আপনার NID কার্ড হারিয়ে গেলে অথবা আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্যের কোন কপি পেতে চাইলে NID সার্ভার কপি সংগ্রহ করতে পারেন।
উপজেলা নির্বাচন অফিস থেকেও আপনার NID নম্বর এবং জন্ম তারিখ দিয়ে জাতীয় পরিচয়পত্রের সার্ভার Verification কপি অর্থাৎ NID server copy সংগ্রহ করতে পারেন। এজন্য চালানের মাধ্যমে ১১৫ টাকা সরকারি ফি দিতে হবে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের services.nidw.gov.bd সাইট থেকে জাতীয় পরিচয় পত্র রেজিস্ট্রেশন টোকেন নম্বর ও জন্ম তারিখ দিয়ে Face Verification এর মাধ্যমে বিনামূল্যে NID Card Download করে নিতে পারেন।
এনআইডি সার্ভার কপি ডাউনলোড
যাদের এনআইডি কার্ড হারিয়েছে বা এনআইডি কার্ডের কোন তথ্য পাচ্ছে না, অথবা অন্য কোন প্রয়োজনে, এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে উপজেলা নির্বাচন অফিস থেকে এনআইডি ভেরিফিকেশন কপি সংগ্রহ করতে পারেন।
উপজেলা নির্বাচন অফিস থেকে এই ভেরিফিকেশন কপি বা সার্ভার কপি সংগ্রহের জন্য ১১৫ টাকা (ভ্যাটসহ) এ চালানের মাধ্যমে জমা দিতে হয়।
অনলাইন থেকেও NID Server Copy Download করতে পারবেন। নিচে এনআইডি কার্ডের সার্ভার কপির একটি নমুনা দেখানো হলো।
জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্ট বিষয়ক কোন পরামর্শমূলক তথ্য বিস্তারিত জানতে Follow করতে পারেন আমাদের Facebook Page- NIDBD
কেন আপনার NID Server Copy প্রয়োজন
নিম্মোক্ত ক্ষেত্রে আপনার এনআইডি ভেরিফিকেশন কপির প্রয়োজন হতে পারে:
- আপনার জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে;
- জাতীয় পরিচয় পত্রের কোন তথ্য জানতে;
- কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কর্মচারীর এনআইডি যাচাই করতে;
- ভূমি রেজিস্ট্রেশন করতে;
আর যাদের NID হারিয়েছে মূল আইডি কার্ড পাওয়ার জন্য থানায় জিডি করে এবং বিকাশের মাধ্যমে সরকারি ফি ২৩০ টাকা পরিশোধ করে অনলাইনে জাতীয় পরিচয় পত্র রিপ্রিন্টের আবেদন করতে হবে।
নিজে আবেদন করতে না পারলে আমাদের মাধ্যমে সার্ভিস ফি দিয়ে NID Online Copy সংগ্রহ করতে পারেন।
হারানো এনআইডি অনলাইন কপি ডাউনলোড
সর্বশেষ আপডেট ও সহযোগিতার জন্য টেলিগ্রামে যোগ দিন
Telegram Channel | Join Telegram |
Facebook Page | Follow on Facebook |