NID Smart Card বিতরণ স্থগিত করল নির্বাচন কমিশন
আসন্ন জাতীয় নির্বাচন ২০২৩ এর নির্বাচন কাযক্রম পরিচালনার জন্য আগামী ১ নভেম্বর থেকে Smart NID Card বিতরণ কার্যক্রম স্থগিত ঘোষনা করা হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১লা নভেম্বর ২০২৩ থেকে Smart NID Card বিতরণ কর্মসূচি স্থগিত করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সচিত মো: জাহাঙ্গীর আলম, জাতীয় পরিচয়পত্র অনুবিভাগকে এই নির্দেশনা দিয়েছেন। তবে যাদের স্মার্ট কার্ড প্রিন্ট হয়েছে এবং বিতরণযোগ্য, তাদেরকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে দ্রুততার সাথে কার্ড বিতরণ করতে বলা হয়েছে।
সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নির্বাচনকালীন সময়ে স্মার্টকার্ড বিতরণ বন্ধ রাখা হচ্ছে। নির্দেশনায় বলা হয়, মাঠ পর্যায়ে চলমান স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম ত্বরান্বিত করে আগামী ৩০ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে।
আপনার স্মার্ট এনআইডি কার্ড প্রিন্ট হয়েছে কিনা বা কখন ডেলিভারি পাবেন, তা অনলাইনে চেক করতে দেখুন- Smart Card Status Check।
পহেলা নভেম্বর পরবর্তী সময় থেকে জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ইতোমধ্যে জানিয়েছেন যে, নভেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সেই অনুসারে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির ১ম সপ্তাহের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা।
সুতরাং, সফলভাবে ভোট গ্রহণ হলে জানুয়ারির শেষ দিক থেকে বা ফেব্রুয়ারি থেকে আবার চালু হতে পারে স্মার্টকার্ড বিতরণ।
সর্বশেষ ভোটার হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ এবং নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৮৩৭ জন।
নির্বাচন কমিশনের তথ্য মোতাবেক প্রায় ১ কোটি ৫০ লাখ ভোটারের স্মার্ট কার্ড প্রিন্ট করা হয়েছে এবং এর মধ্যে কার্ড বিতরণ করা হয়ে ৫০ লাখের মত।