যেভাবে NID কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করবেন

আপনার এনআইডি কার্ডের ছবি অসুন্দর বা অস্পষ্ট? জানুন NID কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার সঠিক নিয়ম ও প্রক্রিয়া।

অনেকের জাতীয় পরিচয় পত্র তথা NID কার্ডের ছবি এতটাই অস্পষ্ট এসেছে ছবি দেখে ব্যক্তির পরিচয় যাচাই করা কোনভাবেই সম্ভব নয়। আপনারা চাইলে সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে NID কার্ডে ছবি ও স্বাক্ষর পরিবর্তন করে নিতে পারবেন।

Advertisement

জাতীয় পরিচয় পত্রের ছবি ও স্বাক্ষর পরিবর্তন সম্পর্কে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কে জানাবো এবং পরিবর্তনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এই লেখাটি বিশেষ করে আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ।

NID কার্ডের ছবি পরিবর্তন

NID কার্ডের ছবি পরিবর্তন করার জন্য আপনার ভোটার এলাকার নির্বাচন অফিসে উপস্থিত হয়ে স্ব-শরীরে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২ পূরণ করে আবেদন করতে হবে। জাতীয় পরিচয় পত্র ছবি পরিবর্তন আবেদন ফি বাবদ (ভ্যাটসহ) ২৩০/- টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন ব্যাংকিং মাধ্যম বিকাশ ও রকেট ব্যবহার করে জাতীয় পরিচয়পত্রের ছবি ও স্বাক্ষর পরিবর্তন ফি জমা দিতে পারবেন।

Advertisement

আরও পড়ুন:

আবেদন ফরম জমা করার পরে নির্ধারিত তারিখে পুনরায় আপনার নতুন ছবি ও স্বাক্ষর নিয়ে ভোটার আইডি কার্ড তথ্য সার্ভারে প্রদান করবে।

ভোটার আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তনের আবেদন একটি  “খ” ক্যাটাগরির আবেদন। তাই এ ধরণের আবেদনগুলো করতে জেলা নির্বাচন অফিসার অনুমোদন গ্রহণ করতে হয়।

ছবি ও স্বাক্ষর পরিবর্তন আবেদন অনুমোদন হলে আপনাকে Mobile SMS এর মাধ্যমে জানানো হবে। পরবর্তীতে আপনি অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন।

Advertisement

এক্ষেত্রে যদি আপনি নতুনভাবে Smart Card পাওয়ার চান তাহলে স্মার্ট কার্ড রিইস্যুর আবেদন করতে হবে। জাতীয় পরিচয় পত্রের ছবি পরিবর্তনের আবেদন প্রক্রিয়াটি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো:

১. জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম ২ পূরণ করুন

প্রথমে এনআইডি তথ্য সংশোধন ফরম ২ Download করে Print করে নিবেন। পরবর্তীতে প্রিন্ট করা ফরমে প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করুন। তথ্য ছকের অপ্রয়োজনীয় অংশ কলম দিয়ে কেটে দিন।

nid ছবি পরিবর্তন

২. সংশোধন ফি পরিশোধ করুন

জাতীয় পরিচয় পত্রের ছবি ও স্বাক্ষর এগুলো মূল তথ্যের অন্তর্ভুক্ত। তাই এই ধরণের সংশোধনের জন্য NID Info Correction ক্যাটাগরিতে ২৩০/- টাকা সংশোধন ফি বিকাশ বা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।

অনলাইনের মাধ্যমে ফি পরিশোধের ক্ষেত্রে আবেদন ফরমে ৫ নম্বর অংশে ফি জমা দানের রশিদ হিসেবে বিকাশ Transaction ID লিখে দিতে পারেন।

Advertisement

বিঃদ্রঃ জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত কোন ধরনের ফি চালানের মাধ্যমে জমা দেয়া যাবে না।

৩. আবেদন জমা দিন

এবার পূরণকৃত আবেদন ফরমের সাথে জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসের জমা দিন। 

পরবর্তীতে নির্ধারিত তারিখ অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে পুনরায় আপনার ছবি এবং স্বাক্ষর নিবে এবং সার্ভার উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদনের জন্য Upload করবে।

এনআইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তনের আবেদন জেলা নির্বাচন অফিস থেকে অনুমোদন করা হয়।

৪. সংশোধিত NID Card ডাউনলোড করুন

আবেদন অনুমোদন হওয়ার পর NID Wing অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের Website থেকে সংশোধিত NID Card ডাউনলোড করতে পারবেন।

Nidw ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাকাউন্ট লগইন/রেজিস্টার এর মাধ্যমে মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পূর্ণ করে Nid Wallet অ্যাপসের মাধ্যমে ফেইস ভেরিফিকেশন সম্পূর্ণ করে Profile থেকে “ডাউনলোড” অপশনে প্রবেশ করে সংশোধিত জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন।

উল্লেখ্য, যাদের Smart Card রয়েছে, তারা কিন্তু আর নতুন Smart Card আপাতত পাবেন না। স্মার্ট কার্ড সংগ্রহ করার জন্য পুনরায় রিইসুর জন্য আবেদন করে ফি প্রদান করতে হবে।

FAQs

ছবি পরিবর্তনের পর আমি কি নতুন স্মার্ট কার্ড পাব?

না, নতুন স্মার্ট কার্ডের জন্য ফি পরিশোধ করে স্মার্ট কার্ড রিইস্যুর আবেদন করতে হবে। সংশোধনের আবেদনের পরে জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

কিভাবে ভোটার আইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তন করব?

ভোটার আইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তন করার জন্য জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২ সংগ্রহ করে ফর্মটি পূরণ করে আবেদন ফি পরিশোধ করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে।

ডাউনলোডNID Card Download
সংশোধনজাতীয় পরিচয় পত্র সংশোধন
চেকজাতীয় পরিচয় পত্র চেক
হোমপেইজNID BD
Advertisement

Similar Posts

One Comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।