যারা স্মার্ট কার্ড পাননি, জেনে নিন কখন ও কিভাবে পাবেন
যারা এখনো স্মার্ট কার্ড পাননি, জেনে নিন কখন পাবেন। পুরাতন ভোটারা ১০ আঙ্গুলের ছাপ ও আইরিশের বায়োমেট্রিক তথ্য দিয়ে পেতে পারেন স্মার্ট কার্ড।
আমরা ঠিকঠাক মত ভোটার নিবন্ধন করার পরও দেখা যায়, অনেকেই আমাদের NID Smart Card এখনো পাইনি। কেন আমাদের স্মার্ট কার্ড হয়নি, কখন পাব, এ বিষয়ে আমাদের করণীয় কি এসব নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।
বর্তমানে প্রায় সাড়ে ৭ কোটি ভোটার এখনো তাদের স্মার্ট কার্ড পাননি। কয়েকটি সমস্যার কারণেই এমনটি হচ্ছে। এই সমস্যা গুলো নিয়েই আজকের ব্লগ।
আপনার Smart Card প্রস্তুত হয়েছে কিনা, অনলাইনে থেকেই আপনি Smart Card Check করতে পারেন। আর যারা একদম নতুন ভোটার তারা আপাতত স্মার্ট কার্ড পাবেন না, শুধুমাত্র অনলাইন থেকে লেমিনেডেট আইডি কার্ড ডাউনলোড করে ব্যবহার করুন।
আসুন এখন জানার চেষ্টা করি, কারা কেন স্মার্ট কার্ড পাননি।
২০১৬ সালের পূর্বের ভোটার
২০১৬ সালের পূর্বে স্মার্ট আইডি কার্ড দেয়া হত না। তখন লেমিনেট করা আইডি কার্ডই প্রদান করা হত। এই কারণে তখন ভোটার নিবন্ধনের সময় ১০ আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ এবং অনেকের Blood Group এর তথ্য নেয়া হয়নি। এসব তথ্য ছাড়া Smart NID Card প্রিন্ট করা যাচ্ছে না, তাই যারা ২০১৬ সালের পূর্বের ভোটার, তারা এখনো স্মার্ট কার্ড পাননি।
আরও পড়ুন: NID Smart Card পেতে আবার দিতে হবে ১০ আঙ্গুলের ছাপ
এমতাবস্থায়, করণীয় কি? এক্ষেত্রে যদি জরুরী ভিত্তিতে আপনার Smart Card প্রয়োজন হয়ে থাকে, আপনি উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও তথ্য নিতে পারেন। অথবা, সরাসরি জাতীয় পরিচয় পত্র অনুবিভাগ, আগারগাঁও, ঢাকাতে যোগাযোগ করে ১০ আঙ্গুলের ছাপ ও প্রয়োজনীয় তথ্য দিয়ে Smart Card এর জন্য আবেদন করতে হবে।
হারানো এনআইডি অনলাইন কপি ডাউনলোড
২০১৬ সালের পরের ভোটার
আর যারা ২০১৬ সালের পর ভোটার নিবন্ধন করেছেন, তাদের প্রায় বেশিরভাগই স্মার্ট কার্ড পেয়েছেন। যারা পাননি তাদের ক্ষেত্রে ২টি সমস্যা হতে পারে, ১) অপরিপূর্ণ বা ভুল তথ্য ২) স্মার্ট কার্ড প্রিন্ট জটিলতার কারণে প্রিন্ট হয়নি।
অপরিপূর্ণ বা ভুল তথ্য বলতে অনেক ভোটারের এনআইডি তৈরি হলেও তাদের তথ্যে Blood Group বা অন্য কোন প্রয়োজনীয় তথ্যের কমতি থাকতে পারে। এসব কোন কারণেও Smart Card প্রিন্ট হওয়া থেকে বাদ পড়তে পারে।
২০১৬ সাল থেকে দেশের সব নাগরিককে Smart Card দেয়ার পরিকল্পনা করা হলেও, সামর্থ্য, কাঁচামাল ও প্রযুক্তিগত সমস্যার কারণে প্রায় Smart Card Print প্রক্রিয়া বন্ধ থাকতে দেখা যায়। এই কারণেও অনেক ভোটার সময়মত তাদের স্মার্ট কার্ড পাননি।
