ইউনিয়ন পরিষদ Birth Certificate বা জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

আপনার জন্ম নিবন্ধনটি ইউনিয়ন পরিষদে না গিয়ে অনলাইন থেকেই ডাউনলোড করতে চান? তাহলে জেনে নিন- ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড
AD PLACE

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করলে কিংবা জন্ম নিবন্ধন হারিয়ে গেলে তা ইউনিয়ন পরিষদ থেকে রিপ্রিন্ট করে পেতে কিছুটা সময় লাগে। ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় ছাড়া জন্ম নিবন্ধনের মূল কপি সংগ্রহ করা যায় না। তবে অতি প্রয়োজনে অনলাইন থেকে সহজেই জন্ম নিবন্ধনের সনদের ভেরিফিকেশন কপি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন যেকোন কাজে। 

জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট  everify.bdris.gov.bd -তে প্রবেশ করে আপনার অনলাইন জন্ম নিবন্ধনের ১৭ ডিজিট নাম্বার ও জন্ম তারিখ দিয়ে তথ্য অনুসন্ধান করে ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন। বিস্তারিত প্রক্রিয়াটি নিয়েই আজকের আলোচনা।

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে আপনার যা প্রয়োজন হবে-

  • একটি স্মার্টফোন কিংবা কম্পিউটার। 
  • ইন্টারনেট কানেকশন ও একটি ওয়েব ব্রাউজার।
  • জন্ম নিবন্ধনের ১৭ ডিজিট নম্বর।
  • জন্ম তারিখ।
Telegram ChannelJoin Telegram
Facebook PageFollow on Facebook

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম

আপনার জন্ম নিবন্ধন সনদটি অনলাইনে থাকলেই এটি ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়েই জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করা যাবে।

AD PLACE

১৬ ডিজিটের জন্ম নিবন্ধন হলে তা অনলাইনে পাওয়া যাবে না। এক্ষেত্রে শেষ ৫ ডিজিটের আগে একটি শুন্য যোগ করে ১৭ ডিজিট করতে পারেন।

নিচের সহজ ধাপগুলো অনুসরণ জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি ডাউনলোড করা যাবে।

  1. জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য everify.bdris.gov.bd এই লিংকে প্রবেশ করুন;
  2. জন্ম নিবন্ধনের ১৭ ডিজিট নম্বরটি লিখুন;
  3. জন্ম তারিখ YYYY-MM-DD এই ফরম্যাটে লিখুন;
  4. ক্যাপচা (গানিতিক সমস্যা) পূরন করে সার্চ বাটনে ক্লিক করুন;
  5. CTRL+P বাটন Press করে প্রিন্ট অপশন থেকে PDF ডাউনলোড করুন।

নিচে ছবিসহ বিস্তারিত প্রক্রিয়াটি দেখানো হলো।

ধাপ ১: জন্ম নিবন্ধন যাচাই করুন

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য – everify.bdris.gov.bd এই লিংকে প্রবেশ করে মূল ইন্টারফেস এ প্রবেশ করুন। জন্ম নিবন্ধনের অনলাইন ১৭ ডিজিট নম্বর ও YYYY-MM-DD (বছর-মাস-দিন) ফরম্যাটে জন্ম তারিখ লিখুন।

AD PLACE

আপনার দেওয়া তথ্যগুলো ঠিক আছে কিনা দেখে নিন এবং নিচে আসা ক্যাপচা (গানিতিক সমস্যার উত্তর) লিখে সার্চ এ ক্লিক করুন। আপনার নিবন্ধন নম্বর ঠিক থাকলে আপনার তথ্যসমূহ দেখানো হবে।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

