ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে

প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে অনলাইন থেকে খুব সহজেই আপনার ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারবেন। জানুন ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে।

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে
Advertisement

জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড সংশোধনের ধরণ অনুযায়ী ভিন্ন ভিন্ন কাগজপত্র প্রয়োজন হতে পারে। বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী জাতীয় পরিচয় পত্র সংশোধনের ৪টি ক্যাটাগরি রয়েছে। এসব ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রমাণপত্র লেগে থাকে।

আপনি নতুন ভোটার হয়েছেন এবং দেখতে পাচ্ছেন আপনার এনআইডিতে কোন তথ্য ভুল রয়েছে। দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনার এনআইডি কার্ড সংশোধন করে নেয়া উচিত হবে। এনআইডিতে আর কোন ধরণের ভুল আছে কিনা তা চেক করতে দেখুন- ভোটার আইডি কার্ড চেক

ভোটার আইডি কার্ড সংক্রান্ত আরও তথ্য:

এখানে জানতে পারবেন, ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে তার বিস্তারিত তথ্য।

Advertisement

ভোটার আইডি কার্ড নাম সংশোধন করতে কি কি লাগে

সাধারণত ভোটার আইডি কার্ড সংশোধন করতে শিক্ষাগত যোগ্যতার সনদ, জন্ম নিবন্ধন, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয়। ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য কমপক্ষে ২ টি প্রমাণপত্র বা ডকুমেন্ট আপলোড করা উচিত।

১. নামের বানান ও আংশিক পরিবর্তন

  • পিইসিই/ জেএসসি/ এসএসসি বা সমমান/ বা তার উর্দ্ধে কোন সনদ;
  • জন্ম নিবন্ধন;
  • পাসপোর্ট;
  • ড্রাইভিং লাইসেন্স;
  • সন্তানদের পাবলিক পরীক্ষার সনদ;
  • সন্তানদের জাতীয় পরিচয়পত্র;
  • এমপিও/ সার্ভিস বইয়ের কপি;
  • বিবাহের কাবিন নামা।

(উল্লেখ্য, এখানে তালিকার ডকুমেন্টগুলো যে কোন এক বা একাধিক ডকুমেন্ট হলেই চলবে)

২. বাংলা নাম অনুসারে ইংরেজি বা ইংরেজি নাম অনুসারে বাংলা

বর্তমান ভোটার আইডি কার্ডের বাংলা নাম অনুসারে ইংরেজি নাম সংশোধন অথবা, ইংরেজি নাম অনুসারে বাংলা নাম সংশোধন করতে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে।

Advertisement

৩. নাম সম্পূর্ণ অংশ পরিবর্তন

  • পিইসিই/ জেএসসি/ এসএসসি বা সমমান/ বা তার উর্দ্ধে কোন সনদ;
  • জন্ম নিবন্ধন;
  • পাসপোর্ট;
  • ড্রাইভিং লাইসেন্স;
  • হলফ নামা;
  • সন্তানদের পাবলিক পরীক্ষার সনদ;
  • সন্তানদের জাতীয় পরিচয়পত্র;
  • এমপিও/ সার্ভিস বইয়ের কপি;
  • বিবাহের কাবিন নামা;
  • তদন্ত প্রতিবেদন;
  • উপজেলা নির্বাচন অফিসারের প্রতিবেদন।

৪. পিতা ও মাতার নাম পরিবর্তন

ভোটার আইডি কার্ডে পিতা/মাতার নামের আংশিক সংশোধন করতে প্রয়োজন হবে;

  • পিইসিই/ জেএসসি/ এসএসসি বা সমমান/ বা তার উর্দ্ধে কোন সনদ
  • জন্ম নিবন্ধন
  • পাসপোর্ট
  • ড্রাইভিং লাইসেন্স
  • পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র
  • ভাই-বোনের জাতীয় পরিচয়পত্র
  • ভাই-বোনের পাবলিক পরীক্ষার সনদ
  • এমপিও/ সার্ভিস বইয়ের কপি
  • বিবাহের কাবিন নামা।

৫. স্বামী-স্ত্রীর নাম সংশোধন

ভোটার আইডি কার্ডে স্বামী-স্ত্রীর নাম সংশোধন করতে প্রয়োজন হবে,

  • তালাক নামা বা Divorce Paper এবং নতুন বিবাহের কাবিন নামা
  • সন্তানদের পাবলিক পরীক্ষার সনদ
  • সন্তানদের জাতীয় পরিচয়পত্র
  • অথবা, অন্যান্য প্রমাণ

জন্ম তারিখ সংশোধন করতে কি কি লাগে

১. ৫ বছর পর্যন্ত জন্ম তারিখ সংশোধন

  • পিইসিই/ জেএসসি/ এসএসসি বা সমমান/ বা তার উর্দ্ধে কোন সনদ বা রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত অনুলিপি (উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রযোজ্য নয়)
  • পাসপোর্ট
  • ড্রাইভিং লাইসেন্স
  • জন্ম সনদ
  • সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল মেডিক্যাল টেস্ট রিপোর্ট
  • চেয়ারম্যান কর্তৃক পারিবারিক সনদ (পরিবারের সকল সদস্যের নাম, পিতা-মাতা, ভাই বোনের জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্মের ক্রম উল্লেখসহ
  • পেনশন বা অবসর ভাতা বইয়ের সত্যায়িত ফটোকপি
  • সার্ভিস বই/ এমপিও শীটের কপি/ চাকরীর আইডি/ উর্দ্ধতন কর্তৃপক্ষের অফিস স্মারক সম্বলিত পত্র

