NID সংশোধন আবেদন বাতিল করার নিয়ম

জাতীয় পরিচয় পত্র বা NID সংশোধন আবেদন বাতিল করতে আপনাকে একটি লিখিত আবেদন করতে হবে। দেখুন NID সংশোধন আবেদন বাতিল করার নিয়ম ও আবেদনের নমুনা।

Nid সংশোধনের আবেদন করার পর যদি তা বাতিল করার প্রয়োজন হয় তাহলে তা বাতিল করা সম্ভব? অনেকেই আজকাল অনলাইনে এই সমস্যার সমাধান খুঁজে বেরাচ্ছেন। এই ব্লগে আপনাদের NID সংশোধন আবেদন বাতিল করার নিয়ম কি বা আদৌও কি বাতিল করা সম্ভব নাকি, কিভাবে বাতিল করবেন এই সম্পর্কে কিছু দরকারি তথ্য জানাব।

Advertisement

অনেকেই NID সংশোধনের জন্য আবেদন করার পর বিভিন্ন কারণে তা বাতিল করার সিদ্ধান্ত নেয়। বাতিল করার সঠিক নিয়ম না জানলে বা সংশোধন আবেদনটি অনুমোদন হয়ে গেলে তা আবার সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায়।

এধরনের ঝামেলা এড়াতে আজকে আমরা NID সংশোধন আবেদন বাতিল করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানব। 

NID সংশোধন আবেদন বাতিল করার নিয়ম

NID সংশোধন আবেদন বাতিল করার জন্য আপনাকে একটি লিখিত আবেদন করতে হবে আপনার ভোটার এলাকার উপজেলা নির্বাচন অফিসার বরাবর। আবেদনে আপনার নাম, জন্ম তারিখ, এনআইডি নম্বরসহ আবেদন বাতিলের কারণ উল্লেখ করুন। আপনার আবেদন গ্রহণের পর উপজেলা নির্বাচন কর্মকর্তা এনআইডি সংশোধনের আবেদন বাতিল করতে পারেন।

সংশোধন আবেদন বাতিলের আবেদনের নমুনা

আবেদনটি অবশ্যই A4 সাইজের কাগজের মধ্যে সুন্দর করে হাতে লেখা বা কম্পিউটারে টাইপ করে লেখা হতে হবে। আবেদনটি স্বশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে, অন্য কেউ আবেদন নিয়ে গেলে তা গ্রহণযোগ্য হবে না।

 চলুন এবার আবেদন করার জন্য কিভাবে দরখাস্ত লিখতে হবে তার একটি নমুনা দেখে নেয়া যাক।

Advertisement

এনআইডি সংশোধন আবেদন বাতিলের দরখাস্তের নমুনা

NID সংশোধন আবেদন বাতিল ফরম

তারিখ : ০৮/০৫/২০২৩

বরাবর,
উপজেলা নির্বাচন অফিসার,
মিরপুর, ঢাকা – ১২১৬

বিষয়: NID সংশোধন আবেদন বাতিল করার আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে আমি মোঃ আবুল কালাম, পিতা: মোঃ মোরশেদ কালাম, গ্রাম/মহল্লা: মিরপুর, ডাকঘর: মিরপুর, জেলা: ঢাকা, বিগত ০৫/০৫/২০২৩ তারিখে অনলাইনে আমার এনআইডি কার্ড সংশোধনের জন্য একটি আবেদন করেছিলাম। আমার NID নম্বর ১২৩৪৫৬৭৮৯০, জন্মতারিখ: ১৫/০২/২০০১ ইং। আমার আবেদনটি অনলাইনে এখনো অনুমোদিত হয়নি।

Advertisement

যে সমস্যার কারণে আমি আমার এনআইডি কার্ডের তথ্য সংশোধন করার জন্য আবেদন করেছিলাম তা সমাধান হয়ে যাওয়ায়, আমি আমার সংশোধনের আবেদনটি বাতিল করতে ইচ্ছুক।

অতএব, মহোদয়ের নিকট আমারে বিনীত অনুরোধ এই যে আমার NID সংশোধন আবেদনটি বাতিল করে আমাকে বাধিত করবেন।

বিনীত নিবেদক –
নাম: মো: আবুল কালাম
NID: ১২৩৪৫৬৭৮৯০
মোবাইল: ০১৯১০০০০০০০

উপরোক্ত নমুনার মতো একটি দরখাস্ত লিখে বা Computer Type করে আপনি যে এলাকায় ভোটার সেখানকার উপজেলা নির্বাচন অফিসারের কাছে জমা দিন। তিনি NID সংশোধন আবেদন বাতিল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

আপনাদের সুবিধার্থে আবেদনের নমুনাটি Docx ফরমেটে এবং একটি PDF ফরমেটে দেয়া হলো। ফাইলটি আপনার Computer বা Mobile থেকে Edit ও Print করে জমা দিতে পারেন।

ADVERTISEMENT

NID সংশোধন আবেদন বাতিল ফরম ডাউনলোড

শেষকথা

NID সংশোধনের জন্য আবেদন করার পর যদি আপনার মনে হয় তা বাতিল করা প্রয়োজন তবে সাথে সাথে তা বাতিল করার জন্য আবেদন করতে হবে। সময়মতো NID সংশোধন আবেদন বাতিল করা সম্ভব না হলে তা সমস্যার সৃষ্টি করবে।

FAQ’s

কতদিনের মধ্যে NID সংশোধন আবেদন বাতিল করতে হবে?

আবেদন অনুমোদিত হওয়ার পূর্বে আবেদনের সময় থেকে ৪৫ দিনের মধ্যে NID সংশোধন আবেদন বাতিলের আবেদন করতে হবে।

এনআইডি সংশোধন আবেদন বাতিল করতে কত টাকা লাগে?

এনআইডি সংশোধন আবেদন বাতিল করতে কোনো টাকা লাগে না।

NID সংশোধন আবেদন বাতিল হতে কত সময় লাগে?

এনআইডি সংশোধনের আবেদন বাতিল হতে ৭ থেকে ১৫ দিন সময় লাগতে পারে।

জাতীয় পরিচয় পত্র সংশোধন সংক্রান্ত আরও তথ্য

ক্যাটাগরিNID Card Correction
প্রয়োজনীয় ডকুমেন্টভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে
সময়ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে
সংশোধন ফিভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে
হোমপেইজNID BD
Advertisement

Similar Posts

2 Comments

  1. নির্বাচনের পর যদি পুনরায় আইড কার্ড বানানো হয়,তাহলে ওইটা কি আগের আইডি কার্ড অনুযায়ী হবে নাকি জন্মনিবন্ধন কার্ড অনুযায়ী হবে?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।