প্রবাসীদের এনআইডি আবেদন: আবেদনে ভুল করলে দেশে আসতে হবে

প্রবাসীরা ৬টি দেশ থেকে নতুন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করে পেতে পারেন স্মার্ট কার্ড। কিন্তু এনআইডি আবেদনে তথ্যে ভুল থাকলে দেশে ফিরে নতুন আবেদন করতে হবে।

প্রবাস থেকে NID নিবন্ধন

এ বছর মে মাসে সংযুক্ত আমিরাতে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তবে বিপত্তি হলো, প্রবাস থেকে কেউ জাতীয় পরিচয় পত্রের আবেদনে ভুল করলে তা সংশোধনের সুযোগ থাকছে না প্রবাস থেকে। এনআইডি সংশোধনের জন্য আসতে হবে দেশে।

প্রাথমিকভাবে আবুধাবি এবং দুবাইয়ে বাংলাদেশ দূতাবাস এনআইডি নিবন্ধনের কাজ করছে। এখন পর্যন্ত প্রায় ৭০০ জনের মত নাগরিক, তাদের তথ্য ও বায়োমেট্রিক দিয়ে এনআইডি নিবন্ধনের আবেদন করেছেন।

কেন প্রবাসীদের দেশে আসতে হবে

আরব আমিরাতে যারা তথ্য দিয়ে ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করছেন, তাদের তথ্য যাচাই বাছাইয়ের জন্য একটি কমিটি থাকবে। কমিটির যাচাই বাছাইয়ের পর যদি অনুমোদন দেয়া হয়, তারাই জাতীয় পরিচয় পত্র পাবেন।

তবে যাদের আবেদনে কোন তথ্যের ভুল বা ঘাটতি থাকলে এবং পর্যাপ্ত তথ্য দিতে না পারলে, তারা আবেদন সংশোধনের কোন সুযোগ পাবেন না। সেক্ষেত্রে তাদেরে জাতীয় পরিচয় পত্র পেতে হলে, দেশে এসে পুনরায় সঠিকভাবে আবেদন করতে হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে প্রবাসীদের NID Card পেতে জটিলতা

প্রবাস থেকে এনআইডি আবেদন যেভাবে করবেন

প্রবাস থেকে জাতীয় পরিচয় পত্র বা এনআইডির আবেদন করতে প্রথমে জেনে নিন, সেই দেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন চালু হয়েছে কিনা। এরপর অনলাইনে আবেদন করুন। দূতাবাসে গিয়ে নির্দিষ্ট ডেস্কে প্রয়োজনীয় কাগজপত্র জমা, ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করুন।

আবেদন অনুমোদন হলে মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে, এবং SMS এ পাঠানো লিংকে ক্লিক করে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন। এরপর NID Smart Card প্রিন্ট করে সেই দূতাবাসে পাঠিয়ে দেওয়া হবে।

আরব আমিরাত থেকে জাতীয় পরিচয় পত্র নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনকে কোন ফি দিতে হবে না। তবে, দূতাবাসের সার্ভিস চার্জ বাবদ 50 দিরহাম পরিশোধ করতে হবে।

প্রবাস থেকে NID নিবন্ধন করার জন্য অবশ্যই, জন্ম নিবন্ধন ও শিক্ষা সনদ অনুযায়ী আবেদনকারীর নাম দিতে হবে। তাছাড়া, আবেদনকারীকে অবশ্যই সেই দেশে বৈধ বাংলাদেশী নাগরিক হতে হবে।

কোন কোন দেশে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন চালু হয়েছে

বর্তমানে যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও মালদ্বীপে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন চালু আছে। এরপর প্রবাসীদের আধিক্য অনুযায়ী আরো প্রায় ৪০টি দেশে এ সেবা চালু করা হবে।

সর্বপ্রথম প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন ২০১৯ সালে এ উদ্যোগটি হাতে নেয়। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি, Election Commission যুক্তরাজ্য প্রবাসীদের অনলাইনের ভোটার করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করে।

অনলাইনে আবেদন করার নিয়মNID Registration
ডাউনলোডNID Card Download
সংশোধনNID Card Correction
হোমপেইজNID BD

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।