NID Online Copy Download | দেখুন অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম
নতুন বা পুরাতন ভোটার সবাই অনলাইনে আইডি কার্ড বের করতে পারবেন। এজন্য
আপনার লাগবে শুধুমাত্র ভোটার আইডি নাম্বার অথবা ভোটার নিবন্ধন স্লিপ নাম্বার। দেখুন অনলাইনে আইডি কার্ড বের করার সহজ নিয়ম।
আপনি হয়তো নতুন ভোটার হয়েছেন এবং অপেক্ষা করছেন নতুন ভোটার আইডি কার্ড কবে দিবে। আবার অনেকে আগে ভোটার হয়েছেন NID Card হাতে পাননি অথবা হতে পারে হারিয়ে ফেলেছেন। তারাও অনলাইন থেকে আইডি কার্ড বের করতে পারবেন।
আপনি যদি এমন কেউ হয়ে থাকেন, আপনার জন্য সুখবর। এখনি আপনার ভোটার আইডি নাম্বার বা ফরম নম্বর দিয়ে আইডি কার্ড বের করতে পারবেন। দেখুন কিভাবে আইডি কার্ড বের করবেন।
আইডি কার্ড বের করার নিয়ম
অনলাইনে আইডি কার্ড বের করার জন্য, নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন:
- ভিজিট করুন নির্বাচন কমিশনের ওয়েবসাইট NID Account Registration;
- NID Number, Date of Birth এবং Captcha Code লিখে সাবমিট করুন;
- ঠিকানা Select করুন এবং Mobile Number ও Face Verification করুন;
- Password সেট করুন এবং লগইন করে আইডি কার্ড ডাউনলোড করুন।
২ পদ্ধতিতে আইডি কার্ড বের করা যায়, ১) ভোটার নিবন্ধন স্লিপ নাম্বার দিয়ে এবং ২) NID নাম্বার দিয়ে।
যদি আপনি নতুন ভোটার হয়ে থাকেন এবং আগে আইডি কার্ড না পেয়ে থাকেন সরাসরি এনআইডি একাউন্ট Dashboard থেকে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। আর আপনি পুরাতন ভোটার হলে, NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে হবে। এনআইডি নাম্বার দিয়ে একাউন্ট রেজিস্টার করার পর আপনাকে আইডি কার্ড রিইস্যু আবেদন করতে হবে।
যেহেতু আপনি পূর্বে আইডি কার্ড পেয়েছেন তাই বিনামুল্যে আর জাতীয় পরিচয় পত্র দেয়া হবে না। তাই এনআইডি রিইস্যু ফি ভ্যাটসহ ২৩০ টাকা পরিশোধ করে জাতীয় পরিচয় পত্র রিইস্যুর আবেদন করতে হবে।
আরও পড়ুন- জন্ম নিবন্ধন দিয়ে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম
ধাপ ১: আইডি কার্ড বের করতে NID Application System ওয়েবসাইট ভিজিট করুন
ভোটার আইডি কার্ড বের করতে প্রথমে ভিজিট করতে হবে services.nidw.gov.bd/nid-pub/claim-account লিংকে।
এখানে প্রথম বক্সে আপনার এনআইডি নম্বর অথবা ভোটার নিবন্ধন ফরম নম্বর লিখুন। আপনার নতুন ভোটার হয়ে থাকলে আপনার ভোটার নিবন্ধন স্লিপ নম্বর লিখুন।
এরপর আপনার জন্ম তারিখ ও ছবিতে দেখানো Code Type করে সাবমিট বাটনে ক্লিক করুন।
ধাপ ২: ভোটার আইডি কার্ডের ঠিকানা সিলেক্ট করুন
এবার NID Registration করতে আপনি যে ঠিকানা দিয়েছেন তা বাছাই করতে হবে। এখানে শুধুমাত্র বিভাগ, জেলা ও উপজেলা সিলেক্ট করতে হবে। মনে রাখতে হবে, পর পর ৩ বার ঠিকানা ভুল দিলে আপনার NID Account Locked হয়ে যাবে। তাই আগে সঠিকভাবে আপনার ঠিকানা জেনে নিন।
ধাপ ৩: আইডি কার্ড বের করার জন্য Mobile Number Verify করুন
ঠিকানা সঠিক থাকলে, পরবর্তী ধাপে আপনার মোবাইল নম্বর দেখানো হবে। মোবাইল নম্বরটি আপনার হাতের কাছে থাকলে তা দিয়ে Verification সম্পন্ন করুন। অন্যথায়, আপনার হাতে থাকা অন্য কোন Mobile Number দিয়ে দিয়ে Verification করতে পারবেন।
- মোবাইল ভেরিফাই করার জন্য আপনার মোবাইল নাম্বার লিখুন;
- বার্তা পাঠান বাটনে ক্লিক করুন;
- মোবাইলে আসা 6 ডিজিটের OTP লিখে বহাল বাটনে ক্লিক করুন।
ধাপ ৪: আপনার Face Verification সম্পন্ন করুন
মোবাইল ভেরিফিকেশন শেষে আপনার স্ক্রীনে Face Verification করার জন্য একটি QR কোড দেখানো হবে। আইডি কার্ড বের করতে আপনার ফেইস ভেরিফাই করে নিশ্চিত করতে হবে যে আপনিই আইডি কার্ডের মালিক।
ফেইস ভেরিফিকেশনের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- অন্য একটি Android মোবাইলে NID Wallet অ্যাপ ইনস্টল করুন;
- অ্যাপটি Open করে QR কোড টি স্ক্যান করুন;
- Instruction ভালভাবে পড়ুন এবং Start Face Scan বাটন ক্লিক করুন;
- ফেইস স্ক্যান করার জন্য প্রথমে আপনার মুখ বরাবর সোজাসুজি ধরুন, চোখের পলক ফেলুন। চোখ ক্যামেরায় রেখে, মাথা ডান ও বাম করুন।
উপরের ছবির মত ৩টি ধাপ সম্পন্ন হলে ফেইস ভেরিফিকেশন শেষ হবে।
ধাপ ৫: এনআইডি একাউন্টের Password সেট করুন
পরবর্তীতে আবার ফেইস ভেরিফিকেশনের ঝামেলা ছাড়া এনআইডি একাউন্টে লগইন করতে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আপনি চাইলে পাসওয়ার্ড সেট না করে এড়িয়ে যেতে পারেন। তবে ভবিষ্যতে আবার লগইন করতে আবার ফেইস ভেরিফাই করতে হবে, তাই পাসওয়ার্ড সেট করাই ভাল।
Number ও Letter এর সমন্বয়ে ৬ ডিজিট বা তার বেশি ডিজিটের একটি Password দিয়ে বহাল বাটনে ক্লিক করুন।
ধাপ ৬: আইডি কার্ড ডাউনলোড করুন
পাসওয়ার্ড সেট করার সাথেই আপনি এনআইডি একাউন্টে লগইন করতে পারবেন। একাউন্টে লগইন করার পর আপনার ছবি, এনআইডি নম্বর দেখতে পাবেন। ডানপাশে ডাউনলোড লিংকে ক্লিক করে আপনার আইডি কার্ড বের করতে পারবেন। এরপর ভাল কালা প্রিন্টারে প্রিন্ট এবং লেমিনেট করে যে কোন কাজে ব্যবহার করতে পারবেন।
আইডি কার্ড ডাউনলোড হচ্ছে না?
