জেনে নিন বাচ্চার জন্ম নিবন্ধন করতে কি কি লাগে
জানুন বাচ্চার জন্ম নিবন্ধন করতে কি কি লাগে। শিশুর জন্ম নিবন্ধন অবশ্যই ৫ বছরের মধ্যে করে নেয়া উচিত। তা না হলে কিছু বাড়তি ডকুমেন্ট প্রয়োজন হয়।
আমাদের অনেকেই শিশুর জন্মের পর হাসপাতালের জন্ম সনদ, টিকা কার্ড এগুলো কিছুই সংরক্ষণ করি না। কিন্তু একটি বাচ্চার জন্ম নিবন্ধন করতে এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো প্রয়োজন হয়।
আবার অনেকে শিশুর জন্মের কয়েক বছর পার হয়ে গেলেও জন্ম নিবন্ধন করায় না। এর ফলে শিশুর বয়স ৫ বছরের বেশি হয়ে গেলে কিছু বাড়তি কাগজপত্রের প্রয়োজন হয়, যেগুলো যোগাড় করা অনেক ঝামেলাপূর্ণ।
তাই, জন্মের পর পরই যত দ্রুত সম্ভব বাচ্চার জন্ম নিবন্ধন করতে হবে।
বাচ্চার জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগে এই বিষয় নিয়ে বিস্তারিত শেয়ার করলাম, যেটি আপনার কাজে লাগবে। তাই ব্লগটি আপনার পরিচিত অন্য বাবা-মা’দের কাছেও শেয়ার করে দিন।
বাচ্চার জন্ম নিবন্ধন করতে কি কি লাগে
বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে প্রথমেই লাগে ইপিআই টিকা কার্ড/হাসপাতাল বা স্বাস্থ্যকর্মীর প্রত্যয়ন। এছাড়া, বাসার হোল্ডিং নম্বর এবং হাল সনের হোল্ডিং ট্যাক্সের রশিদ, পিতা-মাতার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র (অপশনাল), এবং আবেদনকারী পিতা-মাতা/ অভিভাবকের মোবাইল নম্বর।
অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করতে যে সমস্ত কাগজপত্র লাগবে তা নিচে তালিকা আকারে দেওয়া হল।
শিশুর বয়স ০ থেকে ৪৫ দিনের মধ্যে হলে যা লাগবে
- ইপিআই (টিকা) কার্ড অথবা হাসপাতাল/স্বাস্থ্যকর্মীর প্রত্যয়নপত্র
- বাসার হোল্ডিং নম্বর এবং হাল সনের হোল্ডিং ট্যাক্সের রশিদ
- আবেদনকারী পিতা-মাতা অথবা অভিভাবকের মোবাইল নম্বর
- পিতা ও মাতার জন্ম নিবন্ধনের কপি (অপশনাল)
- পিতা ও মাতার এনআইডি কার্ডের কপি (অপশনাল)
শিশুর বয়স ৪৬ দিন থেকে ৫ বছর হলে যা লাগবে
- ইপিআই (টিকা) কার্ড / স্বাস্থ্য কর্মীর প্রত্যায়নপত্র (স্বাক্ষর ও সীলসহ);
- বাসার Holding Number এবং হাল সনের হোল্ডিং ট্যাক্সের রশিদ
- আবেদনকারী পিতা-মাতা/ অভিভাবকের মোবাইল নম্বর
- পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ১ কপি।
- পিতা ও মাতার অনলাইন জন্ম নিবন্ধন কপি (অপশনাল)
- পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের কপি (অপশনাল)
বয়স ৫ বছরের বেশি বয়স হলে যা লাগবে
- বয়স প্রমাণের জন্য চিকিৎসক কর্তৃক প্রত্যয়ন পত্র (বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা তদূর্ধ্ব ডিগ্রিধারী)
- সরকার কর্তৃক পরিচালিত প্রথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
- পিতা ও মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি বাধ্যতামূলক) কপি
- পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের কপি
- অথবা, জন্মস্থান বা স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাস স্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমানপত্র
- অথবা, জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল, খাজনা ও কর পরিশোধ রশিদ। (নদীভাঙ্গন অন্য কোন কারনে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে)
যেভাবে বাচ্চার জন্ম নিবন্ধন করবেন
শিশুর জন্ম নিবন্ধন করার জন্য প্রথমে অনলাইনে শিশুর নাম, জন্ম তারিখ, পিতা মাতার নাম, ঠিকানা ইত্যাদি দিয়ে অনলাইনে আবেদন করুন। এরপর আবেদনের প্রিন্ট কপি ডাউনলোড করে সেখানে আপনার ওয়ার্ডের মেম্বার বা কাউন্সিলরের স্বাক্ষর নিয়ে ইউনিয়ন পরিষদ পৌরসভা, বা কাউন্সিলর অফিসে জমা দিতে হবে।
অনলাইন আবেদনের বিস্তারিত প্রক্রিয়া দেখুন এই লিংকে-নতুন জন্ম নিবন্ধন আবেদন।
আশা করি তথ্যগুলো আপনার কাজে লেগেছে।
জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র এবং পাসপোর্ট বিষয়ে এ ধরণের উপকারী তথ্য নিয়মিত পেতে আমাদের ব্লগ ভিজিট করুন – NIDBD.INFO।
জন্ম নিবন্ধন সংক্রান্ত আরও তথ্য
- ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড
- অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম
- জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম