জানুন ছবি তোলার কতদিন পর এনআইডি কার্ড পাওয়া যায়

নতুন ভোটার হয়েছেন কিন্তু এখনো NID কার্ড পাননি? জেনে নিন ছবি তোলার কতদিন পর এনআইডি কার্ড পাওয়া যায়। এখনো এনআইডি কার্ড হাতে না পেলে যা করবেন।

ছবি তোলার কতদিন পর এনআইডি কার্ড পাওয়া যায়
Advertisement

বায়োমেট্রিক তথ্য দেয়া বা ছবি তোলার পর এনআইডি কার্ড পেতে সর্বোচ্চ ১ মাস সময় লাগতে পারে। তবে নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রম বা অসুবিধার কারণে কারণে এ সময় কিছুটা বেশি ও লাগতে পারে।

আজকের আলোচনায় আমরা এনআইডি কার্ডের ছবি তোলার কতদিন পর এনআইডি কার্ড পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত জানব।

ছবি তোলার কতদিন পর এনআইডি কার্ড পাওয়া যায়?

ছবি তোলার পর এনআইডি কার্ড পেতে সাধারণত ১ মাসের মত সময় লাগে। তবে বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কর্মসূচিতে ভোটার নিবন্ধন করলে সেক্ষেত্রে ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে। তবে বিভিন্ন সময়ে নির্বাচন বা নির্বাচন কমিশনের অন্য কোন কার্যক্রমের কারণে ভোটার নিবন্ধনে কিছুটা দেরি হয়ে ৩ মাসের বেশিও সময় লাগতে পারে।

Advertisement

আপনার ছবি, স্বাক্ষর ও বায়োমেট্রিক তথ্য জমা দেয়ার পর ভোটার আইডি কার্ড পাওয়ার সময়কাল বিভিন্ন কারনের উপর নির্ভর করে। সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রসেসিং এর সময়, প্রাপ্ত আবেদনের পরিমান এবং সিস্টেমের দক্ষতার উপর নির্ভর করে এই সময়কাল ভিন্ন ভিন্ন হতে পারে।

এছাড়াও আপনার প্রদত্ত সকল তথ্য সঠিক হলে এবং প্রসেসিং এর মধ্যে কাগজপত্র নিয়ে কোনো বিলম্ব না হলে ছবি তোলার কমপক্ষে ১ থেকে ২ মাসের মধ্যেই অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করা যায়।

ক্যাটাগরিএনআইডি কার্ড ডাউনলোড
জাতীয় পরিচয় বিষয়ক সকল তথ্যজাতীয় পরিচয় পত্র

এনআইডি কার্ডের ছবি তোলার নিয়ম

এনআইডি কার্ড এর আবেদনের সময় সকল কাগজপত্র জমা দেয়া হয়ে গেলে আপনাকে পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে ছবি তোলার সময়সূচি জানিয়ে দেয়া হবে। আপনাকে অবশ্যই প্রদত্ত তারিখে স্বশরীরে উপস্থিত থেকে এনআইডি কার্ড এর জন্য ছবি তুলতে হবে।

এনআইডি কার্ডের ছবি সুন্দরভাবে তোলার জন্য কিছু সর্তকতা ও টিপস মনে রাখতে পারেন। এতে গুরুত্বপূর্ণ এই জাতীয় পরিচয় পত্রে আপনার ছবিটি অনেকটা ভাল আসবে। এনআইডি কার্ডের ছবি তোলার ক্ষেত্রে নিম্মোক্ত টিপসগুলো অবশ্যই খেয়াল রাখবেন:

Advertisement
  • এনআইডি কার্ড এর ছবি তোলার জন্য আপনাকে সম্পূর্ণ মুখমণ্ডল বের করে ছবি তুলতে হবে। কারন সম্পূর্ণ মুখমণ্ডল দেখা না গেলে কম্পিউটার বা অ্যাপস আপনাকে শনাক্ত করতে পারবে না।
  • ভিজিএ ক্যামেরা দ্বারা এনআইডি কার্ড এর জন্য ছবি তোলা হয়। তাই এনআইডি কার্ড এর ছবি তেমন ভালো আসে না।
  • বোরকা পড়ে বা কোনো ধরনের ক্যাপ, চশমা পড়ে ছবি তোলা যাবে না। এনআইডি কার্ড এর ছবি তোলার ক্ষেত্রে কান বের করে সম্পূর্ণ মুখমণ্ডল ফোকাস করে ছবি তুলতে হবে।
  • এনআইডি কার্ড এর ছবি তোলার জন্য অবশ্যই গাঢ় বা রঙিন ও ফরমাল ড্রেস পড়ে ছবি তুলবেন। হালকা ও সাদা রংয়ের পোশাক পড়বেন না।
  • ছবি তোলার জন্য হালকা মেকআপ করতে পারেন:
  • বড় কোন জুয়েলারি পড়বেন না যাতে আপনার মুখমন্ডল ঢেকে যায়;

