নির্বাচনের আগেই সৌদি আরব ও যুক্তরাজ্য প্রবাসীরা পাচ্ছেন NID কার্ড

আগামী জাতীয় নির্বাচনের আগেই সৌদি আরব ও যুক্তরাজ্য প্রবাসীরা পাবেন জাতীয় পরিচয়পত্র। জানুন প্রবাসীদের NID কার্ড বিতরণ নিয়ে বিস্তারিত তথ্য।

আগামী জাতীয় নির্বাচনের আগেই যুক্তরাজ্য ও সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (NID Card) দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।

Advertisement

গত ২১ আগস্ট তারিখে নির্বাচন কমিশনারদের একটি বৈঠক শেষে গতকাল নির্বাচন কমিশনার সচিব জাহাঙ্গীর আলম জানান, বৈঠকে বিদেশে বাংলাদেশী প্রবাসীদের এনআইডি কার্ড দেওয়ার বিষয়ে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।

জাহাঙ্গীর আলমের দেয়া তথ্য মতে জানা যায়, যুক্তরাজ্য ও সৌদি আরবে প্রবাসীদের এনআইডি কার্ড বিতরণের কাজ শুরু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ করেছে।

নির্বাচন কমিশন আশা করছে আগামী সংসদ নির্বাচনের আগে অর্থাৎ আগামী ডিসেম্বরের আগেই প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র বিতরণ করা যাবে।

Advertisement

প্রবাসীদের এনআইডি সম্পর্কিত আরও তথ্য

তিনি বলেন, নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনে প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে উৎসাহিত করবে। বৈঠকে বিষয়টি নির্বাচন পরিচালনা বিধিতে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

আইনের একটি বিধান একজন প্রার্থীকে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার অনুমতি দিয়েছে। জাহাঙ্গীর বলেন, ইসি প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে উৎসাহিত করলেও তা বাধ্যতামূলক করা এখনও সম্ভব হয়নি।

এদিকে বৈঠকে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের খসড়া তালিকা তৈরিতে কমিটি গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছে ইসি।

বৈঠকের একটি সূত্রমতে আরও জানা যায়, নির্বাচন কমিশন উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (UNO) আহবায়ক করে একটি কমিটি এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসককে আহবায়ক করে একটি কমিটি করার বিধানসহ একটি খসড়া নীতিমালা উপস্থাপন করেছেন যা খসড়া তালিকা তৈরি করবে।

Advertisement

কমিশনাররা কমিটি গঠনের বিপক্ষে ছিলেন জানিয়ে ইসি কর্মকর্তা বলেন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের প্যানেল বিদ্যমান নিয়ম-কানুন মেনেই তৈরি করা হবে।

এখন রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার ও অন্যান্য নির্বাচনী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করেন। এবং সাধারণত, জেলার জেলা প্রশাসকরা এবং বিভাগীয় কমিশনাররা জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসার হিসাবে কাজ করেন।

তথ্যসূত্র: The Daily Star News

Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।