতে পারে।

সরকারি ফি অনুসারে জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে এই সম্পর্কে নিচে বিস্তারিত দেখানো হলো।

জন্ম নিবন্ধন সংশোধন ফি

সংশোধনের ধরণদেশেবিদেশে
তথ্য সংশোধনের জন্য ফি১০০ টাকা২ ডলার
জন্ম তারিখ ব্যতীত শুধুমাত্র নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি ও অন্যান্য তথ্য সংশোধনের জন্য৫০ টাকা১ ডলার
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহবিনা ফিসেবিনা ফিসে
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহ৫০ টাকা১ ডলার

জন্ম নিবন্ধন সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

জন্ম নিবন্ধন সনদ সংশোধন করতে কি কি কাগজপত্র প্রয়োজন এবং সংশোধনের ধরন অনুযায়ী ডকুমেন্টস এর ভিন্নতা সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সংশোধিত তথ্যপ্রয়োজনীয় কাগজপত্র
নাম, জন্ম তারিখ ও পিতা-মাতার নামজাতীয় পরিচয় পত্র
শিক্ষাগত যোগ্যতার সনদ
পাসপোর্টের কপি
পিতা-মাতার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র
টিকা কার্ড/ হাসপাতালের সনদ
স্থায়ী ঠিকানা পরিবর্তনকাউন্সিলর বা চেয়ারম্যানের প্রত্যয়নপত্র
স্থায়ী ঠিকানার হালনাগাদ কর পরিশোধের রসিদ
বর্তমান ঠিকানা পরিবর্তনবিদ্যুৎ/ ইউটিলিটি বিলের কপি

জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম

জন্ম নিবন্ধন সনদের বয়স সংশোধনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে জন্ম নিবন্ধন সনদের শুধুমাত্র দিন এবং মাস সংশোধন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জাতীয় পরিচয় পত্র অনুযায়ী জন্ম নিবন্ধন এর বয়স, বছর সংশোধন করতে পারবেন না।

আরও পড়ুন: জন্ম নিবন্ধনে বয়স সংশোধন বন্ধ!

জন্ম নিবন্ধন নাম সংশোধন করার নিয়ম

জন্ম নিবন্ধন সনদের নাম সংশোধন করার জন্য একই পদ্ধতিতে অনলাইনে আবেদন করতে পারবেন। সঠিকভাবে আবেদন করে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করার ১৫ দিনের মধ্যেই আবেদন অনুমোদন হয়ে যায়।

জন্ম নিবন্ধন সনদে নিজের নাম সংশোধন করার ক্ষেত্রে বয়স এবং সংশোধনের ধরন অনুযায়ী আলাদা আলাদা ডকুমেন্টস প্রয়োজন হতে পারে।

জন্ম নিবন্ধনে ইংরেজি তথ্য সংযোজন

পূর্বের জন্ম নিবন্ধন সনদ গুলোতে ইংরেজি তথ্য সংযুক্ত ছিল না পরবর্তীতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল জন্ম নিবন্ধন সনদে ডাটাবেজে বাংলা তথ্যের পাশাপাশি ইংরেজি তত্ত্বগুলো সংযোজন করা হয়।

যারা এখনো জন্ম নিবন্ধনে ইংরেজি তথ্য সংযোজন করেননি আপনারা অনলাইনে আবেদন করে নিজেই ইংরেজি তথ্য সংযুক্ত করে নিতে পারবেন।

জন্ম নিবন্ধনে পিতা/মাতার নাম সংশোধন

জন্ম নিবন্ধন সনদে পিতা মাতার নাম সংশোধনের ক্ষেত্রে আবেদনকারীর তথা যার জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করবেন তার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সবথেকে বেশি গ্রহণযোগ্য। পিতা মাতার ভোটার আইডি কার্ড এবং অনলাইন জন্ম নিবন্ধন সনদ দিয়ে আবেদন করতে পারবেন।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা

জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদনের বর্তমান অবস্থা অনলাইনের মাধ্যমে জানতে পারবে। এজন্য প্রয়োজন হবে শুধুমাত্র অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম নিবন্ধন নাম্বার।

জন্ম তথ্য সংশোধন আবেদনের অবস্থা জানার জন্য এই লিংকে – https://bdris.gov.bd/br/application/status ভিজিট করুন। আবেদনের ধরন সিলেক্ট করে জন্ম নিবন্ধন নাম্বার ও অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দিন। পরবর্তীতে “দেখুন” বাটনে ক্লিক করুন।

আবেদননতুন জন্ম নিবন্ধন আবেদন
ডাউনলোডজন্ম নিবন্ধন সনদ ডাউনলোড
হোমপেইজNID BD

জন্ম নিবন্ধন তথ্য সংশোধন সংক্রান্ত প্রশ্ন ও উত্তর

জন্ম নিবন্ধন সনদ সংশোধন করার জন্য সাধারণত জাতীয় পরিচয় পত্র,  শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট,  মেম্বার/ চেয়ারম্যান কতৃক প্রাপ্ত প্রত্যয়ন  এবং বিশেষ ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট ও পিতামাতার জন্ম নিবন্ধন/ জাতীয় পরিচয় পত্র, হোল্ডিং ট্যাক্সের রশিদ ইত্যাদি প্রয়োজন হয়।