চেক করুন স্মার্ট কার্ড কখন পাবেন
SMS পাঠিয়ে অথবা অনলাইন থেকে খুব সহজেই জানতে পারবেন আপনার স্মার্ট কার্ড কখন পাবেন।
- অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক : অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ এই লিংকে। এখানে NID বা Form Number এবং জন্ম তারিখ লিখুন। ক্যাপচা কোডটি পূরণ করে Submit বাটনে ক্লিক করলে Smart Card Status চেক করতে পারবেন।
- SMS দিয়ে স্মার্ট কার্ড চেক: মোবাইলের মেসেজ অপশন থেকে লিখুন SC NID NID-No। তারপর Send করুন 105 নম্বরে। ফিরতি মেসেজে আপনার NID নম্বর ও Smart Card Status জানিয়ে দেয়া হবে। আর, ফরম নম্বর দিয়ে স্মার্ট কার্ড চেক করতে SMS লিখুন SC F Form-No D 01-01-2001 এবং Send করুন 105 নম্বরে।
Smart Card পেতে করণীয়
নতুন ভোটার যারা এখনো স্মার্ট কার্ড পাননি তারা অনলাইন থেকে লেমিনেটেড এনআইডি কার্ড ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এটি স্মার্ট কার্ড হিসেবেই ব্যবহার করে সব কাজ করতে পারবেন।
আর পুরাতন ভোটাররা যারা Smart Card পাননি বা Laminated ID Card ও পাননি, তারা উপজেলা নির্বাচন অফিস থেকে NID নম্বর জেনে নিয়ে ভোটার আইডি কার্ড রিইস্যুর আবেদন করতে পারেন। এজন্য, প্রথমে জাতীয় পরিচয় পত্র হারানো বা নষ্ট হওয়ার জিডি করে, বিকাশের মাধ্যমে ফি দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন অনুমোদন হলে, অনলাইন থেকে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
জরুরী স্মার্ট কার্ড প্রয়োজন?
আর জরুরী ভিত্তিতে কারও Smart NID Card প্রয়োজন হলে, প্রথমে আপনি যে এলাকায় ভোটার হয়েছেন, সে এলাকার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে যাচাই করুন কেন আপনি স্মার্ট কার্ড পাননি।
যদি কোন তথ্য কম থাকে যেমন, ১০ আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ ও রক্তের গ্রুপ ইত্যাদি সংশোধনের আবেদন করে এসব তথ্য যুক্ত করতে হবে। এজন্য উপজেলা নির্বাচন অফিসের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নিন।
আমি নতুন ভোটার হয়েছি2022 সালে প্রথমে আমার Nid card নাম ভুল করে।দি্তীয় বার অনলাইনে আবেদন করি।এই আবেদনের আমার nid number 10 টি সংখার জাইগাই 9 টি সংখ্যা আসে।এখন আমি কি আবার আবেদন করব নাকি অন্য কোন অপশন আছে।যদি একটু সাহায্য করতেন।
আপনি কি ২ বার ভোটার হয়েছেন? ২য় বার কিসের আবেদন করেছেন সংশোধন আবেদন। আমাদের ফেসবুক পেইজে বিস্তারিত জানিয়ে যোগাযোগ করুন।
আমি আপনার সাথে কথা বলতে পারি আমার বিষেশ দরকার ছিলো
জ্বি অবশ্যই, আমাদের ফেসবুক পেইজে নক দিন।
