মার্চে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ ২০২৫

আগামী মার্চে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার নিবন্ধন ও হালনাগাদ কার্যক্রম। জানুন কারা নতুন ভোটার হতে পারবেন এবং কি কি লাগবে।

ভোটার তালিকা হালনাগাদ ২০২৫
Advertisement

আগামী বছরের ২ মার্চের পর থেকে নির্বাচন কমিশন (ইসি) বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য তথ্য সংগ্রহ শুরু করবে। যাদের বয়স ১ জানুয়ারী ২০২৬ তারিখে ১৮ বছর হবে, তারা ভোটার হতে পারবেন। নতুন ভোটারদের ২০২৬ সালের ২ মার্চ চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

২ ডিসেম্বর ২০২৪ তারিখে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসির এক বৈঠকে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান।

ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ প্রক্রিয়া

ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ জানুয়ারিতে ভোটার তালিকার খসড়া এবং ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এবং ২ মার্চ থেকে ১ জানুয়ারী পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে নতুন ভোটার নিবন্ধন করা ও মৃত ভোটার বাদ দেয়া হয়।

তবে ২০২৪ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়নি, এবং অনেকে বয়স ১৮ হওয়া সত্ত্বেও নিজ উদ্যোগে ভোটার নিবন্ধন করেননি। তাই ২০২৫ সালে বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে নির্বাচন কমিশন। নতুন ভোটার হওয়ার জন্য বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের পাশাপাশি কোনো ব্যক্তি অনলাইনে ভোটার আবেদন করে বা ইসি কার্যালয়ে গিয়েও নিবন্ধন করতে পারেন।

Advertisement

কমিশন সিদ্ধান্ত নিয়েছে, যেকোনো নির্বাচনের তফসিল ঘোষণার আগে পর্যন্ত ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। তাই, ২০২৫ এবং ২০২৬ সালে ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের তথ্যও বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে। একইসঙ্গে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া এবং দ্বৈত বা অন্য কোনো জটিলতা সংশোধনের কাজও করা হবে।

এ কাজ সম্পন্ন করতে প্রায় ছয় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। তিনি আরও জানান, কাজ শুরু করার সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ হয়নি। ইসি সচিবালয় থেকে কর্মপরিকল্পনা তৈরি হওয়ার পর বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে ধারণা করা হচ্ছে, আগামী ২ মার্চের পর তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।

নতুন ভোটার হতে যা যা লাগবে

  1. অনলাইন জন্ম নিবন্ধন সনদ;
  2. শিক্ষা সনদ (প্রাথমিক সমাপনী JSC/SSC);
  3. প্রবাসী ভােটারদের ক্ষেত্রে পাসপাের্টের কপি;
  4. ছবিযুক্ত ও স্মারক নম্বরসহ জাতীয়তা/নাগরিকত্ব সনদ;
  5. পিতা ও মাতার NID Card;
  6. বিবাহিত হলে স্বামী/স্ত্রীর NID ও কাবিননামার ফটোকপি;
  7. পিতা মাতার NID না থাকলে ওয়ারিশ সনদ, মৃত্যুসনদ, জন্মসনদ;
  8. চৌকিদারী রশিদ/পৌরকর/হােল্ডিং টেক্স রশিদ;
  9. বাড়ীর বিদ্যুৎবিল/গ্যাস বিল;
  10. জমি মালিকানা থাকলে খতিয়ানের কপি;
  11. ভাড়াটিয়া হলে বাড়ি ভাড়ার রসিদ এবং ভাড়াটিয়া চুক্তিনামার কপি;
  12. বাদ পড়া ভোটার হলে (০১-০১-২০০৪ বা তার পূর্বে যাদের জন্ম) সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের প্রত্যয়ন;

নতুন ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে তার বিস্তারিত জানতে আরও দেখুন নতুন ভোটার হতে কি কি কাগজপত্র লাগবে

কারা ভোটার হতে পারবেন?

যাদের বয়স ১৮ বছর পূর্ণ হওয়া সত্ত্বেও এখনো ভোটার নিবন্ধন করেননি, তারা ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ এ ভোটার হতে পারবেন। অর্থাৎ যাদের জন্ম ১ জানুয়ারী ২০০৭ বা তার পূর্বে, অর্থাৎ যাদের বয়স ২০২৫ সালের ১ জানুয়ারীতে ১৮ বছর পূর্ণ হয়েছে কিন্তু ভোটার হননি, তারা ভোটার হতে পারবেন।

Advertisement

নির্বাচন কমিশনের তথ্য মোতাবেক ১৭ লাখ নাগরিকের তথ্য রয়েছে, যাঁরা ২০২৫ সালের চুড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হবেন। এর মধ্যে ১৩ লাখের তথ্য ২০২২ সালে সংগ্রহ করা হয়েছে, নিজ উদ্যোগে নির্বাচন অফিসে গিয়ে ভোটার নিবন্ধন করেছেন।

তবে পরিসংখ্যান অনুযায়ী এ বছর ৪৫ লাখ নতুন ভোটার হওয়ার কথা, অথচ এখনো ২৭-২৮ লাখ নাগরিক নিবন্ধন করেননি। তাই, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের কথা ভাবছে নির্বাচন কমিশন।

নতুন ভোটার নিবন্ধন সংক্রান্ত তথ্য

Advertisement

Similar Posts

One Comment

  1. আমার মায়ের ভোটার আইডি কার্ড আর মায়ের জন্ম নিবন্ধন এর নাম, বয়স মিল নেই। নামের বানান ভুল রয়েছে। যার কারণে আমার জন্ম নিবন্ধনে মায়ের নামের সাথে মায়ের ভোটার আইডি কার্ড নামের সাথে মিল নেই। আমার ssc and hsc সার্টিফিকেটে আমার মায়ের নামটা আমার জন্ম নিবন্ধন অনুযায়ী আছে। এখন আমি কি করে আমার মায়ের জন্ম নিবন্ধন এবং মায়ের ভোটার আইডি কার্ডের নামটা চেঞ্জ করব। আমার এটা খুবই দরকার। সামনে বিশ্ববিদ্যালয় ভর্তি হতে হবে তাই। দয়া করে কিছু একটা পরামর্শ দিবেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।