জন্ম তারিখ বাদে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করতে সরকারি ফি ৫০ টাকা লাগে। তবে বিদেশে অবস্থানরত বাংলাদেশেীদের জন্য জন্ম নিবন্ধন সংশোধন করতে বাংলাদেশ মিশনে এর পরিমাণ ১ ইউএস ডলার।

জন্ম নিবন্ধন সংশোধনের জন্য https://bdris.gov.bd/br/correction সাইটে ভিজিট করে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন মেনুতে প্রবেশ করুন। ভুল তথ্য সংশোধনের জন্য সঠিক তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন জমা দিন। এপ্লিকেশন আইডি সংগ্রহ করুন এবং সংশোধনের আবেদনপত্রটি A4 সাইজের কাগজে প্রিন্ট করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি কর্পোরেশন অফিসে যোগাযোগ করুন।

জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করতে সাধারণত ৫ থেকে ৭ দিন সময় লাগতে পারে।

জন্ম নিবন্ধন মোট ৪ বার সংশোধন করা যায়।

অনলাইনে আবেদনের পর জন্ম নিবন্ধন তথ্য সংশোধন ফরমটি নিয়ে ইউনিয়ন পরিষদ/ পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে জমা দিতে হবে।

না। আপনাকে প্রথমে অন্য কোন প্রমান সাপেক্ষে জন্ম নিবন্ধন সনদে নামের বানান সংশোধন করতে হবে। তারপর জাতীয় পরিচয়পত্র করতে পারবেন।

হ্যাঁ, সংশোধিত তথ্যের স্বপক্ষে প্রমাণপত্র হিসেবে পাসপোর্ট দিয়ে জন্ম নিবন্ধন সনদ সংশোধন করা যাবে।

Advertisement

Similar Posts

25 Comments

  1. আমার মায়ের জন্ম NID তে ১৯৫২ সাল। জন্ম নিবন্ধনে ১৯৬৫ সাল। উনি পড়াশোনা করেননি। গৃহিনী হবার কারনে উপরোক্ত ডকুমেন্টের (জন্মসাল সংশোধনের) মধ্যে শুধুমাত্র NID ছাড়া আর কিছুই নেই। তাও NID তে মায়ের নামের ‘শেষ অংশ/ surname’ ভুল আছে। সেটাও সংশোধন করতে হবে।
    এমতবস্থায় উনার জন্ম সাল কিভাবে সংশোধন করা যাবে? প্লিজ জানাবেন। কেননা আমাদের সার্টিফিকেটে মায়ের নাম আছে শুধু। আর কোনো কিছু নেই।

    1. জন্ম নিবন্ধনে বয়স সংশোধন করা যাবে না। NID সংশোধন করতে পারবেন। নাম সংশোধনের জন্য জন্ম নিবন্ধন আর ২ সন্তানের NID দিলে হবে। বয়স সংশোধনের জন্য শুধু জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করেন।

  2. আমার ছেলের নিবন্ধন এর পিতার নাম বাংলায় আছে নাই। কারণ তার পিতার নিবন্ধন এর বাংলা নাম নাই। জন্ম নিবন্ধন সংশোধন কিভাবে করবো। দয়া করে জানাবেন

  3. আমার জন্মনিবন্ধন এ ২০০০ সাল দেওয়া জন্ম ভুলে।কিন্তু আমার জন্ম ২০০১ এ সার্রটিফিকেট এ এখন কি করবো। আমি এখনো NID ও করতে পারিনি।এই সালের ভুলের জন্য কি NID করা যাবে?

  4. কাউন্সিলর অফিস থেকে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য ২০০০ টাকা চাওয়া হয়েছে। অনেক জায়গায় কাজ আছে বলে । এখন আমার প্রশ্ন হল জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আসলে এই কী ২০০০ টাকা লাগবে?

  5. স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে প্রমাণাদি হিসেবে (কাউন্সিলর বা চেয়ারম্যানের প্রত্যয়নপত্র,
    স্থায়ী ঠিকানার হালনাগাদ কর পরিশোধের রসিদ) ছাড়া শুধু পাসপোর্ট দিলে হবে কি ? ধন্যবাদ

  6. আমাদের ঢাকায় স্থায়ী কোন বাড়ীঘর নাই, সব সময় ভাড়া বাসায় থেকে আসছি। ভুলক্রমে আমাদের পার্মানেন্ট ঠিকানা ঢাকায় চলে আসছে, পাশাপাশি আমার মেয়ের বেলাতেও তাই হয়েছে। এখন আমি অস্থায়ী ঠিকানা ঢাকাতে যেখানে ভাড়া বাসায় বসবাস করছি সেখানের ঠিকানা দিতে চাচ্ছি, তবে আমার এবং আমার স্ত্রীর NID কার্ডে বার্থ প্লেসঃ বরিশাল লেখা আছে কিন্তু আমাদের NID কার্ড ঢাকাতে করা। এখন আমি আমাদের স্থায়ী ঠিকানা গ্রামের বাড়ীর ঠিকানায় দিতে চাচ্ছি এবং অস্থায়ী ঠিকানা ঢাকাতে যে বাসায় ভাড়া থাকি সেটি দিতে চাচ্ছি। প্লীজ একটু সমাধান জানাবেন। ধন্যবাদ,

  7. জম্ননিবন্ধন বয়স (মাস ও দিন) সংশোধনের জন্য আবেদনের পর থানা নির্বাহী কর্মকর্তার সংশোধন করার কথা থাকলেও অজ্ঞাত কারনে হচ্ছেনা। পরবর্তী করনীয় কি?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।