Services nidw gov bd | NID বিষয়ক সকল সেবা যেভাবে পাবেন

services nidw gov bd হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় পত্র সেবা বিষয়ক ওয়েবসাইট। জানুন এই ওয়েবসাইটে কি কি সেবা পাবেন এবং কিভাবে পাবেন।

services nidw gov bd
Advertisement

services.nidw.gov.bd ওয়েবসাইটটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় পত্রের সেবা প্রদানের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশের নাগরিকরা জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট কার্ড বিষয়ক সকল সেবা পেতে পারেন।

জাতীয় পরিচয়পত্র বিষয়ক সকল সেবা নাগরিকদের অনলাইনে দেয়ার জন্য ২০১৬ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন services.nidw.gov.bd ওয়েবসাইট চালু করে। এই সাইট থেকে, ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র ডাউনলোড, সংশোধন ও রিইস্যু সেবা দেয়া হয়।

এছাড়া NID BD ব্লগে নতুন জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি করা এবং জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত সকল সেবার প্রয়োজনীয় তথ্য পাবেন।

আজকের ব্লগে জানব services.nidw.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে কি কি সেবা পাবেন এবং কিভাবে এসব সেবা উপভোগ করবেন তার বিস্তারিত।

Advertisement

Services nidw gov bd

Services nidw gov bd হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের NID সেবার ওয়েবসাইট। বাংলাদেশের সকল নাগরিকের জাতীয় পরিচয় পত্র ও Smart NID Card সেবা হাতের নাগালে এবং অনলাইন ভিত্তিক করার লক্ষ্যে তৈরি করা হয়। Bangladesh Election Commission এর মূল অফিসিয়াল ওয়েবসাইট হলো nidw.gov.bd

বর্তমানে services nidw gov bd ওয়েবসাইটে ভিজিট করে ঘরে বসে যে কেউ নতুন ভোটার হওয়ার আবেদন, NID Card Download এবং জাতীয় পরিচয় পত্রে ভুল হলে সেটি ভোটার আইডি কার্ড সংশোধনের আবেদনও এখানে করা যায়।

এছাড়া NID Number ও জন্ম তারিখ দিয়ে নাগরিকের Smart NID Card Status Check করে জেনে নিতে পারে কখন তার Smart Card প্রিন্ট হয়েছে কিনা।

Advertisement

আসুন এবার জানি Services nidw gov bd সাইটের মাধ্যমে কি কি (NID Service) সেবা দেয়া হচ্ছে।

Services nidw gov bd সাইটে প্রদত্ত সেবাসমূহ

এই সাইটে বাংলাদেশের একজন নাগরিক প্রধানত যেসব সেবা পাবে তা হচ্ছে:

ADVERTISEMENT
Services nidw gov bd

১. নতুন ভোটার নিবন্ধন

অনলাইনে যে কেউ প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সাবমিট করে নতুন জাতীয় পরিচয় পত্র পাওয়ার জন্য ভোটার নিবন্ধন করতে পারবেন। এই সুবিধাটি পাওয়া যাবে services.nidw.gov.bd ওয়েবসাইটে।

এই ওয়েবসাইটে গিয়ে নতুন নিবন্ধনের জন্য আবেদন অপশন থেকে আবেদন করুন বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নতুন ভোটার হতে পারবেন। দেখুন কিভাবে অনলাইনে ভোটার হওয়ার আবেদন করবেন

Advertisement

২. NID Card ডাউনলোড

নতুন ভোটার হওয়ার পর এনআইডি নাম্বার অথবা ভোটার নিবন্ধন ফরম নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যাবে এই সাইট থেকে।

services.nidw.gov.bd সাইটে প্রবেশ করে, রেজিস্টার করুন বাটনে ক্লিক করে Form Number বা NID Number ও জন্ম তারিখ দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করুন। তারপর একাউন্টে লগইন করে আপনার এনআইডি ডাউনলোড করতে পারবেন।

