ভোটার আইডি কার্ড বাতিল করার নিয়ম | How to Cancel NID Card

নাম ও বয়স পরিবর্তন করে দ্বৈত ভোটার বা একাধিকবার ভোটার হলে এখনি তা বাতিল করে নিন। জেনে নিন ভোটার আইডি কার্ড বাতিল করার নিয়ম ও কি কি লাগবে।

ভোটার আইডি কার্ড বাতিল করার নিয়ম
Advertisement

একাধিকবার বা দ্বৈত ভোটার হওয়া এবং অপ্রাপ্ত বয়সে বয়স বেশি দেখিয়ে ভোটার হওয়া আইনত অপরাধ। তাই কেউ যদি এমন করে থাকেন নির্বাচন কমিশনে ক্ষমা প্রার্থনা করে ভোটার আইডি বাতিল করতে হবে। অন্যথায়, Fingerprint Matching এ ধরা পড়লে জেল ও জরিমানা হতে পারে।

আজকের ব্লগে আলোচনা করবো, কেন আপনার ভোটার নিবন্ধন বাতিল করতে হবে এবং ভোটার আইডি কার্ড বাতিল করার নিয়ম সম্পর্কে।

দ্বৈত ভোটার হলে বা নাম বা বয়স পরিবর্তন করে একাধিকবার ভোটার হলে, Duplicate ভোটার আইডি কার্ড নিজ দায়িত্বে বাতিল করার আবেদন করতে হবে। আসুন জানি কেন ভোটার আইডি বা জাতীয় পরিচয় পত্র বাতিল করবেন।

কেন ভোটার আইডি কার্ড বাতিল করতে হবে?

অবৈধভাবে একাধিকবার এবং ভুল তথ্য দিয়ে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন করে থাকলে আপনাকে ভোটার আইডি কার্ড বাতিল করতে হবে। নিম্মোক্ত ক্ষেত্রগুলোতে আপনি এনআইডি বা ভোটার আইডি বাতিল করতে পারেন।

১. একাধিকবার বা দ্বৈত ভোটার হলে

যদি আপনি ভুলে অথবা ইচ্ছাকৃতভাবে, নাম পরিবর্তন করে ২ বার বা Duplicate ভোটার নিবন্ধন করেন, আপনাকে যে কোন একটি নিবন্ধন বাতিল করতে হবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের জেলা অফিসে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করে ভোটার আইডি কার্ড বাতিল করার আবেদন করতে হবে।

একজন ব্যক্তি শুধুমাত্র ১ বার ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্র করতে পারবে। যদি কেউ ২ বার ও ডুপ্লিকেট ভোটার হয়, তার বিরুদ্ধে কঠোর শাস্তি ও জরিমানার বিধান রয়েছে।

বর্তমানে নির্বাচন কমিশন Fingerprint Matching কার্যক্রম চালু রেখেছে। যদি কোন Duplicate Entry সনাক্ত করা হয়, তার বিরুদ্ধে আইনগন ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

অতএব, আপনারা কেউ যদি এমন ২ বার ভোটার হয়েছেন বলে মনে হয়, বা হয়ে থাকেন, এখনি একটি লিখিত আবেদন করে জাতীয় পরিচয় পত্রের Duplicate Entry বাতিল করে নিন।

২. কম বয়সে ভোটার হলে

কম বয়সে বয়স বেশি দেখিয়ে ভোটার হওয়া একটি আইনত অপরাধ। বিভিন্ন কারণে অনেকে বয়স বেশি দেখিয়ে ভোটার নিবন্ধন করেছেন, কিন্তু ভবিষ্যতে শিক্ষা সনদ ও অন্যান্য কাগজপত্র অনুসারে যদি বয়সের গরমিল দেখা দেয়, এবং বয়স সংশোধন করা না যায়, ভোটার আইডি কার্ড বাতিল করতে হবে।

আরও পড়তে পারেন:

