জাতীয় পরিচয় পত্র সংশোধন আরও সহজ হচ্ছে

জাতীয় পরিচয় পত্র সংশোধন বা NID Correction প্রক্রিয়া এখন আরও সহজ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। জানুন কোন কোন তথ্য সংশোধন আরও সহজ হতে যাচ্ছে।

জাতীয় পরিচয় পত্র বা NID সংশোধন প্রক্রিয়া এখন আরও সহজ করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বিভিন্ন তথ্য সংশোধনের ক্ষেত্রে কেন্দ্রীয়, উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তার ক্ষমতা বৃদ্ধি করে ভোটার আইডি কার্ড সংশোধন প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে। এক্ষেত্রে তারা কোন পর্যায়ের তথ্য সংশোধনের অনুমোদন দিতে পারবেন তা নির্দিষ্ট করা হয়েছে।

Advertisement

এছাড়া, এনআইডি কার্ডে বিভিন্ন তথ্য সংশোধনের ক্যাটাগরি পরিবর্তন করেও সংশোধনের জটিলতা কমানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন।

আপডেট: জন্মের পরই দেয়া হবে NID: জাতীয় পরিচয় পত্র যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ একটি Standard Operation Procedures (SOP) খসড়া চূড়ান্ত করেছে। যার মাধ্যমে ভোটার আইডি সংশোধনে কি কি কাগজপত্র লাগবে এবং কোন কর্মকর্তা কোন ধরণের সংশোধনের অনুমোদন দিবেন তা নির্দিষ্ট করা হয়েছে।

Advertisement

আসুন তাহলে জেনে নেয়া যাক, এনআইডি কার্ড সংশোধনে কি কি বিষয় আগের থেকে আরও সহজ হচ্ছে।

উপজেলা নির্বাচন অফিসার – ক ক্যাটাগরির সংশোধন

জাতীয় পরিচয় পত্রে নিজের নাম, বাবার নাম ও মায়ের নামের মূল অংশ ঠিক রেখে আংশিক পরিবর্তন, তিন বছর পর্যন্ত বয়স সংশোধন, জন্মস্থান, শিক্ষাগত যোগ্যতা, বর্তমান ঠিকানা পরিবর্তন, ধর্ম ও লিঙ্গ, পেশা পরিবর্তন সহ মোট ১৭ ধরনের তথ্য সংশোধনের আবেদন অনুমোদন করতে পারবেন উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা।

এ ধরনের তথ্য সংশোধন গুলোকে ‘ক’ ক্যাটাগরির সংশোধন বলা হয় এবং ’ক’ ক্যাটাগরির আবেদনগুলো সাধারণত ৭ দিনের মধ্যে সংশোধন করা হয়।

Advertisement

আরও পড়ুন:

ADVERTISEMENT

জেলা নির্বাচন অফিসার – খ ক্যাটাগরির সংশোধন

বাবা বা মায়ের নামের আংশিক বা আমূল পরিবর্তনের ক্ষমতা জেলা নির্বাচন কর্মকর্তাদের দেওয়া হচ্ছে। আগে এ ক্ষমতা ছিল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের। এ ধরনের সংশোধনকে বিদ্যমান ‘গ’ ক্যাটাগরি থেকে নামিয়ে ‘খ’ ক্যাটাগরি করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া জেলা নির্বাচন অফিসাররা সর্বোচ্চ ৭ বছর ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের ৫ বছর বয়স সংশোধনের ক্ষমতা পাচ্ছেন। এত দিন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের জাতীয় পরিচয়পত্র সংশোধনের কোনও এখতিয়ার ছিল না।

স্থায়ী ঠিকানা সংশোধন, ছবি ও আঙুলের ছাপ পরিবর্তনের অনুমোদন দেওয়ার ক্ষমতা জেলা নির্বাচন কর্মকর্তাকে দেওয়া হচ্ছে।

Advertisement

আঞ্চলিক নির্বাচন অফিসার – গ ক্যাটাগরির সংশোধন

জাতীয় পরিচয় পত্রে সম্পূর্ণ নাম পরিবর্তনের বিষয়টি আরও সহজ করা হয়েছে। এ ধরনের সংশোধন পূর্বে ঘ ক্যাটাগরিতে ছিল, যা NID Wing এর মহাপরিচালক অনুমোদন করতে পারত। কিন্তু এখন এটি ‘গ’ ক্যাটাগরি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। তাই, এখন থেকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ ধরণের সংশোধনের অনুমোদন দিতে পারবেন।

প্রবাসীদের ভোটার নিবন্ধন

প্রবাসীদের ভোটার করার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের সহযোগী হিসেবে রাখা হয়েছে। অপর দিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে খসড়া SOPতে।

উল্লেখ্য, বর্তমানে পরীক্ষামূলকভাবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ে বাংলাদেশ দূতাবাস-কনস্যুলেটের মাধ্যমে বাংলাদেশি প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে।

ক্যাটাগরিNID Card Correction
কি কি লাগেভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে
নাম সংশোধনভোটার আইডি কার্ড নাম সংশোধন
পিতা-মাতার নাম সংশোধনআইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধন
হোমপেইজNID BD
Advertisement

