‘Madness’ স্ট্যাটাসে থাকা NID কার্ড সচল হয়েছে
সচল হয়েছে Madness বা পাগল স্ট্যাটাসে থাকে জাতীয় পরিচয়পত্র। দেখুন কিভাবে চেক করবেন আপনার এনআইডি সচল আছে কিনা।
অনেক সময় ভোটার হওয়া বা এনআইডি কার্ড থাকা সত্ত্বেও তা দিয়ে গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ সম্ভব হয় না, যেমন SIM কার্ড ক্রয় করা,, বিকাশ/নগদ অ্যাকাউন্ট খোলা, বা ব্যাংক একাউন্ট খোলা ইত্যাদি। এর কারণ হতে পারে আপনার এনআইডি কার্ডটি আর “সচল” নেই।
কি কি কারণে এনআইডি কার্ড অচল হতে পারে?
বিভিন্ন কারণে জাতীয় পরিচয়পত্র (NID) বন্ধ বা অচল হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হলো:
- দ্বৈত ভোটার: একই ব্যক্তি ২য় বার ভোটার হলে।
- Madness স্ট্যাটাস: ভোটার নিবন্ধনের সময় ভুলক্রমে Madness (পাগল) বা ‘অপ্রকৃতিস্থতা’ বা “বিশেষ চাহিদাসম্পন্ন” স্ট্যাটাস দেয়া হলে।
- মৃত স্ট্যাটাস: জনশুমারির সময় কোনো জীবিত ব্যক্তির নাম ভুলক্রমে মৃতদের তালিকায় অন্তর্ভুক্ত হলে।
এমন অবস্থায় এনআইডি ডাটাবেস থেকে কার্ডটি অচল (Deactivate) হয়ে যায়, ফলে ব্যক্তি জাতীয় পরিচয়পত্রটি কোন কাজে ব্যবহার করতে পারেন না।
অনেকেই দেখা গেছে, সুস্থ ব্যক্তি হওয়ার পরও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের সময় ভুলক্রমে Madness স্ট্যাটাস দেয়ার কারণে তার জাতীয় পরিচয়পত্র বন্ধ করে দেয়া হয়, এতে তিনি পড়ে যান অসুবিধায়।
‘Madness’ স্ট্যাটাসের NID কার্ড সচল করা হচ্ছে
বাংলাদেশ নির্বাচন কমিশন (EC) সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। যেসব নাগরিকের এনআইডি কার্ডে ভুলক্রমে ‘Madness’ বা “পাগল” স্ট্যাটাস রয়েছে, এতে যারা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের কার্ড সচল করার পদক্ষেপ নেওয়া হয়েছে। নিউজ লিংক নিচে শেয়ার করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৪ ইসির এনআইডি শাখা থেকে এ বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে:
- CMS সফটওয়্যারের মাধ্যমে উপজেলাভিত্তিক “Madness” স্ট্যাটাসধারী ভোটারদের তালিকা প্রস্তুত করা যাবে।
- তালিকা অনুযায়ী এনআইডি কার্ডগুলো সচল করতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন শাখার মহাপরিচালকের কাছে তালিকাসহ রিপোর্ট পাঠাতে হবে।
এনআইডি স্ট্যাটাস চেক করার উপায়
NID কার্ড সচল বা অচল কিনা নিশ্চিত হওয়ার জন্য:
- NID ওয়েবসাইটে লগইন করুন: সঠিক তথ্য দিয়ে লগইন করতে না পারলে এবং লগইন করতে গেলে পেইজ রিফ্রেশ হলে বুঝতে হবে কার্ডটি অচল।
- ১০৫ নম্বরে কল করুন: এনআইডি হেল্পলাইন নাম্বারে ফ্রি কল করে বিস্তারিত জানুন।
যদি আপনার জাতীয় পরিচয়পত্র সচল হয় অনলাইন থেকেই আপনার এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করা না গেলে, রিইস্যুর আবেদন করতে হবে।
এনআইডি সংক্রান্ত আরও তথ্য
শেষ কথা
মানসিক প্রতিবন্ধীতার কারণে যাতের এনআইডি বন্ধ ছিল, তাদের এনআইডি হয়তো এতদিনে চালু হয়েছে। আপনার এনআইডি চেক করে দেখুন। যদি একাউন্টে রেজিস্ট্রেশন করতে না পারেন, তাদের বন্ধ কিনা তা জানতে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন। অথবা সরাসরি NID Helpline Number এ ফ্রিতে কল করে যোগাযোগ করতে পারেন।
যদি মানসিক অসুস্থতা, ডাবল ভোটার বা জীবিত ব্যক্তি মৃত হিসেবে দেখানো হয়, তার জন্য পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ অনুসরণ করে আইডি কার্ড সচল করতে পারবেন। এই বিষয়ে উপজেলা নির্বাচন অফিস সহযোগিতা করবে।
ভুল স্ট্যাটাসের কারণে এনআইডি কার্ড বন্ধ হওয়া শুধু নাগরিক সেবা থেকে বঞ্চনার কারণ নয়, এটি একজন নাগরিকের মৌলিক অধিকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই নির্বাচন কমিশনের এই উদ্যোগ মানসিক প্রতিবন্ধী নাগরিকদের বিভিন্ন সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।
নিউজ লিংক: EC to reactivate NID with madness status