আমি ২০১৯ সালে ভোটার হয়েছি । কিন্তু এখন ও আমার NID SMART CARD পাই নি। আমার অনলাইন কপিতে BLOOD GROUP দেওয়া নেই। তার জন্য কী আমার SMART CARD পাচ্ছি না।
অনলাইনে Smart Card Check করে দেখতে পারেন কি অবস্থা।
আমি 2017 সালে ভোটার হয়েছে কিন্তু এখন স্মার্ট কার্ড পাইনি
জ্বি এরকম অনেকেই পায়নি। আপাতত লেমিনেডেট কার্ড ব্যবহার করতে হবে। এটা না পেলে অনলাইন থেকে নিতে পারবেন। বিস্তারিত কোন তথ্যের জন্য আমাদের ফেসবুক পেইজে নক দিন।
Facebook page er link ta jodi ektu diten vlo hoito…
Our Facebook page: https://www.facebook.com/nidbd.info
আমি ২০২২ সালে ভোটার হয়েছি।অনলাইনে কার্ড বের করে দেখি সার্টফিকেট এবং জন্মসদন চেয়ে এক বছর কমবেশি করিয়ে এখন আমার করনিয় কি। একটু জানাবেন🙏
কোন সমস্যা নাই, সংশোধন করতে পারবেন ৭/১০ দিনের মধ্যেই। যেহেতু আপনার সার্টিফিকেট আর জন্ম নিবন্ধন আছে, সহজেই হয়ে যাবে। অনলাইনে সংশোধন আবেদন করুন।
Received smart card
Amare i.d cad pay nai akhon 2 yes Hoya gasa
আপনার কাছে ফরম নাম্বার আছে? সেটা দিয়ে অনলাইনে সার্চ করুন। এই লিংক থেকে https://services.nidw.gov.bd/nid-pub/claim-account
আমার ভোটার আইডি কার্ডের জন্মতারিখ ভুল ছিল গত দুইমাস আগে সংশোধন করেছি। এখন আমার স্মর্ট কার্ড কিনা জানতে পারি।
দুঃখিত আপনার কথা বুঝতে পারিনি।
আমার স্মার্ট কার্ড হারিয়ে গেছে। কিভাবে পেতে পারি।
থানায় জিডি করে রিইস্যুর জন্য আবেদন করতে হবে।
Voter card pai nai new. Vote De ta pa bo to.
পারবেন, কোন অসুবিধা হবে না। ভোট দিতে আইডি কার্ডের প্রয়োজন নাই। ভোটার হলেই চলবে।
ভাই আমি ভোটার হয়ে আছি ২০১৭ সালে ঠিক আছে আমি এখনো এনআইডি কার্ড পাইনি আমি সংশোধন করেছি ব্লাড গ্রুপ দিয়েছি আবার এখানে কোন সেক্স সাকসেস মেসেজ আসে নাই কি করতে পারি
একাউন্টে লগইন করে দেখুন, সংশোধন হয়েছে কিনা। আইডি কার্ড ডাউনলোড করা না গেলে, ফি দিয়ে রিইস্যুর আবেদন করতে হবে।
আমার নামের শেষ অংশ বাদ দিতে চাই..এন আই ডি সংশোধন করার উপায় কি..
এসএসসি সার্টিফিকেট, আর জন্ম নিবন্ধন হলে চলবে।
আমি স্মার্ট কার্ডের জন্য আবেদন করেছিলাম ২০২০ এ। আমাকে বলা হয়েছিল ছবি তোলার জন্য ডাকবে কিন্তু গত ৩ বছরেও কাজ হয়নি এখন কি করণিয় আমার, দয়াকরে জানাবেন।
নির্বাচন শেষে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করবেন আবার।
আমার জাতীয় পরিচয় পত্র খুঁজে পাচ্ছি না। তবে ফটোকপি আছে।
এখন অরিজিনাল পরিচয় পত্র কিভাবে পাব?
ঠিকানা পরিবর্তন করা যাবে?
আমাদের ফেসবুক পেইজে যোগাযোগ করুন। আর ঠিকানা সংশোধন করার জন্য উপজেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।