Similar Posts

31 Comments

  1. এনআইডিতে আমার জন্মস্থান, ধর্ম ও স্ত্রীর নাম ভুল লেখা হয়েছে তথ্য ফরমে আমি সঠিক তথ্য দেওয়া সত্বেও; এক্ষেত্রে কিভাবে তা সংশোধন করতে পারি এবং কি কি ডকুমেন্টস লাগবে।

  2. বর্তমান ঠিকানা পরিবর্তন করতে দিয়েছি উপজেলা নির্বাচন অফিসে ৬০ দিন পার হয়ে গেছে এখনো কোন ম্যাসেছ পেলাম না কি করবো এখন।

      1. আমার আঙ্গুলে ছাপ এন,আই,ডি তে নাই,যার কারনে আমি মোবাইল সিম নিতে পারিনাই। কি করব please

        1. আঙ্গুলের ছাপ সংশোধনের আবেদন করে, পুনরায় ছাপ দিতে হবে। এনআইডি সংশোধন ফরম ২ এর মাধ্যমে আবেদন করুন।

  3. আমি নতুন ভোটার হয়েছি কিন্তু নাম ভুল হয়েছে নাম পরিবর্তন করার জন্য আমার কি কি করতে হবে আর কোথায় যোগাযোগ করতে হবে
    দয়া আমাকে একটু জানাবেন

  4. আমার জাতীয় পরিচয় পত্রের সাথে ফিংগার প্রিন্ট ম্যাচ করে না। আমি ঢাকার ভোটার কিন্তু ঢাকার বাইরে থাকি।‌‌ এখন কীভাবে ফিংগার প্রিন্ট আপডেট করতে পারি?

    উল্লেখ্য, আমি ২০০৮ সালে ভোটার হই, ফিংগার প্রিন্ট দিয়ে ২০১৭ সালে স্মার্ট কার্ড গ্রহন করি এবং ২০২২ সালে পাসপোর্ট করি।

    1. পারবেন, আঙ্গুলের ছাপ সংশোধনের আবেদন করতে হবে। এনআইডি সংশোধন ফরম ২ এর মাধ্যমে ম্যানুয়েল আবেদন করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে।

  5. আমার আইডি কার্ডে বাবার পদবি আসেনি।অর্থাৎ নামের শেষে খাঁন যুক্ত করা হয়নি।এক্ষেত্রে কীভাবে আবেদন করতে পারি,ফি কত লাগবে এবং সংশোধন হতে কতদিন সময় লাগবে।
    জানিয়ে বাধিত করবেন।

    1. ওনার জন্ম নিবন্ধন, শিক্ষাগত সনদ/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এবং সন্তানদের এনআইডি দিয়ে সংশোধন আবেদন করতে হবে। ৭ থেকে সর্বোচ্চ ৩০ দিন লাগতে পারে। আবেদন করতে ২৩০ টাকা ফি লাগবে, বিকাশের মাধ্যমে।

  6. আমার NID কার্ডের ছবি পরিবর্তন করতে চাই,, দেখতে অনেক খারাপ লাগে।চিনতে পারে না কেও। এইটা কি পরিবর্তন করা যাবে?

  7. আমার মায়ের ভোটার আইডি কার্ডের নাম এবং আমার সার্টিফিকেটের মায়ের নাম সম্পূর্ণ আলাদা। মায়ের ভোটার আইডি কার্ডের নাম পরিবর্তন করতে চাচ্ছি। কি কি করতে হবে পরামর্শ দরকার।‌

    1. মায়ের জন্ম নিবন্ধন, শিক্ষা সনদ, সন্তানদের এনআইডি, বিয়ের কাবিন এর মধ্যে যে কোন ৩টি ডকুমেন্ট আপলোড করে অনলাইনে আবেদন করতে হবে।

  8. জাতীয় পরিচয় পত্রে নিক নেম বা ডাক নাম (যদি থাকে) সংযুক্ত করা যেতে পারে। তাতে ইন্টারনাল এক্সটারনাল অনেক সমস্যার সমাধান হবে।

  9. আমার জন্মনিবন্ধন দিয়ে বয়স বাড়িয়ে পাসপোর্ট করা আছে। এখন আমি আর একটি নতুন জন্মনিবন্ধন তৈরি করেছি এস এস সি সার্টিফিকেট এর সাথে মিল রেখে। এখন আমি কি নতুন জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট সংসোধন করতে পারবো। কারণ আমার দুইটা জন্মনিবন্ধন অনলাইনে আছে

  10. আমি নতুন ভোটার হয়েছিলাম তবে আমার NID কার্ড টা মেডনেস হয়ে যাই এখন আমি আমার সকল তথ্য দিছি সাথে ডাক্তার এর একটা রিপোর্ট ও দিলাম আমাকে যা দিতে বলা হয়েছে নিবার্চন অফিস থেকে ফরওয়ার্ড করেছে তবে এখন ও আমার আইডি কার্ড টা সচল করে নাই। এখন আমি কি করতে পারি যদি একটু আমাকে হেল্প করেন তাহলে উপকৃত হবো ধন্যবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।