ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার নিয়ম

ভোটার মাইগ্রেশনের আবেদন করে আপনার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন। জানুন কিভাবে ঠিকানা পরিবর্তন করবেন বিস্তারিত।

ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন

আপনার NID ঠিকানা পরিবর্তন করতে চান? এই লেখাটিতে জাতীয় পরিচয়পত্রের বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা পরিবর্তন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

Advertisement

প্রথমেই বলে রাখি, ভোটার আইডি কার্ডে শুধুমাত্র বর্তমান ঠিকানা পরিবর্তন বা ভোটার এলাকা পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ আপনি বর্তমানে যে ঠিকানায় ভোটার তা পরিবর্তন করে অন্য ঠিকানায় ভোটার হতে পারবেন। এ প্রক্রিয়াকে Voter Migration বলা হয়।

এছাড়া ঠিকানা সংশোধনের জন্য অনলাইনে আপনি শুধুমাত্র আপনার হাউস নং এবং পোস্ট অফিস পরিবর্তন করতে পারবেন। সম্পূর্ণভাবে জেলা ও উপজেলা পরিবর্তন করতে পারবেন না। আরও পড়ুন- অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন

সম্পূর্ণ ঠিকানা যেমন বর্তমান ঠিকানা বা ভোটার এলাকা পরিবর্তন করার জন্য আপনাকে NID ঠিকানা পরিবর্তন ফর্ম (ভোটার মাইগ্রেশন ফরম-১৩) পূরণ করে জমা দিতে হবে।

Advertisement

ভোটার আইডি কার্ডের বর্তমান ঠিকানা পরিবর্তন

ভোটার আইডির বর্তমান ঠিকানা পরিবর্তন করার জন্য উপজেলা নির্বাচন অফিসে ভোটার এলাকা পরিবর্তন ফরম ১৩ পূরণের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

বর্তমান ঠিকানা পরিবর্তনের জন্য আবেদনের সাথে যে কাগজপত্র জমা দিতে হবে সেগুলো হলো:

  1. আবেদনকারীর NID ফটোকপি
  2. যে এলাকায় স্থানান্তর হবেন উক্ত এলাকার নাগরিকত্ব সনদ
  3. সে এলাকার বিদ্যুৎ/পানি বিল/ট্যাক্স রশিদ/জমির খতিয়ান তথা ইউটিলিটি বিলের কপি।
  4. ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় সংশ্লিষ্ট জনপ্রতিনিধির (মেম্বার/কাউন্সিলর) NID নাম্বার সহ নাম, স্বাক্ষর ও সিল।
  5. সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসের চাহিদামত অন্যান্য সকল কাগজপত্র।

ভোটার স্থানান্তর করা হলে পুনরায় ভোটার আইডি কার্ড প্রদান করা হয় না। যদি আপনি পুনরায় ভোটার আইডি কার্ড নিতে চান তাহলে ২৩০/- টাকা রকেট বা বিকাশের মাধ্যমে এনআইডি ফি জমা দিয়ে রিইস্যু আবেদন করে ভোটার কার্ড সংগ্রহ করতে হবে।

Advertisement

সাধারণত যেসব কারণে আপনার বর্তমান ঠিকানা বা ভোটার পরিবর্তন করার প্রয়োজন হতে পারে:

  • বাসা পরিবর্তন
  • বিয়ের কারণে নিজ ঠিকানা পরিবর্তন
  • এছাড়া অন্যান্য কারণ

ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন ফরম

ফরমটি ডাউনলোড করতে পারেন- ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন ফরম ডাউনলোড করুন।

অথবা অনলাইনের মাধ্যমে শুধুমাত্র আপনার হাউস নং এবং পোস্ট অফিস পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন পদ্ধতি সম্পর্কে নিচে বিস্তারিত দেখানো হয়েছে।

অনলাইনে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন

অনলাইন থেকে শুধুমাত্র আপনার বাড়ি নং ও ডাকঘর এবং পোস্ট কোড পরিবর্তন করতে পারেন। এছাড়াও অন্যান্য তথ্য পরিবর্তন করার জন্য “ভোটার স্থানান্তর ফরম ১৩” ফর্মটি পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে আবেদনকারীকে স্ব-শরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে। 

Advertisement

অনলাইনে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার জন্য আপনার কেবল ৫ টি ধাপ অনুসরণ করতে হবে।

  • এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করুন;
  • অনলাইন জন্ম নিবন্ধন সনদ বা ইউটিলিটি বিলের কপি অথবা জাতীয়তার সার্টিফিকেট অনুযায়ী ঠিকানা পরিবর্তন করুন;
  • নির্ধারিত জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি প্রদান করুন;
  • প্রয়োজনীয় প্রমাণপত্র বা ডকুমেন্টস আপলোড করুন এবং আবেদনটি জমা দিন।

অনলাইনে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার নিয়ম

অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের বাসা নম্বর, পোস্ট অফিস ও পোস্ট কোড পরিবর্তন করতে পারবেন। এগুলো পরিবর্তন করতে নিচে দেখানো পদ্ধতি গুলো অনুসরণ করুন।

ধাপ ১: NID ওয়েবসাইটে নিবন্ধন করুন

অনলাইনের মাধ্যমে ঠিকানা পরিবর্তনের জন্য প্রথমে আপনাকে ভোটার আইডি কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট “NID Wing” এ অ্যাকাউন্ট login/ registration করতে হবে। এর জন্য আপনার ভোটার আইডি কার্ড নাম্বার, জন্ম তারিখ, বর্তমান এবং স্থায়ী ঠিকানা উপজেলা প্রয়োজন হবে।

অবশ্যই এই তথ্যগুলো আপনার জানা থাকতে হবে। পরবর্তীতে আপনাকে সেলফি দিয়ে আপনার চেহারা ভেরিফিকেশন করতে হবে।

ধাপ ২: ঠিকানা সংশোধনের আবেদন করুন

এখন আপনার NID/ স্মার্ট কার্ড নম্বর দিয়ে NID Wing ওয়েবসাইটে লগইন করুন। ঠিকানা অপশনে ক্লিক করুন (ঠিকানা)

অনলাইনে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন
অনলাইনে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন

তারপরে এডিট বাটনে ক্লিক করুন। যদি বর্তমান ঠিকানায় ভোটার থাকতে চান তাহলে লাল এরো চিহ্নিত বর্তমান ঠিকানার পাশে টিক দিবেন। এবং যদি স্থায়ী ঠিকানায় ভোটার হতে চান তাহলে নিচে স্থায়ী ঠিকানার পাশে টিক দিয়ে দিবেন।

এরপর আপনার বাসা বা হোল্ডিং নম্বর ও পোস্ট অফিস এবং পোস্ট কোড সঠিকভাবে লিখুন। পুনরায় তথ্যগুলো চেক করে Next (পরবর্তী) বাটনে ক্লিক করুন।

পরবর্তীতে তথ্যগুলো আবারো চেক করে পরবর্তী বাটনে ক্লিক করুন। এরপরে আপনাকে NID সংশোধন ফি জামা দিতে হবে।

ধাপ ৩: এনআইডি ফি পরিশোধ করুন

বিকাশ, রকেট বা অন্য কোন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভোটার আইডি কার্ডের তথ্য পরিবর্তন ফি (230 টাকা) পরিশোধ করতে হবে। যথাক্রমে সংশোধন ফি পরিশোধ করুন এবং ফি পরিশোধ স্লিপ ডাউনলোড করুন।

ধাপ ৪: প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদন জমা দিন

এই ধাপে, নতুন ঠিকানা প্রমাণের জন্য আপনাকে প্রয়োজনীয় প্রমাণপত্র/কাগজপত্র আপলোড করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড এর জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।

  • ডকুমেন্টের ক্যাটাগরি বা ধরণ সিলেক্ট করুন
  • স্ক্যান করা ডকুমেন্টগুলো গুলো আপলোড করুন
  • আবেদন জমা দিতে “সাবমিট” বাটনে ক্লিক করুন।

আমরা অনেকেই প্রয়োজনের তাগিদে নিজস্ব এলাকার বাহিরে ভোটার নিবন্ধন করি। পরবর্তীতে যদি ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে নির্দিষ্ঠ ফরম পূরণ করে ঠিকানা সংশোধন করা যাবে। তবে ঠিকানা সংশোধনের পর সংশোধিত ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না। এনআইডি রিইস্যুর আবেদন করে কার্ড ডাউনলোড করতে পারবেন।

জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত আপনার যে কোন প্রশ্ন নিচে কমেন্ট করে জানান। এছাড়া জাতীয় পরিচয় পত্রের বিভিন্ন সমস্যার সঠিক সমাধান ও তথ্য পেতে ভিজিট করুন- NIDBD.INFO এবং আমাদের Facebook Page ফলো করুন- NIDBD

সংশোধনজাতীয় পরিচয় পত্র সংশোধন
ডাউনলোডজাতীয় পরিচয় পত্র ডাউনলোড
হোমপেইজNID BD
Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।