ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধন কিভাবে করবেন ও কি কি লাগবে
ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধনের জন্য প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও জন্ম নিবন্ধন সনদ। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করে বাবা ও মায়ের নাম সংশোধন করতে পারবেন।
ভোটার আইডি কার্ডে বাবা ও মায়ের নাম সংশোধনের জন্য প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও জন্ম নিবন্ধন সনদ। services.nidw.gov.bd ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য সংশোধন করে ও কাগজপত্র Upload করে সংশোধন আবেদন করা যাবে।
এই ব্লগে কিভাবে ভোটার আইডি কার্ডে পিতা-মাতার নাম সংশোধন আবেদন করবেন তা আলোচনা করব। দেখুন কিভাবে ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধন করবেন।
এনআইডি কার্ডে মায়ের নাম সংশোধন করতে জেএসসি, এসএসসি অথবা তার সমমান বা তার উর্দ্ধের যেকোন শিক্ষা সনদ এবং অনলাইন জন্ম নিবন্ধন লাগবে।
ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধন করতে কি কি লাগে
- JSC, SSC, HSC সার্টিফিকেট বা তার সমমান বা উর্দ্ধের যেকোন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট;
- আইডি কার্ড করার পূর্বের জন্ম নিবন্ধন, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স;
- পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র;
- ভাই-বোনের জাতীয় পরিচয় পত্র।
উপরোক্ত কোন ডকুমেন্ট না থাকলে এর বিকল্প হিসেবে, বিবাহের কাবিন নামা, MPO শিট, সরকারি চাকরীর সার্ভিস বইয়ের কপি ইত্যাদি সাবমিট করতে পারেন।
তবে সরকারি চাকরিজীবিদের জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে কর্তৃপক্ষের অনুমোদন লাগবে।
ভোটার আইডি কার্ডে মায়ের নাম সংশোধন
ভোটার আইডি কার্ডে মায়ের নাম সংশোধন করতে নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন:
- প্রথমে services.nidw.gov.bd ভিজিট করুন;
- NID নম্বর, জন্মতারিখ ও ঠিকানা দিয়ে জাতীয় পরিচয় পত্র একাউন্ট রেজিস্ট্রেশন করুন;
- লগইন করুন এবং প্রোফাইল অপশন থেকে এডিট অপশনে ক্লিক করুন;
- মাতার নামের উপরের Checkbox ক্লিক করে সঠিকভাবে নাম লিখুন;
- পরবর্তী ধাপে সংশোধন ফি জমা দিন;
- সবশেষে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সংশোধন আবেদন সাবমিট করুন।
আরও পড়ুন- ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে।
ভোটার আইডি কার্ডের পিতা মাতার নাম সংশোধন আবেদন করার বিস্তারিত প্রক্রিয়াটি নিচে ধাপে ধাপে দেখানো হলো।
ধাপ ১: প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান/ ছবি তুলে নিন
জাতীয় পরিচয় পত্রের নাম সংশোধন আবেদন করার আগে আপনার উচিত প্রয়োজনীয় প্রমাণগুলো স্ক্যান করে নির্দিষ্ট সাইজের মধ্যে Crop করে নেয়া। স্ক্যান করতে না পারলে, কোন টেবিলের উপর রেখে উপর থেকে ছবি তুলে নিন।
ধাপ ২: এনআইডি ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করুন
যদি জাতীয় পরিচয়পত্রের সাইটে রেজিস্ট্রেশন করা থাকে সরাসরি NID নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। আপনার আগে রেজিস্ট্রেশন করা না থাকলে প্রথমে রেজিস্টার অপশন থেকে এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করুন।
ধাপ ৩: পিতা ও মাতার নাম সংশোধন করুন
জাতীয় পরিচয় পত্রের একাউন্টে লগইন করার পর প্রোফাইল অপশনে যান। এখানে তথ্য, ব্যক্তিগত তথ্য ট্যাব থেকে উপরের ডান পাশ থেকে এডিট বাটনে ক্লিক করুন এবং বহাল ক্লিক করুন। একটু নিচে পিতার নাম ও মাতার নামের উপরে Check Box এ টিক দিয়ে ভুল নাম এডিট করে সঠিক নামটি লিখুন।
ধাপ ৪: জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি পরিশোধ করুন