ভোটার আইডি কার্ড বাতিল করতে কি কি লাগে

ভোটার আইডি কার্ড বাতিল করতে প্রথমেই জেলা নির্বাচন অফিসার বরাবর একটি লিখিত আবেদন করতে হবে। আবেদনের সাথে কিছু প্রয়োজনীয় তথ্য বা ডকুমেন্ট প্রদান করতে হবে। ভোটার আইডি কার্ড বাতিল করার জন্য যেসব কাগজপত্র প্রয়োজন হবে তা হচ্ছে:

Advertisement
  • যে ভোটার আইডি কার্ড বাতিল করতে চান তার কপি;
  • Duplicate বা বাতিলকৃত NID Card (যদি থাকে);
  • আসল ভোটার আইডি কার্ডের কপি (যেটি আপনি ভবিষ্যতে ব্যবহার করতে চান);
  • জন্ম নিবন্ধন কপি;
  • পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর কপি;
  • সরকার প্রদত্ত কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট থাকলে তার কপি।

কিভাবে ভোটার আইডি কার্ড বাতিল করা যায়

ভোটার আইডি কার্ড বাতিল করতে আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

  • ধাপ ১: প্রথমে বাংলাদেশ নির্বাচন কমিশনের জেলা নির্বাচন অফিসার বরাবর একটি লিখিত ক্ষমা প্রার্থনা ও আইডি কার্ড বাতিলের আবেদন করুন;
  • ধাপ ২: আবেদনের সাথে Duplicate ভোটার আইডি কার্ড ও অন্যান্য প্রয়োজনীয় Document সংযুক্ত করুন;
  • ধাপ ৩: আবেদন ফি পরিশোধ করে রসিদ আবেদনের সাথে সংযুক্ত করুন।

ভোটার আইডি কার্ড বাতিল করা খুব সহজ প্রক্রিয়া নয়। যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার ভোটার আইডি কার্ড বাতিল হয়ে যায়। তবে জীবিত অবস্থায় কারো ভোটার আইডি কার্ড বাতিল করতে কিছু পদক্ষেপ গ্রহন করতে হয়।

আরও পড়তে পারেন:

ভোটার আইডি কার্ড বাতিল করার নিয়ম ধাপে ধাপে আলোচনা করা হলো।

ধাপ ১: লিখিত আবেদন জমা দিন

প্রথমে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর, আপনার ভুলবশত ২য় বার ভোটার নিবন্ধন হয়েছে, তাই এটি বাতিল করতে চান বলে একটি আবেদন লিখুন। আবেদনটি কম্পিউটার কম্পোজ হলে ভাল হয়।

আবেদনে Wrong বা Duplicate এনআইডি নম্বর উল্লেখ করবেন। তার পাশাপাশি সঠিক ও আসল জাতীয় পরিচয় পত্র নম্বর যেটি আপনি ভবিষ্যতে রাখতে চান তার নম্বরও উল্লেখ করবেন। আবেদনের সাথে কি কি কাগজপত্র জমা দিচ্ছেন তা আবেদনের নিচে সংযুক্তিতে লিখতে ভুলবেন না।

বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে আপনার লিখিত অনুরোধ গ্রহন করা হলে, আপনার ডুপ্লিকেট ভোটার আইডি বা Smart Card থাকলে সেটি ফেরত বা জমা দিয়ে দিতে হবে। এর সাথে আপনি যে ভোটার আইডি কার্ড ব্যবহার করছেন এবং ভবিষ্যতে ব্যবহার করতে চান, এটির একটি কপিও আবেদনের সাথে জমা দিতে হবে।

ধাপ ৩: আপনার পরিচয় নিশ্চিত করুন

আপনার ভোটার আইডি কার্ড বাতিল করার জন্য অবশ্যই আপনার সঠিক পরিচয় নিশ্চিত করতে বর্তমান এনআইডি, এনআইডি না থাকলে Birth Certificate, Academic Certificate, Passport অথবা Driving License কপি বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আপনার পরিচয় নিশ্চিত করুন।

