নতুন ভোটারদের জন্য সুখবর: বিনামূল্যে এনআইডির তথ্য সংশোধন চলছে!
AD PLACE নতুন ভোটারদের জন্য দারুণ খবর! নির্বাচন কমিশন (ইসি) আগামী ১০ আগস্ট, ২০২৫ তারিখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ…

নতুন ভোটারদের জন্য দারুণ খবর! নির্বাচন কমিশন (ইসি) আগামী ১০ আগস্ট, ২০২৫ তারিখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করতে যাচ্ছে। তথ্য ভুল থাকলে ১০ তারিখ থেকে ২১ তারিখের মধ্যে সংশোধন করে নিতে পারবেন বিনামূল্যে।
আপনি যদি ২০২৫ সালের নতুন ভোটার হয়ে থাকেন, অথবা আপনার জাতীয় পরিচয়পত্রে (NID) কোনো ভুল তথ্য থেকে থাকে — এখনই সময় তা সংশোধনের। এবার এই সংশোধনের জন্য কোন প্রকার ফি লাগবে না।
চলুন জেনে নিই বিস্তারিত, কিভাবে, কোথায়, এবং কখন আপনি এই সুযোগটি নিতে পারবেন।

হালনাগাদ ভোটার তালিকা কোথায় পাবেন?
নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে আপনার নিজ এলাকার উপজেলা/থানা নির্বাচন অফিস, ইউনিয়ন পরিষদ, পৌরসভা অফিস, অথবা সিটি করপোরেশনের কাউন্সিলর অফিসে।
আপনার নাম ও তথ্য তালিকায় ঠিকঠাক আছে কিনা, সেটা যাচাই করার জন্য ১০ আগস্টের পর কাছাকাছি অফিসে গিয়ে তালিকাটি দেখে আসতে পারবেন।
আমার নতুন জাতীয় পরিচয়পত্রে তথ্যে ভুল আছে কিনা কিভাবে চেক করবো?
খসড়া তালিকায় প্রকাশিত তথ্যগুলোই আপনার NID কার্ডের ডাটাবেসে সংরক্ষিত থাকবে। তাই, খসড়া তালিকায় গিয়ে আপনার নাম, বাবার নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি মিলিয়ে দেখুন সবকিছু ঠিক আছে কিনা।

অথবা, এখনি অনলাইনে আপনার ফরম নাম্বার বা এনআইডি নাম্বার দিয়ে তথ্য চেক করতে পারবেন। এজন্য নির্বাচন কমিশনের এনআইডির ওয়েবসাইটে NID Account Registration করে লগইন করতে হবে। দেখুন কিভাবে করবেন – নতুন ভোটার আইডি কার্ড চেক।
যদি কোথাও ভুল পান, তাহলে ভয় নেই, ২১ তারিখের মধ্যে বিনামূল্যে সংশোধন করতে পারবেন। তাও না পারলে পরবর্তীতে ফি দিয়ে ও প্রয়োজনীয় প্রমাণপত্র দিয়ে এনআইডি সংশোধন করা যাবে।
নতুন জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন আবেদন করার নিয়ম
আপনার NID-তে যদি কোনো তথ্য ভুল থাকে, তাহলে ফরম-১৪ পূরণ করে সংশোধনের আবেদন করতে হবে। এটি করতে পারবেন নিজ এলাকার উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে।
সাথে অবশ্যই সংশোধনের স্বপক্ষে উপযুক্ত ডকুমেন্ট (যেমন: জন্ম নিবন্ধন, শিক্ষা সনদ, ইত্যাদি) জমা দিতে হবে।
ভোটার তালিকার তথ্য সংশোধন ফরম

কখন থেকে বিনামূল্যে তথ্য সংশোধনের আবেদন করা যাবে?
সংশোধনের জন্য ১০ আগস্ট, ২০২৫ থেকে ২১ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই সময়ের মধ্যে আবেদন করলে কোনো প্রকার ফি লাগবে না।
এই সময় পার হয়ে গেলে পরবর্তীতে সংশোধনের জন্য নিয়মিত প্রসেসে ফি দিয়ে করতে হবে। তাই সময় থাকতেই করে ফেলুন।
নতুন ভোটারদের বিনামূল্যে তথ্য সংশোধন আবেদন – কেন গুরুত্বপূর্ণ?
এবার প্রায় ৪৪ লাখ নতুন ভোটার তালিকায় যুক্ত হচ্ছে। তাদের মধ্যে অনেকের তথ্য হয়তো ভুল থাকতে পারে। ভোটার তালিকার সাথে আপনার NID-এর তথ্য সরাসরি যুক্ত, তাই ভুল থেকে গেলে পরবর্তীতে অনেক ঝামেলায় পড়তে পারেন।
তাই এবার যেহেতু ফ্রি সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে, এটি মিস না করাই বুদ্ধিমানের কাজ।
সংশোধনের পরবর্তী প্রক্রিয়া
আপনার জমা দেওয়া ফরম ও ডকুমেন্ট যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার ২৬ আগস্ট, ২০২৫ তারিখের মধ্যে সংশোধনের কাজ সম্পন্ন করবেন।
এরপর সবকিছু ঠিক থাকলে ৩১ আগস্ট, ২০২৫ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
শেষ কথা
আপনার জাতীয় পরিচয়পত্রে কোনো ভুল থাকলে, বা সদ্য ভোটার হয়ে থাকলে—এখনই সময় সংশোধন করার। ফ্রি সংশোধনের এমন সুযোগ বারবার আসে না। তাই ১০ আগস্টের পর তালিকা দেখে নিন, আর ২১ আগস্টের মধ্যে সংশোধনের আবেদন করে নিশ্চিন্ত হয়ে যান।