টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম | NID Card Download with Token
নতুন ভোটার হয়েছেন। এখন আপনি জানতে চান কিভাবে টোকেন দিয়ে আপনার নতুন আইডি কার্ড বের করবেন। জানুন এ নিয়ে বিস্তারিত তথ্য।
ফরম নাম্বার বা টোকেন দিয়ে আইডি কার্ড বের করতে আপনার প্রয়োজন হবে টোকেন নম্বর, আপনার মোবাইল নম্বর, একটি এন্ড্রয়েড মোবাইল। এগুলো আপনার কাছে থাকলে নিচের ধাপ অনুসরণ করুন।
টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম
টোকেন দিয়ে আইডি কার্ড বের করার জন্য প্রথমে Form No ও জন্ম তারিখ 105 নম্বরে সেন্ড করে NID নাম্বার জেনে নিতে হবে। তারপর https://services.nidw.gov.bd/nid-pub/ লিংকে ভিজিট করে রেজিস্ট্রেশন করুন। সব শেষে মোবাইল নম্বর ও ফেইস ভেরিফিকেশন করে আপনার আইডি কার্ড বের করুন।
Token বা ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করার প্রক্রিয়াটি নিচে ছবিসহ বিস্তারিত দেখানো হলো।
আরও পড়ুন- টোকেন নাম্বার হারিয়ে গেলে করণীয়
ধাপ ১: NID নম্বর জেনে নিন
মোবাইলে SMS এর মাধ্যমে NID নম্বর জানতে, মেসেজ অপশনে গিয়ে Type করুন NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY এবং Send করুন 105 নম্বরে। ফিরতি SMS এর মাধ্যমে আপনাকে NID নম্বর পাঠানো হবে।
ধাপ ২: NID Wallet ইনস্টল করুন
ফেইস ভেরিফিকেশন (Face Verification) করার জন্য প্রথমে আপনার মোবাইলে Google Play Store থেকে NID Wallet ইন্সটল করে নিন। Google Play Store এ গিয়ে সার্চ করুন NID Wallet এবং Install করুন।
ধাপ ৩: এনআইডি একাউন্টে রেজিস্টার করুন
এবার আপনি যে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছেন সেই মোবাইল থেকে বা কম্পিউটার থেকে ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/ ।
এখানে প্রথম অপশন রেজিস্টার করুন লিংকে ক্লিক করুন। তারপর নিচের মত একটি পেইজ পাবেন।
জাতীয় পরিচয়পত্র নম্বরঘরে আপনার NID নম্বরটি লিখুন। টোকেন নম্বর দিয়ে বর্তমানে আইডি কার্ড বের যাচ্ছে না। তাই শুধুমাত্র NID নাম্বার দিয়ে চেষ্টা করুন।
টোকেন নম্বরটি লেখার ক্ষেত্রে নম্বরের শুরুতে NIDFN লিখুন। অর্থাৎ লিখুন NIDFN আপনার জন্মতারিখ ও ছবিতে দেখানো কোডটি টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করুন।
এবার আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা (বিভাগ, জেলা, উপজেলা) বাছাই করুন উপরের ছবির মত।
সব তথ্য সঠিক থাকলে আপনার মোবাইল নম্বর দেখানো হবে। মোবাইল নম্বরটি আপনার কাছে থাকলে তা দিয়ে Verification করুন। যদি সে মোবাইল নম্বরটি আপনার হাতের কাছে না থাকে নিজের কাছে থাকা আপনার অন্য মোবাইল নম্বর ব্যবহার করতে পারেন।
সেক্ষেত্রে মোবাইল নম্বরটি লিখে বার্তা পাঠান বাটনে ক্লিক করতে হবে। আপনার মোবাইলে একটি ৬ ডিজিটের OTP ভেরিফিকেশন কোড পাঠানো হবে। তাই মোবাইল নম্বরটি সচল এবং আপনার হাতে থাকতে হবে।
মোবাইলে আসা ৬ ডিজিটের যাচাইকরণ কোডটি দিয়ে বহাল বাটনে ক্লিক করুন।
ধাপ ৪: Face Verification করুন
এবার আপনার Face Verification এর জন্য একটি QR Code দেখানো হবে। NID Wallet অ্যাপ দিয়ে কোড টি স্ক্যান করে আপনার ফেইস ভেরিফিকেশন করতে হবে।
এবার আপনার মোবাইলে ইনস্টল করা NID Wallet App টি ওপেন করুন। ভাষা সিলেক্ট করে Agree and Continue বাটনে ট্যাপ করুন। এরপর QR কোডটি স্ক্যান করুন।
QR কোড স্ক্যান করার পর আপনার ফেইস ভেরিফিকেশন করার অপশন আসবে। এখানে দেখানো হবে কিভাবে প্রথমে আপনার সোজাসুজি ছবি তুলবেন, তারপর চোখ ক্যামেরার দিকে রেখে মাথা একটু বামে ও ডানে ঘুরাবেন।
Face Scan শুরু করার আগে, ছবিতে দেখানো নির্দেশনা অনুসরন করুন। ফেইস স্ক্যান চালু করার জন্য Start Face Scan বাটনে ক্লিক করুন। আপনার মুখ বরাবর সেলফি ক্যামেরা ধরুন ও সোজাসুজি তাকান, চোখের পলক ফেলুন। এরপর ক্যামেরায় চোখ রেখে মাথা একটু ডানে ও বামে ঘোরান।
Face Scan সঠিকভাবে সম্পন্ন হলে ছবিতে OK বা টিক মার্ক নোটিফিকেশন দেখাবে। OK না দেখালে, আবার চেষ্টা করুন।
ফেইস ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার সামনে উপরের মত একটি পেইজ আসবে। এখানে আপনার এনআইডি একাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করুন। ভবিষ্যতে ফেইস ভেরিফিকেশন ছাড়া একাউন্টে লগ ইন করতে হলে, আপনাকে সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করে একটি পাসওয়ার্ড সেট করতে হবে।
পাসওয়ার্ড সেট করার জন্য আমার পরামর্শ থাকবে। ভবিষ্যতে ভোটার আইডি সংশোধন বা পুনরায় এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনার অনেক সুবিধা হবে।
ধাপ ৫: এন আইডি কার্ড ডাউনলোড করুন
পাসওয়ার্ড সেট করার পর আপনার NID Account এ লগ ইন হয়ে যাবে। আপনি আপনার ছবি ও প্রোফাইল দেখতে পাবেন।
আইডি কার্ড ডাউনলোড লিংক: NID Card Download
ছবির ডান পাশে দেখানো অপশন থেকে সবার নিচে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার নতুন জাতীয় পরিচয়পত্র/ এন আইডি কার্ড ডাউনলোড করে নিন।
টোকেন নাম্বার হারিয়ে গেলে কি করবেন
টোকেন নাম্বার হারিয়ে গেলে আপনাকে থানায় সাধারণ ডায়েরি করে নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করুন। তারা আপনার ভোটার আইডি কার্ডের তথ্য বের করে দিবে অথবা ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে দিবে। অথবা জিডি করা ছাড়া সরাসরি নির্বাচন অফিসে যোগযোগ করেও আইডি কার্ড নম্বর জেনে নিতে পারবেন।
টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান।
ক্যাটাগরি | জাতীয় পরিচয় পত্র |
ডাউনলোড | NID Card Download |
এনআইডি চেক | ভোটার আইডি কার্ড চেক |
সংশোধন | ভোটার আইডি কার্ড সংশোধন |
ভাইয়া আমার বন্ধু বান্ধব সবার আইডি কার্ড আসছে কিন্তু আমার টা এখনো আসে নাই ছবি তুলছি যে আজকে চার পাচ মাস হলো কিন্তু এখনো না আসার কারন কি এখন আমার জরুরি আইডি কার্ড লাগতেছে আমার এখন কি করার আছে
আপনার স্লিপ নম্বর আর জন্ম তারিখ দিয়ে আমাদের ফেসবুক পেইজে যোগাযোগ করুন।
ভাইয়া ফেসবুক পেজ কোনটা তাইত জানি না
আমাদের ব্লগের একদম নিচে দেয়া আছে।, ফেসবুক লিংক- https://www.facebook.com/nidbd.info/
আমার একটা সমস্যা তথ্য সংশোধন করার জন্য আবেদন করেছি এখনো পর্যন্ত কোন খবর নেই কী করবো জানাবেন
আমি একজন প্রবাসী।ছবিতুলেছিলাম2015 সালে।যখন কার্ড বিতরণ করা হয়েছিল আমি দেশে ছিলাম না।আমার আপন জনেরা অনেক রিকোয়েস্ট করছেন দেওয়ার জন্য কিন্তূ দেয় নাই । বাংলাদেশে ছুটিতে গিয়ে তিন মাস যাওয়া আসা করেছি NID CARD পাই নাই। বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন তারা। কি আর করা সাধারণ মানুষের হয়রানি। আমাদের ভোগান্তির শেষ নেই।
এনআইডি নম্বর জানা আছে? বা ফরম নম্বর জানা থাকলে আমাদের ফেসবুক পেইজে নক দিন।
QR code কোথায় পাব এই বিষয় টা বুঝতে পারছি না। একটু বলবেন দয়া করে
প্রথমে টোকেন নম্বর, জন্মতারিখ দিয়ে সাবমিট করার পর ঠিকানা সিলেক্ট করতে হবে। এর পরের ধাপে মোবাইল ভেরিফিকেশন করতে হবে। মোবাইল ভেরিফিকেশন শেষ হলেই ফেইস ভেরিফিকেশন করার জন্য স্ক্রীনে একটা QR কোড আসবে।
NIDFN diya try krsi kinto problem ble.1 year hoia gse.kinto ase nai
আপনার তথ্য দিয়ে আমাদের ফেসবুক পেইজে যোগাযোগ করুন।
ভাইয়া আমিও ২৫-০২-২০২২ এ নিবন্ধন করেছিলাম। সাথের সবাই কার্ড পেয়েছে কিন্তু আমি পাইনি। এখন আমি কি করব?
অনলাইনে ফরম নাম্বার দিয়ে চেক করতে হবে।
105 নাম্বারে sms করার পর ও কোনো NID নম্বর পাঠানো হয় নি কেনো?
আমাদের হোয়াটস্যাপে যোগাযোগ করতে পারেন: 01846465030