কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম
অনলাইনে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন কোড নম্বর দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করে জানতে পারবেন আপনার সকল তথ্য। তথ্যে ভুল থাকলে তা সংশোধন করে নেয়া জরুরী।
অনেকে গুগলে সার্চ দিয়ে জানতে চাচ্ছেন কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম সম্পর্কে। কোড নাম্বার ছাড়াও নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায়। তবে, আজকে আমরা জানবো কোড নম্বর দিয়ে কিভাবে জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করবেন।
কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য জন্ম নিবন্ধনটি অনলাইন ভার্সন হতে হবে। যাদের জন্ম নিবন্ধন অনলাইনে নাই, তারা জন্ম নিবন্ধন কোড দিয়ে জন্ম নিবন্ধন চেক করতে পারবেন না।
যদি অনলাইনে আপনার জন্ম নিবন্ধন তথ্য না আসে, বুঝতে পারবেন আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা নেই। আর জন্ম তথ্যে কোন ভুল থাকলে যত তাড়াতাড়ি সম্ভব জন্ম নিবন্ধন সংশোধন করে নেয়া প্রয়োজন।
কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
কোড নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে প্রথমে ভিজিট করুন https://everify.bdris.gov.bd ওয়েবসাইট। এখানে আপনার জন্ম নিবন্ধন ১৭ ডিজিটের কোড নম্বর লিখুন এবং জন্ম তারিখ লিখুন। ক্যাপচার উত্তর লিখে Search বাটনে ক্লিক করে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।
কোড নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন চেক করার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন:
#ধাপ ১ : জন্ম নিবন্ধন ওয়েবসাইটে everify.bdris.gov.bd প্রবেশ করুন
আপনার মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে এড্রেস বারে লিখুন everify.bdris.gov.bd এবং Enter করুন। অথবা সরাসরি এই লিংকে জন্ম নিবন্ধন যাচাই ক্লিক করে প্রবেশ করুন।
#ধাপ ২ : জন্ম নিবন্ধন সনদ যাচাই করুন
ওয়েবসাইটে প্রবেশ করার পরে নিচের ছবির মত একটি পেইজ পাবেন। এখানে ১ম ঘরে আপনার জন্ম নিবন্ধনের ১৭ ডিজিটের কোড নম্বরটি লিখুন। এরপর জন্ম তারিখ লিখুন এভাবে সাল-মাস-দিন (YYYY-MM-DD)। গাণিতিক ক্যাপচার উত্তর লিখুন এবং Search বাটনে ক্লিক করুন।
আপনার জন্ম নিবন্ধন নম্বর সঠিক থাকলে ও তথ্য অনলাইনে থাকে সনদের বিস্তারিত তথ্য দেখতে পাবেন।
আপনি চাইলে অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি প্রিন্ট করে নিতে পারবেন। কম্পিউটার থেকে Ctrt+P বাটন চাপলে প্রিন্ট করার অপশন দেখতে পাবেন। Printer অপশন থেকে Save as PDF সিলেক্ট দিয়ে ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন।