আপনার NID কার্ড হারিয়ে গেলে অথবা আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্যের কোন কপি পেতে চাইলে NID সার্ভার কপি সংগ্রহ করতে পারেন।
উপজেলা নির্বাচন অফিস থেকেও আপনার NID নম্বর এবং জন্ম তারিখ দিয়ে জাতীয় পরিচয়পত্রের সার্ভার Verification কপি সংগ্রহ করতে পারেন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের services.nidw.gov.bd সাইট থেকে জাতীয় পরিচয় পত্র রেজিস্ট্রেশন টোকেন নম্বর ও জন্ম তারিখ দিয়ে Face Verification এর মাধ্যমে বিনামূল্যে NID Card Download করে নিতে পারেন।
মাত্র ৮০ টাকায় এনআইডি সার্ভার কপি ডাউনলোড
যাদের এনআইডি কার্ড হারিয়েছে বা এনআইডি কার্ডের কোন তথ্য পাচ্ছে না, তারা আইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে আমাদের মাধ্যমে নির্বাচন কমিশনের সার্ভার থেকে ভেরিফিকেশন কপি সংগ্রহ করতে পারেন। নিচে এনআইডি কার্ডের সার্ভার কপির নমুনা দেখানো হলো।
যেভাবে এনআইডি সার্ভার কপি অর্ডার করবেন
জাতীয় পরিচয় পত্রের সার্ভার কপি অর্ডার করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
ধাপ ১: প্রথমে বিকাশ অনলাইন পেমেন্টের মাধ্যমে এনআইডি সার্ভার কপি অর্ডার করুন।
নিচের সার্ভার কপি অর্ডার করুন বাটনে ক্লিক করলে একটি ফরম ওপেন হবে। এখানে আপনার NID Number ও জন্ম তারিখ (DD-MM-YYYY এই ফরমেটে) লিখুন।
তারপর, আপনার আইডি কার্ড যে মাধ্যমে নিতে চান, WhatsApp অথবা Email, আপনার পছন্দ অনুসারে হেয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেইল আইডি লিখুন।
সবশেষে Confirm Payment বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করুন।
ধাপ ২: আপনার অর্ডার সম্পন্ন হওয়ার ৫/১০ মিনিটের মধ্যে, আপনার WhatsApp বা Email Address এ আপনার আইডি কার্ড সেন্ড করা হবে।
কোন কারণে সেবা দেয়া সম্ভব না হলে, আপনার পেমেন্ট অর্ডারের ৩০ মিনিটপর অটোমেটিক রিফান্ড করা হবে। তাই, সার্ভিস ডেলিভারী নিয়ে আপনাকে কোন চিন্তা করতে হবে না।
সতর্কতা: ভুল NID নম্বর ও জন্ম তারিখ দিলে, টাকা কর্তন করা হয়। তাই অবশ্যই সঠিক তথ্য দিয়ে অর্ডার করবেন। Form নম্বর দিয়ে সার্ভার কপি পাওয়া যাবে না।
কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ইমেইলে [email protected]।
হারানো এনআইডি অনলাইন কপি ডাউনলোড
কেন আপনার NID Server Copy প্রয়োজন
নিম্মোক্ত ক্ষেত্রে আপনার এনআইডি ভেরিফিকেশন কপির প্রয়োজন হতে পারে:
- আপনার জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে;
- জাতীয় পরিচয় পত্রের কোন তথ্য জানতে;
- কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কর্মচারীর এনআইডি যাচাই করতে
আর যাদের NID হারিয়েছে মূল আইডি কার্ড পাওয়ার জন্য থানায় জিডি করে এবং বিকাশের মাধ্যমে সরকারি ফি ২৩০ টাকা ফি দিয়ে অনলাইনে জাতীয় পরিচয় পত্র রিপ্রিন্টের আবেদন করতে হবে।
নিজে আবেদন করতে না পারলে আমাদের মাধ্যমে সার্ভিস ফি দিয়ে NID Online Copy সংগ্রহ করতে পারেন।