মৃত ব্যক্তির NID Smart Card নিতে পারবে পরিবারের সদস্য

মৃত নাগরিকদের অবিতরনকৃত Smart NID Card মৃতের পরিবারের সদস্যদের কাছে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

মৃত ব্যক্তির NID Smart Card নিতে পারবে পরিবারের সদস্য

মৃত নাগরিকদের অবিতরনকৃত Smart NID Card মৃতের পরিবারের সদস্যদের কাছে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

বাংলাদেশ নির্বাচন কমিশন সম্প্রতি এক মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত নিয়েছে মৃত ব্যক্তিদের অবিতরণকৃত স্মার্ট জাতীয় পরিচয় পত্র তার পরিবারের সদস্যের কাছে দেয়া হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর এ বিষয়ে বলেন,

মাঠপর্যায়ে অবিতরণকৃত স্মার্ট কার্ড Re-boxing করার জন্য এবং মৃত ব্যক্তিদের স্মার্ট কার্ড তার পরিবারের সদস্যদের কাছে বিতরণের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। রি-বক্সিং করতে যে বক্সের প্রয়োজন হবে, তার ব্যবস্থা প্রকল্প পরিচালক গ্রহণ করবেন।

Re-boxing এর কাজে জনবলসহ অন্যান্য যেসব সহযোগিতার প্রয়োজন হবে সে বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের মতামত/পরামর্শ নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করতে পারবেন। R-boxing এর কাজ আন্তরিকতা ও দ্রুততম সময়ের মধ্যে রি-বক্সিং এর কাজ শেষ করারও তাগিদ দেয়া হয়েছে।

আপনার পরিবারের মৃত কোন সদস্যের Smart NID Card প্রিন্ট হয়েছে কিনা, তা অনলাইনে চেক করতে পারবেন। দেখুন এই লিংক থেকে NID Smart Card Status Check

NID সম্পর্কিত আরও তথ্য

মৃত ব্যক্তি এবং স্থানান্তরকৃত ভোটারের কার্ডগুলো আলাদাভাবে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। এ ছাড়া মৃত ব্যক্তিদের কার্ড বিতরণে একটি কমন ছক প্রস্তুত করার বিষয়ে এনআইডি অনুবিভাগ এবং আইডিইএ প্রকল্প একসঙ্গে কাজ করতে পারে বলেও পরামর্শ দেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন সাধারণত এনআইডির প্রকৃত মালিক ছাড়া অন্য কারও কাছে Smart Card হস্তান্তর করে না। তবে মৃত ব্যক্তিদের স্মার্ট কার্ড বিতরণ না করে পড়ে থাকার কারণে নষ্ট হয়ে যাচ্ছে, তাই নির্বাচন কমিশন এগুলো দ্রুত বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।

তথ্যসূত্র: kalbela.com

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।