ধাপ ৪: আবেদন ফি জমা দিন

Duplicate ভোটার আইডি বা জাতীয় পরিচয় পত্র বাতিল করার জন্য যদি কোন সরকারি ফি পরিশোধ করতে হয়, যথা নিয়মে তা পরিশোধ করতে হবে। ফি পরিশোধের চালান আবেদনের সাথে যুক্ত করে দিতে হবে।

জাতীয় পরিচয় পত্র বাতিল করতে যদি কোন সরকারি ফি পরিশোধ করতে হয়, যথা নিয়মে তা পরিশোধ করুন। আবেদনের সাথে ফি পরিশোধের চালান, বা রসিদ যুক্ত করে আবেদনটি জমা দিতে হবে।

এরপর নির্বাচন কমিশন আপনার ডুপ্লিকেট ভোটার নিবন্ধন তথ্য যাচাই করে সেটি বাতিল করে দিবে।

ভোটার আইডি কার্ড বাতিল করতে কত দিন লাগে?

আপনার ভোটার আইডি কার্ড বাতিল করার আবেদন গ্রহণের সর্বোচ্চ ১ মাসের মধ্যে আপনার কার্ডটি বাতিল হতে পারে। তবে ক্ষেত্র বিশেষে ভোটার আইডি কার্ড বাতিল করার সময়সীমা ১ মাসের বেশি বা ২ মাসও হতে পারে।

তবে আপনার সকল কাগজপত্র ঠিক থাকলে এবং আপনার আবেদনের কারণ বৈধ হলে ১ মাসের মধ্যেই আপনার ভোটার আইডি কার্ড বাতিল করার প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

Duplicate ভোটার নিবন্ধনের জরিমানা কত?

ভুলবশত বা ইচ্ছাকৃত নাম পরিবর্তন করে বা বয়স পরিবর্তন করে একাধিক বার ভোটার নিবন্ধন করা একটি শাস্তিযোগ্য অপরাধ। এরকম দ্বৈত বা Duplicate ভোটার নিবন্ধন করলে ১০ হাজার টাকা জরিমানা অথবা ৬ মাসের কারাদণ্ড বা উভয় দন্ড হতে পারে।

FAQ’s

ভোটার আইডি কার্ড বাতিল করতে জেলা নির্বাচন অফিসার বরাবর একটি লিখিত আবেদন লাগবে। এর সাথে যে আইডি বাতিল করতে চান তার NID নম্বর, পরিচয় প্রমাণের জন্য আসল জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন. পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ও শিক্ষা সনদ লাগবে।

ভোটার নিবন্ধন বাতিল করতে প্রায় ১ মাস সময় বা তার বেশি লাগতে পারে।

দ্বৈত বা ডুপ্লিকেট ভোটার নিবন্ধন করলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা ৬ মাসের কারাদণ্ড বা উভয় দন্ড হতে পারে।

Advertisement

Similar Posts

7 Comments

  1. ভোটার আইডি কার্ড বাতিল করতে হলে যে জেলাতে ভোটার হয়েছে ওই জেলাতেই করতে হবে নাকি বাংলাদেশের যে কোন জায়গা থেকে আবেদন করা যাবে জানালে উপকৃত হব

  2. আমার ২০১৮ সালে ভোটার হওইছি তার পরে আমি বাংলাদেশের বাহিরে চলে গেয়েছিলাম এখন ২০২৪ সাল আমি বাংলাদেশে এশেছি আমার ভোটার কাটের ছিলিপ টা কোথায় রাখছি পাচ্ছিনা না এখন কি করবো একটু জানাবেন

    1. ভোটার তালিকা ধেকে আপনার ভোটার নাম্বার সংগ্রহ করে নিন, ভোটার হয়ে থাকলে। তারপর সেই নাম্বার অনুসারে আপনার জাতীয় পরিচয়পত্র খুঁজে পাবেন।

  3. এন আইডিতে আমার বর্তমান বয়স ১৮ বছর চলতেছে। আমি এখন সৌদি যেতে চাচ্ছি। সেখানে যেতে চলে ২১ বছর হতে হয়। এই অবস্থায় আমি এন আইডিতে কীভাবে বয়স বাড়াবো দয়া করে জানাবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।