ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে
জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে ও কিভাবে এ ফি পরিশোধ করবেন বিস্তারিত।
ভোটার আইডি কার্ড সংশোধন করতে ২৩০ টাকা লাগে। এখানে ফি ২০০ টাকা এবং এর উপর ১৫% ভ্যাট ৩০ টাকা। তবে জাতীয় পরিচয় পত্রের অন্যান্য তথ্য সংশোধনের জন্য এই ফি ভ্যাটসহ ১১৫ টাকা।
এই ব্লগে আপনারা জানতে পারবেন কোন ধরণের তথ্য সংশোধনের জন্য কত টাকা ফি দিতে হবে, বাড়তি কোন ফি লাগে কিনা এবং কিভাবে ভোটার আইডি কার্ডের ফি পরিশোধ করবেন।
আরও পড়ুন- ভোটার আইডি কার্ড সংশোধন
ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে
ভোটার আইডি কার্ড সংশোধন করতে ২৩০ টাকা ফি প্রয়োজন হয়। আইডি কার্ডের অন্যান্য তথ্য সংশোধনের জন্য ১১৫ টাকা এবং উভয় ধরণের তথ্য সংশোধনের জন্য ৩৪৫ টাকা লাগে। বিকাশ বা রকেটের মাধ্যমে এই ফি পরিশোধ করা যায়।
ভোটার আইডি কার্ড সংশোধন ফি’র তালিকা
সংশোধনের ধরণ | ফির পরিমাণ | 15% ভ্যাট | মোট ফি’র পরিমাণ |
---|---|---|---|
তথ্য সংশোধন | ২০০ টাকা | ৩০ টাকা | ২৩০ টাকা |
অন্যান্য তথ্য সংশোধন | ১০০ টাকা | ১৫ টাকা | ১১৫ টাকা |
উভয় তথ্য সংশোধন | ৩০০ টাকা | ৪৫ টাকা | ৩৪৫ টাকা |
রিইস্যু | ৩০০ টাকা | ৪৫ টাকা | ৩৪৫ টাকা |
রিইস্যু জরুরী | ৫০০ টাকা | ৭৫ টাকা | ৫৭৫ টাকা |
আরও পড়ুন- ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে
জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি
ভোটার আইডি কার্ডের সাধারণ তথ্য বা ব্যক্তিগত তথ্য সংশোধন করতে প্রয়োজন হয় ২৩০ টাকা এবং অন্যান্য তথ্য সংশোধনের জন্য প্রয়োজন হয় ১১৫ টাকা। এই সংশোধন ফি’র মধ্যে ১৫% ভ্যাট অন্তর্ভূক্ত রয়েছে।
১. জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন
ভোটার আইডি কার্ডের মূল তথ্যসমূহ অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন ফি ১৫% ভ্যাটসহ ১ম বার- ২৩০ টাকা, ২য় বার- ৩৪৫ টাকা এবং ৩য় বার- ৫৭৫ টাকা। ভোটার আইডি কার্ডে যেসব তথ্য প্রিন্ট করা থাকে এগুলোকে জাতীয় পরিচয়পত্রের মৌলিক তথ্য বলা হয়।
জাতীয় পরিচয়পত্রের মৌলিক তথ্যসমূহ হচ্ছে,
- নাম (বাংলা ও ইংরেজি) – Name
- পিতা-মাতার নাম – Parents Name
- জন্ম তারিখ – Date of birth
- রক্তের গ্রুপ- Blood Group
- জন্মস্থান – Place of birth
- ছবি ও স্বাক্ষর – Picture and Signature
- বর্তমান ও স্থায়ী ঠিকানা – Present and Permanent Address
- জন্ম নিবন্ধন নম্বর – Birth Registration Number
- লিঙ্গ
২. জাতীয় পরিচয় পত্রের অন্যান্য তথ্য সংশোধন ফি
ভোটার আইডি কার্ডের অন্যান্য তথ্য সংশোধনের জন্য ফি ১৫% ভ্যাটসহ ১১৫ টাকা। জাতীয় পরিচয় পত্রে বা ভোটার আইডি কার্ডে যে তথ্যসমূহ প্রিন্ট করা হয় না কিন্তু সার্ভারে জমা থাকে এসব তথ্যকে অন্যান্য তথ্য বলা হয়।
ভোটার আইডি কার্ডের অন্যান্য তথ্যসমূহ হচ্ছে,
- স্বামী-স্ত্রীর নাম ও তথ্য
- শিক্ষাগত যোগ্যতা
- পেশা
- অসমর্থতা
- সনাক্তকরন চিহ্ন
- টিন নম্বর
- ড্রাইভিং লাইসেন্স নম্বর
- পাসপোর্ট নম্বর
- ধর্ম
- মোবাইল নম্বর
কিভাবে জাতীয় পরিচয়পত্রের ফি হিসাব করবেন
জাতীয় পরিচয়পত্রের ফি কত টাকা হবে তা অনলাইনে চেক করতে পারবেন। ফি হিসাব করার জন্য ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/fees এই লিংকে। এখানে আপনার NID No এবং সংশোধনের ধরণ সিলেক্ট করে হিসাব করুন বাটনে ক্লিক করে ফির পরিমাণ জানতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি জমা দেওয়ার নিয়ম
বিকাশ বা রকেট থেকে আপনি সহজেই জাতীয় পরিচয়পত্রের সংশোধন ফি জমা দিতে পারবেন। ফি পরিশোধ করার জন্য বিকাশ একাউন্টে লগইন করুন। এরপর পে বিল > সরকারি ফি > NID Service অপশনটি সিলেক্ট করুন। আবেদনের ধরণ সিলেক্ট করুন এবং এনআইডি নম্বর দিয়ে ফি পরিশোধ করুন।
আরও পড়ুন- ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে
FAQs
ভোটার আইডি কার্ডের সংশোধন ফি জমা দেয়ার জন্য বিকাশ অ্যাপ থেকে Pay Bill অপশনে যান। এখানে সরকারি ফি অপশন থেকে NID Service সিলেক্ট করুন। তারপর আবেদনের ধরন অনুযায়ী ফি পরিশোধন করুন।
না, জাতীয় পরিচয়পত্রের নির্ধারিত ফি ছাড়া আর কোন ফি দিতে হয় না।
ডাউনলোড | এনআইডি কার্ড ডাউনলোড |
সংশোধন | ভোটার আইডি কার্ড সংশোধন |
চেক | NID Card Check |
হোমপেইজ | NID BD |
ভোটার আইডি কার্ড সংশোধন সংক্রান্ত আরও তথ্য
- অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন
- জাতীয় পরিচয় পত্র সংশোধনে নির্বাচন কমিশনের নির্দেশনা
- ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে
- ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে
Vaiya ami 2020 a nid er apply kori ebong ta 2021 a ber hoy kintu ami ta dokan theke online copy tulte gele uthe na pore ekjon bole amar eita naki duibar abedon kora hoiche ekhon amar ki koronio
চেক করে দেখতে হবে। আপনি আমাদের ফেসবুক পেইজে যোগাযোগ করতে পারেন।
আপু আমার বাবার এনআইডি সংশোধন করতে দিছি ১ বছর এর বেশি হচ্ছে।এখন কিভাবে আবেদনটি বাতিল করবো,আদো কি বাতিল করা সম্ভব? একটু বলবেন।
কি সংশোধন ছিল? উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে।