NID সেবা পেতে লাগবে এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন | NID Account Register

এনআইডি বা জাতীয় পরিচয় পত্রের যে কোন সেবা পেতে অনলাইনে NID Account Register করতে হবে। দেখুন কিভাবে নিজেই এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করবেন।

NID Account Register
Advertisement

এনআইডি বা জাতীয় পরিচয় পত্রের যে কোন সেবা পেতে হলে আপনার এনআইডি নম্বর দিয়ে NID Account Register করতে হবে। এনআইডি সংক্রান্ত সেবাসমূহ যেমন এনআইডি ডাউনলোড, সংশোধন, নষ্ট বা হারানো কার্ড রিইস্যূ করার জন্য NID Account Registration করে সেবা পাওয়ার আবেদন করতে হয়।

তাই, এই ব্লগে দেখাবো কিভাবে এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করবেন তার প্রক্রিয়া।

এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া

এনআইডি একাউন্ট করার জন্য নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন:

  1. ভিজিট করুন services.nidw.gov.bd/nid-pub/claim-account লিংকে;
  2. এনআইডি নম্বর/ ফরম নম্বর এবং জন্ম তারিখ লিখুন;
  3. ক্যাপচা পূরণ করে সাবমিট করুন;
  4. বর্তমান ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করুন;
  5. মোবাইল নাম্বার দিয়ে ’বার্তা পাঠান’ ক্লিক করুন;
  6. OTP দিয়ে OK করুন, এবার ফেইস ভেরিফিকেশনের জন্য স্ক্রীনে একটি QR কোড আসবে;
  7. এবার অন্য একটি এন্ড্রয়েড মোবাইলে NID Wallet App ইনস্টল করে QR কোডটি Scan করুন;
  8. ফেইস ভেরিফিকেশন সম্পন্ন করুন
  9. সবশেষে Password সেট করার পর NID Account Registration সম্পন্ন হবে;

জাতীয় পরিচয় পত্র একাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি নিচে বিস্তারিত ও ছবিসহ দেখানো হলো।

Advertisement

ধাপ ১: Bangladesh NID Application System ভিজিট করুন

জাতীয় পরিচয় পত্র একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ভিজিট করতে হবে services.nidw.gov.bd/nid-pub/claim-account লিংকে। অথবা আপনি সরাসরি ভিজিট করুন ‍services.nidw.gov.bd সাইটে এবং এরপর রেজিস্টার করুন লিংকে ক্লিক করুন।

এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন

এখানে আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি নম্বর লিখুন। আপনার এনআইডি নম্বর জানা না থাকলে ভোটার নিবন্ধনের ফর্ম নম্বর লিখুন।

এরপর আপনার জন্ম তারিখ ও ছবিতে দেখানো Code Type করে সাবমিট বাটনে ক্লিক করুন।

পর পর ৩ বার ভুল এনআইডি নাম্বার ও ভুল জন্ম তারিখ দিয়ে সাবমিট করলে আপনার একাউন্ট লক হয়ে যেতে পারে। তাই পর পর ২ বার ভুল হলে, আর চেষ্টা না করে সঠিক তথ্য জেনে নিন। যদি একাউন্ট লকড হয়ে যায়, দেখতে পারেন এনআইডি একাউন্ট লক হলে করণীয়

Advertisement

ধাপ ২: ঠিকানা সিলেক্ট করুন

এবার আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা (বিভাগ, জেলা, উপজেলা) বাছাই করতে হবে। মনে রাখতে হবে, পর পর ৩ বার ঠিকানা ভুল দিলে আপনার NID Account Locked হয়ে যাবে। তাই আগে ঠিকানা জেনে শুনে ঠিকানা সিলেক্ট করবেন।

এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন

উপরের সব তথ্য সঠিক থাকলে আপনার মোবাইল নম্বর দেখানো হবে। মোবাইল নম্বরটি আপনার কাছে থাকলে তা দিয়ে Verification সম্পন্ন করুন।

অথবা আপনার হাতে থাকা অন্য কোন Mobile Number দিয়ে ভেরিফিকেশন করতে চান, তাও করতে পারবেন। সেক্ষেত্রে মোবাইল নম্বরটি লিখে বার্তা পাঠান বাটনে ক্লিক করতে হবে।

এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন

মোবাইলে একটি ৬ ডিজিটের OTP ভেরিফিকেশন কোড পাঠানো হবে। তাই মোবাইল নম্বরটি সচল এবং আপনার হাতে থাকতে হবে।

Advertisement

এখানে আপনার মোবাইল নম্বরটি সঠিকভাবে লিখুন এবং বার্তা পাঠান বাটনে ক্লিক করুন।

এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন

আপনার মোবাইলে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি উপরের ছবিতে দেখানো ঘরে লিখুন এবং বহাল বাটনে ক্লিক করুন।

NID Account Register করতে আপনাকে এনআইডি ওয়ালেট দিয়ে Face Verification করতে হবে। মোবাইল ভেরিফিকেশনের পর স্ক্রীনে নিচের ছবির মত একটি QR কোড দেখানো হবে।

NID Account Registration-Face Verification

ধাপ ৩ঃ ফেইস ভেরিফিকেশন করুন

ফেইস ভেরিফিকেশনের জন্য Google Play Store থেকে নির্বাচন কমিশনের মোবাইল এ্যাপ NID Wallet অপর মোবাইলে Install করুন। অ্যাপ Open করে QR কোড স্ক্যান করুন। এবার Start Face Scan বাটন ক্লিক করে সেলফি ক্যামেরায় আপনার মুখমন্ডল স্ক্যান করুন।

  1. Google Play Store এ যান এবং সার্চ করুন NID Wallet লিখে। তারপর এপটি ইনস্টল করুন;
  2. Language সিলেক্ট করে Agree and Continue বাটনে ট্যাপ করুন;
  3. আগের ধাপে মোবাইলে OTP Verification করার পর আসা QR কোড Scan করুন;
  4. ফেইস স্ক্যান চালু করার জন্য Start Face Scan বাটনে ক্লিক করুন;
NID Account Registration

QR কোড স্ক্যান করার পর আপনার Face Verification করার অপশন আসবে। এখানে দেখানো হবে কিভাবে প্রথমে আপনার সোজাসুজি ছবি তুলবেন, তারপর চোখ ক্যামেরার দিকে রেখে মাথা একটু বামে ও ডানে ঘুরাবেন।

NID Account Registration

এ্যাপ এ দেখানো ভিডিওর মত, আপনার মুখ বরাবর Selfie Camera ধরুন ও সোজাসুজি তাকান। ঠিক থাকলে ছবিতে OK বা টিক মার্ক নোটিফিকেশন দেখাবে।

তারপর, ক্যামেরার দিকে তাকিয়ে আপনার মাথা ডানে একবার ও বামে একবার ঘোরাবেন। OK না দেখালে, আবার চেষ্টা করুন।

ধাপ ৮: পাসওয়ার্ড সেট করুন

ভবিষ্যতে ফেইস ভেরিফিকেশনের ঝামেলা ছাড়া NID একাউন্টে লগ ইন করতে হলে, আপনাকে সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্র সংশোধন বা পুনরায় ডাউনলোড করার জন্য আপনার অনেক সুবিধা হবে।

এনআইডি একাউন্ট পাসওয়ার্ড সেট
  • এখানে সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন;
  • ৬ ডিজিটের বেশি লেটার ও নাম্বার দিয়ে একটি মনে রাখার মত পাসওয়ার্ড দিন।

পাসওয়ার্ড সেট করার পর আপনার এনআইডি একাউন্টে স্বয়ংক্রীয়ভাবে লগইন হয়ে যাবে। এবার আপনি জাতীয় পরিচয় পত্রের বিভিন্ন সেবা অনলাইন থেকে নিজেই নিতে পারবেন।

এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন অনলাইনে যেসব সেবা পাবেন

আশাকরি আপনাকে জাতীয় পরিচয় পত্র সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে পেরেছি। পোস্টটি আপনার পরিচিতদের শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

ক্যাটাগরিজাতীয় পরিচয় পত্র
বিভিন্ন প্রশ্নের উত্তরএনআইডি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর
সংশোধনভোটার আইডি কার্ড সংশোধন
ডাউনলোডভোটার আইডি কার্ড ডাউনলোড
Advertisement

Similar Posts

6 Comments

  1. ভাই আমি কতবার যে এট করেছি কিন্তু হয়নি। কারন যখন কিউআর কোড আসে তখন লাল বোতাম দেখায় এখানেই সমস্যায় আটকে থাকি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।