NID Wallet কি ও যেভাবে এনআইডি ওয়ালেট ব্যবহার করবেন

জাতীয় পরিচয়পত্রের যে কোন সেবা নিতে NID Wallet এর মাধ্যমে ফেইস ভেরিফিকেশন করে রেজিস্ট্রেশন করতে হয়। দেখুন কিভাবে এনআইডি ওয়ালেট ব্যবহার করবেন।

NID Wallet
Advertisement

NID Wallet হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি মোবাইল অ্যাপ। অ্যাপটি NID সংক্রান্ত বিভিন্ন সেবার জন্য ডেভলপ করা হয়েছে। যদিও এখনও সব সেবা চালু করা হয়নি। বর্তমানে NID Wallet দিয়ে শুধুমাত্র ব্যক্তির Face Verification করা হয়। এই ব্লগে জানব এনআইডি ওয়ালেট কি এবং কিভাবে ব্যবহার করবেন।

NID Wallet কি?

NID Wallet একটি মোবাইল অ্যাপ যার মাধ্যমে জাতীয় পরিচয় পত্র একাউন্ট রেজিস্ট্রেশনের জন্য নাগরিকের Face Verification করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন (Bangladesh Election Commission) জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত সকল সেবা একই অ্যাপে দেয়ার জন্য এই মোবাইল অ্যাপটি চালু করে।

বর্তমানে শুধুমাত্র ফেইস ভেরিফিকেশন সেবা চালু থাকলেও ভবিষ্যতে এই অ্যাপে সকল সেবা যুক্ত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Advertisement

যেহেতু NID Account এ নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকে, প্রকৃত নাগরিক ছাড়া অন্য কেউ যেন এসব তথ্য দেখতে না পারে তার নিরাপত্তা হিসেবে Face Verification চালু করা হয়েছে।

কিভাবে NID Wallet ব্যবহার করবেন

জাতীয় পরিচয় পত্রের যে কোন সেবা পেতে যেমন, ভোটার আইডি কার্ড সংশোধন, এনআইডি রিইস্যু, এনআইডি কার্ড ডাউনলোড করতে Face Verification করে রেজিস্ট্রেশন করতে হয়।

এনআইডি ওয়ালেট ব্যবহার
  1. NID Wallet ব্যবহার করে ফেইস ভেরিফিকেশন করার জন্য প্রথমে Google Play Store থেকে NID Wallet অ্যাপটি ইনস্টল করুন।
  2. তারপর ফেইস ভেরিফিকেশন চালু করার জন্য Start Face Verification বাটনে ট্যাপ করুন এবং QR কোড স্ক্যান করুন।
  3. ক্যামেরাটি আপনার মুখ বরাবর ধরুন, চোখের পলক ফেলুন ও চোখ ক্যামেরায় রেখে মাথা ডানে-বামে ঘোরান।
এনআইডি ওয়ালেট ব্যবহার

NID Wallet Download সতর্কতা

এনআইডি ওয়ালেট অবশ্যই Google Play Store লিংক থেকে সরাসরি ডাউনলোড করবেন। এছাড়া অন্য কোন ওয়েবসাইট থেকে NID Wallet APK ফাইল ডাউনলোড করবেন না। এতে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য চুরি হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। Google Play Store থেকে এনআইডি ওয়ালেট ডাউনলোড লিংক – NID Wallet

NID Card সংক্রান্ত যে কোন প্রশ্ন করতে নিচে কমেন্ট করুন এবং লেখাটি আপনার ফেসবুকে আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Advertisement
Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।