SIM Registration Check by NID | চেক করুন NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

আপনার এখনি চেক করা উচিত আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ ব্যবহার করছে কিনা। দেখুন কিভাবে NID SIM Registration Check করবেন।

NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

অনেক সময় একজনের সিম অন্যজনের আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে, যা পরবর্তীতে বিড়ম্বনার সৃষ্টি করতে পারে। তাই আপনার চেক করা উচিত আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে।

বর্তমানে বাংলাদেশে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কার্ড রেজিস্ট্রেশন ব্যতীত ব্যবহার করা যায় না।‌ বিটিআরসির তথ্য মতে একটি এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ ১৫ টি মোবাইল SIM Registration করা যায়। বিস্তারিত প্রক্রিয়াটি নিয়েই আজকের আলোচনা।

আরও দেখুন- NID Card Check

NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানার জন্য ডায়াল করুন *16001#। এরপর আপনার NID কার্ডের শেষ ৪ ডিজিট দিয়ে Reply করুন। ফিরতি মেসেজে আপনার আইডি দিয়ে রেজিস্ট্রেশন হওয়া সকল সিমের নাম্বার দেখতে পারবেন।

অথবা এনআইডি দিয়ে কয়টি SIM Registration হয়েছে, তা জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • ডায়াল করুন *16001*;
  • এরপর NID নম্বরের শেষ ৪ ডিজিট লিখে Send/Reply করুন;
  • ফিরতি মেসেজে আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানতে পারবেন।

SIM Registration Check Code: *16001#

SIM Registration Check by NID
No Ads

ফিরতি মেসেজে আপনার এনআইডি দিয়ে যে সিমগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে তা পরিপূর্ণভাবে দেখানো হবে না। শুধুমাত্র প্রথম ৩ ডিজিট এবং শেষ ৩ ডিজিট দেখানো হবে।

ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে সিম নিবন্ধন যাচাই

অন্য কোন আইডি যেমন Military ID, Driving License অথবা Passport দিয়ে সিম রেজিস্ট্রেশন করে থাকলে তাও চেক করতে পারবেন। এজন্য *16001# করার পর সেই আইডি কার্ড বা পাসপোর্ট নাম্বারের শেষ ৪ ডিজিট লিখে Send বা Reply করুন। ফিরতি মেসেজে রেজিস্ট্রেশন করা সিমের সংখ্যা ও সিম নাম্বার দেখানো হবে।

দেখুন আপনার স্মার্ট এনআইডি কখন পাবেন- NID Smart Card Status Check

হারানো সিম কার নামে রেজিস্ট্রেশন করা ছিলো কিভাবে জানবো

হারানো সিম কার নামে রেজিস্ট্রেশন করা ছিল তা জানতে আপনার অন্য একটি মোবাইল নাম্বার থেকে *16001# ডায়াল করে সম্ভাব্য আইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখে চেষ্টা করে দেখুন। রিপ্লাই মেসেজের লিস্টে সেই সিম নাম্বারের তথ্য থাকলে পরবর্তীতে সেই আইডি কার্ড দিয়ে সিম উত্তোলন করতে পারবেন।

এভাবে সম্ভব না হলে, সরাসরি কাস্টমার কেয়ারে গিয়ে আপনার সমস্যাটি বলুন। সেখান থেকে যাচাই করনের মাধ্যমে আপনার সিমটি বন্ধ বা পুনরায় উত্তোলন করতে পারবেন।

কখনো আপনার সিম হারিয়ে বা চুরি হয়ে গেলে, সেই সিম বন্ধ করতে বা পুনরায় উত্তোলন করতে প্রয়োজন হবে সিমটি কার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল তা জানতে হবে। এবং তার ফিঙ্গারপ্রিন্ট ও আইডি নম্বর দিয়েই সিম রিপ্লেস করতে হবে।

এমতাবস্থায় আপনি যদি না জানেন, সিম কার নামে রেজিস্ট্রেশন করা ছিল, তাহলে উপরের ট্রিকটি অনুসরণ করতে পারেন।

FAQs

আমার নামে কয়টি সিম আছে কিভাবে জানব?

আপনার নামে কয়টি সিম আছে তা জানতে যে কোন মোবাইল থেকে ডায়াল করুন *১৬০০১#। এরপর আপনার আইডি কার্ডের শেষ ৪ ডিজিট দিয়ে Reply/Send করুন। ফিরতি মেসেজে আপনার নামে নিবন্ধিত সিমের নাম্বারগুলো জানানো হবে।

একটি আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা যায়?

বিটিআরসি- এর তথ্য মতে একটি আইডি কার্ড দিয়ে সর্বোচ্চ ১৫ টি সিম রেজিস্ট্রেশন করা যায়।

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।