ধাপ ২: জন্ম নিবন্ধন ডাউনলোড

আপনার তথ্য সঠিক হলে পরবর্তী পেজে উক্ত জন্ম নিবন্ধনের অনলাইনে থাকা সকল তথ্য দেখানো হবে। এটি ডাউনলোড করে আপনার মূল জন্ম নিবন্ধনের মতোই ব্যবহার করতে পারবেন। পেইজটি ডাউনলোড করার জন্য Print অপশন থেকে Save as PDF সিলেক্ট করে Print করুন।

কম্পিউটার ও মোবাইলে ভিন্ন উপায়ে প্রিন্ট করতে হয়।

আপনার যদি কম্পিউটার থাকে এবং প্রিন্টার থাকে তাহলে জন্ম নিবন্ধনের যাচাইকৃত তথ্যের পেজটিতে কি-বোর্ড থেকে – Control + P চাপুন। তারপর Print Preference ঠিক করে মাউস দিয়ে Print এ ক্লিক করলেই সংযুক্ত প্রিন্টারে প্রিন্ট করতে পারবেন। অথবা Print to PDF এ ক্লিক করে সেইভ করে রাখতে পারবেন।

আপনি মোবাইলে প্রিন্ট করতে চাইলে সরাসরি প্রিন্ট করা যায় না। তাই জন্ম নিবন্ধনের পেজটি স্ক্রিনশট নিয়ে তা সেভ করে রাখুন। তারপর স্থানীয় কোন কম্পিউটার সেবা প্রদানকারী দোকান থেকে প্রিন্ট করে নিন।

উপরোক্ত ধাপগুলো অনুসরন করে ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করা খুবই সহজ। জন্ম নিবন্ধনের মূল কপিটি হাতে পাওয়ার পূর্ব পর্যন্ত প্রয়োজনে এটি ব্যবহার করতে পারবেন।

অনলাইনে জন্ম নিবন্ধন না পাওয়ার কারন

জন্ম নিবন্ধন অনলাইনে না পাওয়ার মূল কারন হচ্ছে এর ডিজিট সংখ্যা। ১৬ ডিজিটের পুরনো কিংবা হাতে লেখা জন্ম নিবন্ধন হলে তা অনলাইনে পাওয়া যায় না। এছাড়াও জন্ম নিবন্ধন অনলাইন করন পদ্ধতি শুরুর আগে কোন নিবন্ধন হয়ে থাকলে তা অনলাইনে কখনো কখনো নাও থাকতে পারে।

এমন হলে প্রথমেই জন্ম নিবন্ধন টি ১৬ ডিজিট থেকে ১৭ ডিজিটে কনভার্ট করে নিতে হবে। তারপর জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান সাইট থেকে যাচাই করে দেখতে হবে।

পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম

জন্ম নিবন্ধনের ১৬ ডিজিট নম্বর ১৭ ডিজিট করার মাধ্যমে তা অনলাইন করা যায়। এর জন্য আপনার জন্ম নিবন্ধনের ১৬ ডিজিটের নম্বরটির শেষের ৫ ডিজিটের পূর্বে একটি ০ বসাতে হবে। যেমন- ১৯৮৯১৯১৭৫৭১২০১১৪৯ এই জন্ম নিবন্ধন নম্বরটির শেষ ৫ ডিজিট অর্থাৎ – ০১১৪৯ এর পূর্বে একটি ০ বসিয়ে ০০১১৪৯ বসিয়ে যাচাই করতে হবে।

FAQ’s

জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট  everify.bdris.gov.bd -তে প্রবেশ করে আপনার অনলাইন জন্ম নিবন্ধনের ১৭ ডিজিট নাম্বার ও জন্ম তারিখ দিয়ে তথ্য অনুসন্ধান করে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করা যায়।

জন্ম নিবন্ধনের অফিশিয়াল  ওয়েবসাইট https://bdris.gov.bd/br/application/status এ প্রবেশ করে আবেদনপত্রের ধরন, এপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ দিয়ে আবেদনপত্রের বর্তমান অবস্থা জানা যায়।