২. জন্ম তারিখ সংশোধন (সকল ক্ষেত্রে)

  • পিইসিই/ জেএসসি/ এসএসসি বা সমমান/ বা তার উর্দ্ধে কোন সনদ বা রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত অনুলিপি (উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রযোজ্য নয়)
  • পাসপোর্ট
  • ড্রাইভিং লাইসেন্স
  • জন্ম সনদ
  • সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল মেডিক্যাল টেস্ট রিপোর্ট
  • চেয়ারম্যান কর্তৃক পারিবারিক সনদ (পরিবারের সকল সদস্যের নাম, পিতা-মাতা, ভাই বোনের জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্মের ক্রম উল্লেখসহ
  • পেনশন বা অবসর ভাতা বইয়ের সত্যায়িত ফটোকপি
  • সার্ভিস বই/ এমপিও শীটের কপি/ চাকরীর আইডি/ উর্দ্ধতন কর্তৃপক্ষের অফিস স্মারক সম্বলিত পত্র

ভোটার আইডি কার্ডে ঠিকানা সংশোধন করতে কি কি লাগে

  • সিটি কর্পোরেশন/ পৌরসভা/ ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদ
  • জমির দলিল
  • ইউটিলিটি বিল
  • জন্ম নিবন্ধন বা পাসপোর্ট
  • অন্যান্য প্রমাণ

আরও পড়ুন- ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার নিয়ম

ভোটার আইডি কার্ডে বৈবাহিক অবস্থা পরিবর্তন

  • বিবাহের কাবিন নামা
  • হিন্দু ও সনাতন ধর্মাবলম্বীদের বিবাহ রেজিস্ট্রেশন না হয়ে থাকলে উভয় পক্ষ কর্তৃক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতের এফিডেভিট
  • সন্তানদের পাবলিক পরীক্ষার সনদ
  • সন্তানদের জাতীয় পরিচয়পত্র
  • বিবাহ বিচ্ছেদ রেজিস্ট্রেশন সার্টিফিকেট
  • স্বামী/স্ত্রীর মৃত্যুর সনদ
  • অথবা, অন্যান্য প্রমাণ

ভোটার আইডি কার্ডে জন্মস্থান সংশোধন

ভোটার আইডি কার্ডে জন্মস্থান সংশোধনের জন্য প্রয়োজন হবে,

Advertisement
  • সিটি কর্পোরেশন/ পৌরসভা/ ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদ;
  • পাসপোর্ট;
  • জন্ম নিবন্ধন সনদ।

ভোটার আইডি কার্ডে পেশা সংশোধন

জাতীয় পরিচয় পত্রে আপনার পেশা সংশোধন বা পরিবর্তনের জন্য প্রয়োজন হবে,

  • নিয়োগপত্র;
  • পেশা ভিত্তিক সনদ;
  • সিটি কর্পোরেশন/ পৌরসভা/ ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদ;
  • অন্যান্য প্রমাণপত্র।

ছবি, স্বাক্ষর, আঙ্গুলের ছাপ ও আইরিশ পরিবর্তন

জাতীয় পরিচয়পত্রের ছবি, স্বাক্ষর, আঙ্গুলের ছাপ ও আইরিশ পরিবর্তনের জন্য, স্ক্যানারের সাহায্যে কেন্দ্রীয় তথ্য ভান্ডারে আঙ্গুলের ছাপ পরীক্ষা করে একই ব্যক্তি নিশ্চিত হতে হবে।

অথবা, এসব তথ্য সংশোধনের ক্ষেত্রে আবেদনকারী একই ব্যক্তি মর্মে উপজেলা নির্বাচন কর্মকর্তার প্রত্যয়ন লাগতে পারে।

আপনার মোবাইল থেকেই অনলাইনে আবেদন করেই আপনার জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারছেন। দেখুন কিভাবে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন করবেন।

এনআইডি কার্ড সংশোধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ লিংক

ডাউনলোডজাতীয় পরিচয় পত্র ডাউনলোড
সংশোধনজাতীয় পরিচয় পত্র সংশোধন
চেকজাতীয় পরিচয় পত্র চেক
হোমপেইজNID BD

FAQs

ভোটার আইডি কার্ড সংশোধন করতে শিক্ষাগত যোগ্যতার সনদ, জন্ম নিবন্ধন, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয়।

ভোটার আইডি কার্ডের ঠিকানা সংশোধন করতে সিটি কর্পোরেশন/ পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, বিদ্যুৎ বিলের কপি, জমির দলিল বা অন্যান্য গ্রহণযোগ্য ডকুমেন্ট লাগবে।

Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।