৩. জাতীয় পরিচয় পত্র সংশোধন

services.nidw.gov.bd সাইট থেকে জাতীয় পরিচয় পত্রের তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ডের নাম, জন্ম তারিখ বা অন্যান্য কোন তথ্যে ভুল থাকলে উপযুক্ত প্রমান আপলোড করে সংশোধন আবেদন করতে পারবেন। আবেদন অনুমোদন হলে, অনলাইন থেকেই সংশোধিত এনআইডি ডাউনলোড করা যাবে।

৪. জাতীয় পরিচয় পত্র রিইস্যুর আবেদন

National ID Card হারিয়ে গেলে বা নস্ট হয়ে গেলে, তা রিইস্যুর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তবে রিইস্যুর জন্য জাতীয় পরিচয় পত্র নষ্ট হয়েছে বা চুরি হয়েছে মর্মে থানায় জিডি করতে হবে। এরপর জিডির তথ্য এবং জিডি কপি আপলোড করে, জাতীয় পরিচয় পত্রের রিইস্যু ফি জমা দিয়ে আবেদন করতে হবে।

রিইস্যুর আবেদন কিভাবে করবেন তার বিস্তারিত দেখুন- হারানো আইডি কার্ড বের করার নিয়ম

৫. স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

আপনার Smart NID Card প্রস্তুত হয়েছে কিনা, কখন স্মার্ট কার্ড হাতে পাবেন তা যাচাই করতে পারবেন services nidw gov bd ওয়েবসাইট থেকে। শুধুমাত্র আপনার ভোটার নিবন্ধন ফরম নাম্বার অথবা NID নাম্বার দিয়ে Smart Card Status Check করতে পারবেন।

ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ এই লিংকে। এখানে আপনার NID নম্বর বা ফরম নম্বর এবং জন্ম তারিখ লিখুন। ক্যাপচা কোড পূরণ করে Submit বাটনে ক্লিক করলে স্মার্ট কার্ড স্ট্যাটাস জানতে পারবেন।

যেভাবে Services nidw gov bd সাইটে সেবা পাবেন

জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড বিষয়ক যে কোন সেবা পেতে আপনাকে NID Account Registration করতে হবে। Services nidw gov bd Registration করার পর একাউন্টে লগইন করে এনআইডির তথ্য যাচাই এবং জাতীয় পরিচয় পত্র বিষয়ক সকল সেবা পাবেন।

এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনার ভোটার নিবন্ধন ফরম নম্বর অথবা এনআইডি নম্বর লাগবে। এছাড়া রেজিস্ট্রেশনের জন্য মোবাইল নম্বর ও ফেইস ভেরিফিকেশন করতে হবে।

NID Account Registration করার সময় পর পর কয়েকবার ভুল আইডি নম্বর ও ভুল জন্ম তারিখ দিলে এনআইডি একাউন্ট লকড হয়ে যাবে। তাই সঠিক তথ্য নিশ্চিত হয়ে সাবধানে সাবমিট করুন।

কিভাবে এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করবেন

Advertisement

Similar Posts

4 Comments

  1. আমি আমার আইডি কার্ড পরপর দুইবার সংশোধন এর আবেদন করেছি কিন্তু তা হয়নি। এখনো পেন্ডিং আছে দেখায়, এঅবস্থায় আমি কি করতে পারি?

  2. প্রথমে আমার সালাম নিন—–
    আমি জানতে চাচ্ছি অনেকে এন.আইডি রিইস্যু 30 মিনিটে ডাউনলোড করতে পারে ।
    তবে সেটা 230 টাকা খরোচ না করে সেটা কিভাবে এবং কোন লিংকের মাধ্যমে ?
    সেটা কি সম্পর্কে র মাধ্যমে নাকি নাকি লিংকের মাধ্যমে?

    1. আপনি নতুন ভোটার হলে পারবেন, ফেইস ভেরিফিকেশনের মাধ্য আপনার এনআইডি একাউন্টে লগইন করেই পারবেন। ২০১৭ সালের পরের ভোটার হলে। আর পুরাতন ভোটার হলে, থানায় জিডি করে ফি দিয়েই রিইস্যুর আবেদন করতে হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।