সরকারি জন্ম ও মৃত্যু নিবন্ধন সাইটের https://bdris.gov.bd/br/correction লিংকে প্রবেশ করে জন্ম নিবন্ধনের নম্বর ও জন্ম তারিখ দিয়ে তথ্য সংশোধনের জন্য আবেদন করা যায়। কিভাবে সংশোধন আবেদন করবেন তা দেখতে পড়ুন- জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

শেষকথা

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করে ব্যবহার করতে পারলেও সরকার প্রদোত্ত জন্ম নিবন্ধন সংগ্রহ করতে হবে সরাসরি ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে। 

আজকের আলোচনার মূল বিষয় ছিলো – ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড। পোস্ট সম্পর্কিত কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ই-সেবা ভিত্তিক যেকোন ধরনের লেখা পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ধন্যবাদ।

নতুন জন্ম নিবন্ধনজন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম
সংশোধনজন্ম নিবন্ধন সংশোধন আবেদন
হোমপেজNIDBD

Similar Posts

14 Comments

  1. আমার জন্ম নিবন্ধন কার্ড অনলাইন করা না। আমি ইউনিয়ন পরিষদে গিয়েছি তাহারা চেক করে দেখলো সার্টিফিকেটের সাথে মূল জন্ম সনদে বয়সের পার্থক্য আছে, এখন নাকি তারা এটা সংশোধন করতে পারবে না, এমতাবস্থায় আমি আমার মেয়ের জন্ম নিবন্ধন ও করাতে পারছিনা। এখন কি আমি নতুন করে আমার জন্ম নিবন্ধন করবো নাকি অন্য কোথাও থেকে সংশোধন করতে পারবো? সঠিক তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করুন, ধন্যবাদ।

    1. মেয়ের জন্ম নিবন্ধন করতে আপনার টা লাগবে বলছে নাকি? এখন লাগেনা আগে লাগতো। আর জন্ম নিবন্ধনে বয়স সংশোধন করা যায় না। পারলে আগের টা বাতিল করে নতুন একটা করতে পারেন কিনা দেখেন।

      1. ইউনিয়ন পরিষদে গিয়ে, আপনার নাম দিয়ে সার্চ করে জন্ম নিবন্ধন নাম্বার বের করুন। তারপর প্রতিলিপি বা ডুপ্লিকেট সনদের জন্য অনলাইনে আবেদন করতে হবে।

  2. জন্ম নিবন্ধন এর নাম্বার না থাকলে কি ভাবে জন্ম নিবন্ধন বপর করা যায় সেটা কেও বলতে পারবেন দয়াকরে?

    1. জন্ম নিবন্ধন নাম্বার জানা না থাকলে ইউনিয়ন পরিষদে গিয়ে, আপনার নাম. ওয়ার্ড ও পিতামাতার নাম অনুসারে আপনার নিবন্ধন এন্ট্রি খুঁজে বের করা যাবে।

    1. জন্ম নিবন্ধন নম্বর জানা থাকলে অনলাইনে, প্রতিলিপি সনদের জন্য আবেদন করা যাবে। জন্ম নিবন্ধন নম্বর খুজে না পেলে ইউনিয়ন পরিষদে গিয়ে বের করতে পারবেন।

  3. আমি অনেক আগে পাস্পোর্ট করেছিলাম জন্মনিবন্ধন ১৭ ডিজিট দিয়ে। এখন অনলাইনে চেক করে দেখি রেকোর্ড নাই। এখন বাচ্চার জন্ম নিবন্ধন করতে আমারটা পাচ্ছি না। কি করবো। আমারটা কি নতুন করে করতে হবে। নতুন করে করলে কি আগের জন্মনিবন্ধন নামবার পাবো।

    1. আপনার আগের জন্ম নিবন্ধন কত ডিজিটের? যদি পাওয়া না যায়, তবে পুরাতন কপি দেখিয়ে নতুন করে আবার করতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।