এনআইডি কার্ড পাওয়ার উপায়

বাংলাদেশে এনআইডি কার্ড পাওয়ার উপায় হলো এনআইডি কার্ড এর জন্য আবেদন করা এবং আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা।

এনআইডি কার্ড পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে সেগুলো হলো –

  • এনআইডি কার্ড পাওয়ার জন্য প্রথমেই আপনার একটি আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
  • এরপর আপনার জন্ম নিবন্ধনের তথ্য অনুযায়ী তা পূরণ করতে হবে।
  • আপনার জন্ম নিবন্ধন সহ সকল প্রয়োজনীয় তথ্য এবং কাগজপত্র একত্রে নির্বাচন কমিশনে জমা দিতে হবে। আবেদন জমা নেয়ার পর আবেদন ফরমের একটি অংশ আপনাকে টোকেন হিসেবে দেয়া হবে যেটিকে ফরম নাম্বার বা ভোটার স্লিপ বলা হয়।
  • এরপর প্রদত্ত তারিখে নির্দিষ্ট স্থানে গিয়ে ছবি তোলা এবং বায়োমেট্রিক পরিচয় প্রদান করতে হবে।
  • আবেদনের সকল কার্যক্রম শেষ হলে আপনাকে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস অপেক্ষা করতে হবে।
  • আপনি চাইলে অনলাইনে এনআইডি কার্ড এর স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনার আবেদন অনুমোদিত হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারবেন। 
  • আপনার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের আবেদন অনুমোদিত হলে তা অনলাইনে চলে আসবে এবং আপনি অনলাইন থেকে ফরম নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

উপরের ধাপগুলো অনুসরণ করলে খুব সহজে এনআইডি কার্ড এর জন্য আবেদন করা যায় এবং এনআইডি কার্ড হাতে পাওয়া যাবে।

অনলাইনে এনআইডি কার্ড যাচাই

বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে অনলাইনে এনআইডি কার্ড যাচাই করা সম্ভব। অনলাইনে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট services.nidw.gov.bd সাইটে প্রবেশ করে আবেদনের সময় প্রাপ্ত স্লিপ নম্বর ও জন্ম তারিখ দিয়ে এনআইডি কার্ড চেক করা যায়।

Advertisement

এছাড়া এসএমএস এর মাধ্যমেও এনআইডি কার্ড যাচাই করা যায়। আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে যেভাবে এনআইডি কার্ড যাচাই করবেন:

এনআইডি কার্ড চেক করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NID<space> FORM NO <space> DD-MM-YYYY এবং 105 এই নম্বরে পাঠিয়ে দিন।

ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার এনআইডি কার্ড এর স্ট্যাটাস জানিয়ে দেয়া হবে। যদি আপনার এনআইডি কার্ড অনুমোদনপ্রাপ্ত হয়ে থাকে তবে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার এনআইডি কার্ড এর নাম্বার জানিয়ে দেয়া হবে। এই নাম্বার ব্যবহার করে আপনি আপনার এনআইডি কার্ড যাচাই করতে পারবেন।

FAQ’s

ছবি তোলার সাধারণ ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে এনআইডি কার্ড পাওয়া যায়। তবে নির্বাচনী বিভিন্ন কার্যক্রম, আবেদনের পরিমাণ ও তথ্য যাচাই বাছাই প্রক্রিয়ায় কোন বিলম্বের কারণে এই সময় ৩ থেকে ৬ মাস ও লাগতে পারে।

না। আপনাকে স্বশরীরে উপস্থিত থেকে ছবি তুলতে হবে।

হ্যাঁ। NID সংশোধন ফি পরিশোধ করে ছবি পরিবর্তনের আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে। এরপর উপজেলা নির্বাচন অফিস থেকে আপনাকে পুনরায় ছবি তোলার সময় জানিয়ে দেয়া হবে।

নতুন এনআইডি কার্ড করতে কোনো টাকা লাগে না। তবে এনআইডি কার্ড সংশোধন করতে ফি বাবদ ভ্যাটসহ ২৩০ টাকা লাগে।

Advertisement

Similar Posts

8 Comments

  1. আইডি কার্ডের অনলাইন কপি পাবো বুঝলাম আইডি কার্ড কবে হাতে আসবে বা কতদিন পর হাতে পাবো সেটা তো বললেন না।

    1. নতুন ভোটারদের আর কোন আইডি কার্ড দেয়া হবে না। স্মার্ট কার্ড প্রিন্ট হলে তখনি পাবেন। আপনার স্মার্ট কার্ড প্রিন্ট হয়েছে কিনা অনলাইনে চেক করতে পারেন। NID Smart Card Status Check

  2. আমি আবেদন করার দিনই আবেদন ফরম উত্তলন করে নিয়ে গিয়ে উপজেলা অফিসে ছবি তোলেছি আজ ১মাস ২ দিন, এখনো অনলাইনে আসেনি,, কতদিন পরে অনলাইনে আসতে পারে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।