আজ বিকাল থেকে এনআইডি সার্ভার বন্ধ থাকবে ৬৪ ঘন্টা
জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সার্ভার রক্ষণাবেক্ষণের জন্য আজ ২৬ অক্টোবর থেকে ৬৪ ঘন্টার জন্য সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
গত বুধবার নির্বাচন কমিশন মিডিয়াকে জানান যে, বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে প্রায় ৬৪ ঘন্টা রক্ষণাবেক্ষণ কাজের জন্য এনআইডি সার্ভার ডাউন থাকবে।
NID Wing টেক্সট মেসেজের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের এই বিষয়ে অবহিত করে।
NID সম্পর্কিত আরও তথ্য
- NID Smart Card বিতরণ স্থগিত করল নির্বাচন কমিশন
- নির্বাচনের আগেই সৌদি আরব ও যুক্তরাজ্য প্রবাসীরা পাচ্ছেন NID কার্ড
- মৃত ব্যক্তির NID Smart Card নিতে পারবে পরিবারের সদস্য
রক্ষণাবেক্ষণ সময়কালে, সার্ভার রুমটি স্থানান্তরিত হবে এজন্যই মূলত 26 অক্টোবর বিকাল 5টা থেকে 28 অক্টোবর রাত পর্যন্ত সার্ভার/নেটওয়ার্ক-সম্পর্কিত সমস্ত পরিষেবা বন্ধ থাকবে।
রবিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে যথারীতি এনআইডি সেবা পাওয়া যাবে বলে জানান হয়।
বিভিন্ন মোবাইল অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্যান্য সহ 175টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নাগরিকদের পরিচয় যাচাইয়ের জন্য এনআইডি সার্ভার ব্যবহার করছে।
এর আগে সেপ্টেম্বর মাসেও রক্ষণাবেক্ষণ কাজের কারণে এনআইডি সার্ভার কয়েকদিনের জন্য বন্ধ ছিল। তখন নির্বাচন কমিশন বিজ্ঞপ্তির মাধ্যমে এটি জানায়।