এখন আপনাকে বিকাশ, রকেট বা অন্য কোন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জাতীয় পরিচয় পত্রের তথ্য সংশোধন (NID Info Correction) ফি পরিশোধ করতে হবে। বিকাশ অ্যাপ থেকে কিভাবে ভোটার আইডি কার্ড তথ্য সংশোধন ফি জমা দিবেন দেখানো হলো।
বিকাশের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র তথ্য সংশোধন ফি দেয়ার প্রকিয়া:
- পে বিল অপশনে যান
- সরকারি ফি অপশনে ক্লিক করুন এবং NID Service অপশনটি বাছাই করুন।
- আপনার NID নম্বরটি ইংরেজিতে লিখুন
- আপনার আবেদনের ধরণ বাছাই করুন।
- আপনার বিকাশ একাউন্টের পিন নম্বর দিয়ে ফি পরিশোধ করুন।
ফি পরিশোধ করা হলে আপনি জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে আবার ফিরে জান এবং প্রমাণপত্রসমূহ আপলোড করে আবেদনটি সাবমিট করুন।
ধাপ ৫: ডকুমেন্ট আপলোড ও আবেদন সাবমিট
আপনাকে ১ম ধাপেই প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো স্ক্যান বা ছবি তুলে একটি ফোল্ডারে রাখার জন্য বলেছিলাম। এখন প্রয়োজন মোতাবেক আপনার ডকুমেন্ট গুলো আপলোড করে আবেদন সাবমিট করতে পারবেন।
আবেদন সাবমিট করার পর, ড্যাশবোর্ডে ফিরে আসুন। উপরের দিকে আবেদনটি ডাউনলোড করার একটি লিংক দেখতে পাবেন। সংশোধন ফরমটি ডাউনলোড করে নিজের কাছে রাখুন। ফরমটি উপজেলা নির্বাচন অফিসে জমা দেয়ার প্রয়োজন হবে না।
FAQ’s
আইডি কার্ডে মায়ের নাম সংশোধন করতে JSC, SSC বা তার সমমান বা উর্দ্ধের যে কোন সার্টিফিকেট এবং অনলাইন জন্ম নিবন্ধন লাগে। এগুলোর পাশাপাশি, মায়ের জাতীয় পরিচয় পত্র এবং ভাই-বোনের NID কার্ড ও গ্রহণযোগ্য।
হ্যাঁ, বাবার নামের কোন অংশ আইডি কার্ডে বাদ পড়লে ভবিষ্যতে অসুবিধা হতে পারে। তাই, আপনার অন্য সকল ডকুমেন্ট যেমন জন্ম নিবন্ধন, সার্টিফিকেট, পাসপোর্ট অনুযায়ী পিতা-মাতার নাম আইডি কার্ডে সংশোধন করে নিতে হবে।
ভোটার আইডি কার্ডে নাম সংশোধন করতে ভ্যাটসহ ২৩০ টাকা লাগে।
এনআইডি কার্ডে বাবা-মায়ের নাম ভুল হলে services.nidw.gov.bd ওয়েবসাইটে এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করে তথ্য সংশোধনের আবেদন করুন। আবেদনের সাথে প্রমাণপত্র হিসেবে আপনার একাডেমিক সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন কপি আপলোড করতে হবে। তাছাড়া, পিতা-মাতা ও ভাই-বোনের জাতীয় পরিচয় পত্র দেয়া যাবে।
শেষকথা
মায়ের নাম সংশোধন আবেদনটি নির্বাচন কমিশনে জমা হবে। আবেদনের সকল তথ্য ও কাগজপত্র যাচাই বাছাই করে অনুমোদন করা হবে। আবেদন অনুমোদন হলে, বাতিল হলে বা অন্য কোন কাগজপত্র প্রয়োজন থাকলে মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে।
আবেদনটি সফলভাবে অনুমোদন হলে, অনলাইনে আপনার সংশোধিত ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
আবেদন অনুমোদন না হলে এ বিষয়ে সরাসরি জাতীয় পরিচয় পত্রের হেল্পলাইন ১০৫ অথবা ০১৭০৮-৫০১২৬১ নম্বরে ফোন করে আপনার প্রশ্নের উত্তর বা সহায়তা নিতে পারবেন।
কি কি ডকুমেন্টস লাগবে এগুলো সংশোধন করতে কত টাকা লাগতে পারে এবং আমার মায়ের নাম ভুল জন্ম তারিখ ভুল আমার নামের অক্ষর ভুল
বিস্তারিত পোস্টে দেয়া আছে।
আমার এস এসসি আর এইচ এসসি সাটিফিকেট এর আমার বাবা মার দাম ভুল। আমার ভোটার আইডি কার্ডের সাথে আমার সাটিফিকেট এর সাথে বাবা মার নাম ভুল।সাটিফিকেট ঠিক করবো কিভাবে।
করা যাবে। তবে এনআইডি সংশোধন করলে ভাল হতো। আমাদের ফেসবুক পেইজে বিস্তারিত জানান।
আমার এন আইডতে নাম ও বয়স পরিবর্তন করতে কিকি কাগজ লাগবে, যেমন আমার এন আইডিতে আছে আনিচ ঘরামী,পিতা আঃ হাকিম ঘরামী,জন্ম ১৬/০৩/১৯৮৫,আমার চাহিত আবেদন হবে মোঃ আনিস ঘরামী,পিতা মোঃ হাকিম ঘরামী,জন্ম ২৫/০৫/১৯৯৪,ডকুমেন্ট সরুপ আছে ১/জন্ম সনদ,২/৮শ্রেনীর সার্টিফীকেট,৩/ s,s,c রেজীষ্টসোনের সনদ,৪/চ্যায়ারমেন সার্টিফীকেট আর কি লাগবে পরামর্শ দিন
প্রথম ৩টা ডকুমেন্টে চলবে। পাশাপাশি, পিতার এনআইডি দিতে পারেন।
আইডি কার্ডে মাতার নাম পরিবর্তন করার জন্য এস এস সি সনদ না দিয়ে যদি শুধু পিতা মাতার আইডি কার্ডের কপি দেয় তাহলে কি হবেনা?