ডাউনলোড লিংকে ক্লিক করার পর যদি আপনার আইডি কার্ড ডাউনলোড না হয়ে থাকে, তাহলে বুঝবেন আপনাকে আইডি কার্ড রিইস্যু আবেদন করতে হবে। নিচে দেখুন পুরাতন ও হারানো ভোটার আইডি কার্ড বের করার প্রক্রিয়া।
পুরাতন ও হারানো আইডি কার্ড বের করার নিয়ম
পুরাতন ও হারানো ভোটার আইডি কার্ড বের করার জন্য আপনাকে NID একাউন্টে লগইন করে রিইস্যু লিংক থেকে রিইস্যু আবেদন করতে হবে। রিইস্যু আবেদন করতে NID হারানো বা নষ্ট হওয়ার বিষয়ে থানায় জিডি করে জিডির তথ্য দিন। ফি পরিশোধ করে এবং জিডি কপি আপলোড করে সাবমিট করুন। আবেদনটি অনুমোদন হলে আইডি কার্ড ডাউনলোড করুন।
পুরাতন ও হারানো ভোটার আইডি কার্ড রিইস্যু আবেদন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- রিইস্যু লিংকে ক্লিক করুন;
- উপরের ডান পাশে থাকা এডিট ক্লিক করুন এবং “বহাল” বাটনে ক্লিক করুন;
- পুর্নমুদ্রণের কারণ ও জিডির তথ্য লিখুন;
- ফি পরিশোধ করুন;
- জিডি কপির ছবি Upload করে আবেদনটি সাবমিট করুন;
- আবেদন অনুমোদনের মেসেজ পেলে আইডি কার্ড ডাউনলোড করুন।
সম্পূর্ণ প্রক্রিয়াটি বিস্তারিত দেখুন এখানে- পুরাতন ও হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড
ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম
উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে ভোটার আইডি নাম্বার বা এনআইডি নাম্বার দিয়ে আপনার আইডি কার্ড বের করতে পারবেন। এজন্য ফরম নম্বরের স্থলে আপনার ১৭ ডিজিট অথবা ১০ ডিজিটের ভোটার আইডি নাম্বার লিখুন। আপনার এনআইডি নম্বর ১৩ ডিজিট হলে তার শুরুতে আপনার জন্মসাল বসিয়ে ১৭ ডিজিট করুন।
টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম
আপনি যখন নতুন ভোটার নিবন্ধনের আবেদন করেছেন, আপনাকে ভোটার নিবন্ধন স্লিপ নামে একটি টোকেন দেয়া হয়েছিল। টোকেনের ডান পাশে উপরে একটি ফরম নম্বর থাকে। ভোটার স্লিপের এই টোকেন নম্বর বা ফরম নম্বর দিয়েও আইডি কার্ড বের করা যায়। আরও বিস্তারিত জানতে দেখুন- টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম
স্মার্ট আইডি কার্ড বের করার নিয়ম
অনলাইনে ভোটার নিবন্ধন স্লিপ দিয়ে শুধুমাত্র স্মার্ট আইডি কার্ডের অনলাইন কপি বের করতে পারবেন। এটি আপনার যেকোন নাগরিক সেবা পাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন। আপনার স্মার্ট আইডি কার্ড প্রস্তুত হয়েছে কিনা তা যাচাই করতে পারেন এখানে- NID Smart Card Status Check ।
ভোটার আইডি কার্ড সম্পর্কে আরও তথ্য
ক্যাটাগরি | NID Card |
ডাউনলোড | এনআইডি কার্ড ডাউনলোড |
সংশোধন | ভোটার আইডি কার্ড সংশোধন |
হোমপেইজ | NID BD |
Birth certificate a 1-7-1987 likha. Hobe 14-07-1987. Union parishod bolce agulo soongshodhon hoy na. Solution ki.
সাল সংশোধন হয় না, তবে দিন ও মাস সংশোধন করা যায়। এই বিষয়ক সার্কুলার এই পেইজে দিয়ে দিব। ভুল কে করেছে? ইউনিয়ন পরিষদ ভুল করলে সেটা সংশোধনের জন্য আপনি ইউএনও বরাবর একটা লিখিত আবেদন করতে পারেন।
আমি কি online copy টা print করে laminating করে নিয়ে বাহিরে ব্যবহার করতে পারবো ?
অবশ্যই পারবেন।
Online copy r real nid er moddhe difference ki?
And ami real ta kivhabe pabo
এখন রিয়েল এই এনআইডি কার্ডই অনলাইনেই দেয়া হয়। লেমিনেট করা এনআইডিকেই অনলাইন কপি বলে সবাই। আর স্মার্ট কার্ড যখন দেয় তখন পাবেন।