না হবে না, আপনার জন্ম নিবন্ধন, মায়ের আইডি, আপনার ভাই-বোনের কমপক্ষে ২ জনের আইডি কার্ড দিন।
এন.আই.ডি কার্ডে মাতার নাম ভুল আছে।সার্টিফিকেট দিয়ে এন.আই.ডি কার্ড করেছিলাম।সার্টিফিকেট সংশোধন করতে দিয়েছি।এখন আমার প্রশ্ন হলো:
•আমার জন্ম নিবন্ধন এবং
•আমার মাতার এন.আই.ডি কার্ড দিয়ে আমার এন.আই.ডি সংশোধন করতে পারবো?[সার্টিফিকেট ছাড়া]???
সার্টিফিকেট এর সাথে জন্ম নিবন্ধন, পিতা-মাতার আইডি ও ২ ভাই বোনের এনআইডি প্রযোজ্য হয় পিতা মাতার নাম সংশোধন করার জন্য।
আমার হাসবেন্ড এর আইডি কার্ডের সাথে তার বাবা মার আইডি কার্ডের মিল নাই।এখন জন্ম নিবন্ধন অনলাইন সঠিক ভাবে করে বাবা মায়ের নাম ঠিক করে অনলাইনে আবেদন করছি।এখন ঐ আবেদন পএ নিয়ে কি কোথাও যাওয়া লাগবে নাকি অনলাইনে ঠিক হবে।নিজের ও মা বাবার অনলাইন জন্ম নিবন্ধন ও তাদের এনআইডি কার্ড দিছি।শিক্ষাগত যোগ্যতা নাই।
কোথাও যেতে হবে না। ১৫ দিনের মধ্যে কোন মেসেজ না আসলে আবেদনের কপি নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন।
আসসালামু আলাইকুম
আমার আইডি কার্ড এ বাবার নাম আঃ ছাত্তার
আর বাবার আইডি কার্ড এ সরদার আলী করিম
এখন আমার কোনো সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন নাই
এখন আমি কেমনে এটা সংশোধন করবো
দয়া করে জানাবেন৷ ?
কোন উপায় নাই
পাসপোর্ট & আইডি কার্ডে আমার শুশুরের বাবা & মায়ের নাম ভুল…পাসপোর্ট এ রিটার্ন টিকেট কাটা,,তাই আইডি কার্ডটি পাসপোর্ট এর মত করে বানাতে হবে….ওনার বাবা & মা দুইজনই অনেক আগে মারা গেছে,,এক ভাই ছিল ওনি ও মারা গেছে…এখন ১ বোন আছে…এখন আমি কিভাবে কি করতে পারি???
পাসপোর্ট এর মেয়াদ আছে ৭ মাস,,ওনি ছুটিতে আসছে ৩ মাসের জন্য…হাতে সময় খুব অল্প…১ মাসের মধ্যে আইডি কার্ডটি হাতে পেতে হবে….
ওনার পাসপোর্ট, এসএসসি সার্টিফিকেট ও ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে দিয়ে অনলাইনে সংশোধনের আবেদন করতে হবে। সার্টিফিকেট না থাকলে, ওনার বোনের এনআইডি কার্ডের কপিও দিবেন যেখানে ওনার বাবার মার নাম শুদ্ধভাবে আছে। আরও কোন প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক পেইজে প্রশ্ন করতে পারেন।
আমার সকল ডকুমেন্টে আব্বুর নাম একই রকম কিন্তু এনআই ডি কার্ডে আব্বুর নামের আগে মো: আছে, যেটা আর কোন ডকুমেন্টে নাই। আমি আমার সার্টিফিকেট এর কপি দিয়ে সংশোধনের আবেদন করেছি ০৯/১১/২০২৩ এ৷ এদিকে আমার পাসপোর্টের মেয়ার ডিসেম্বরের ৫ তারিখে শেষ। কিন্তু এখনো সংশোধিত এনআইডি পাইনি। এটার সমাধান কি? আমি ওয়েবসাইটে দেয়া ইমেইল এড্রেসে ইমেইলও করেছি। কোনো রেসপন্স নেই।
এখন ইলেকশনের জন্য সময় লাগবে। ১ দেড় মাস লাগতে পারে। হেল্পলাইনে ফোন করতে পারেন।